প্রাইমারি টেট 2022

পার্ট 2

খুবই গুরুত্ব পূর্ণ 15টি প্রশ্নোত্তর পরিবেশবিদ্যা

by

Esho Seekhi.COM

উত্তর : (a) জিন ব্যাঙ্ক

প্রশ্ন : বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ করা হয় নিচের কোনটির মাধ্যমে - (a) জিন ব্যাঙ্ক (b) জিন লাইব্রেরি (c) হারবেরিয়াম (d) কোনটিই নয়

উত্তর : (b) ন্যাশনাল পার্ক

প্রশ্ন: ইন-সিটু সংরক্ষণের উদাহরণ হল - (a) কলা পালন (b) ন্যাশনাল পার্ক (c) উদ্ভিদ উদ্যান (d) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

উত্তর : (b) ন্যাশনাল পার্ক

প্রশ্ন: ইন-সিটু সংরক্ষণের উদাহরণ হল - (a) কলা পালন (b) ন্যাশনাল পার্ক (c) উদ্ভিদ উদ্যান (d) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

উত্তর : (a) বায়োস্ফিয়ার রিজার্ভে

প্রশ্ন: "কোর জোন", "বাফার জোন" দেখা যায় - (a) বায়োস্ফিয়ার রিজার্ভে (b) স্যাংচুয়ারিতে (c) টাইগার রিজার্ভে (d) ন্যাশনাল পার্কে

উত্তর : (a) সর্পগন্ধা

প্রশ্ন: জীববৈচিত্র্যের অন্তর্গত ঔষধি গুণসম্পন্ন একটি উদ্ভিদ হল - (a) সর্পগন্ধা (b) অর্কিড (c) সেগুন (d) পেঁপে

উত্তর : (b) অভিব্যক্তি

প্রশ্ন: পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হল  - (a) অভিযোজন (b) অভিব্যক্তি (c) প্রজনন (d) অতিপ্রজনন

উত্তর : (a) নাইট্রোজেন

প্রশ্ন: আকাশে বিদ্যুৎক্ষরণ হলে মাটিতে কোন মৌলের পরিমাণ বৃদ্ধি পায় - (a) নাইট্রোজেন (b) অক্সিজেন (c) পটাশিয়াম (d) ফসফরাস

উত্তর : (c) 77.17%

প্রশ্ন: বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত ? - (a) 20.60% (b) 0.03% (c) 77.17% (d) 0.04%

উত্তর : (b) নীলগিরিতে

প্রশ্ন: 1986 খ্রিস্টাব্দে কোথায় ভারতের সর্বপ্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপিত হয় ? - (a) সুন্দরবনে (b) নীলগিরিতে (c) নন্দাদেবীতে  (d) মিনামার উপকূলে

উত্তর : (a) মৃত্যুহার কমে যাওয়া

প্রশ্ন: অত্যাধিক জনসংখ্যা বাড়ার কারণ - (a) মৃত্যুহার কমে যাওয়া  (b) জন্মহার কমে যাওয়া (c) রোগ নিরাময় হার কমে যাওয়া  (d) প্রাকৃতিক বিপর্যয়কমে যাওয়া

উত্তর : (a) মৃত্যুহার কমে যাওয়া

প্রশ্ন: পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত 'বিগ ব্যাং থিওরি' এর প্রবক্তা হলেন - (a) লেমাইটার (b) চার্লস আবে (c) চার্লস ডারউইন (d) কান্ট

এরকম আরও প্র্যাকটিস সেট পেতে নিচের লিংকে ক্লিক করুন