নমস্কার, প্রিয় বন্ধুরা আজ আমরা আলোচনা করবো বাংলার ইতিহাস নিয়ে যা অতীব গুরুত্বপূর্ণ | এইখানে আপনি জানতে পারবেন বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে বিভিন্ন সংস্থা ভিত্তিক তালিকা |(Various organizations for the development of science and technical education in Bengal)|
সংস্থা | সংস্থার পুরো নাম | প্রতিষ্ঠাকাল | প্রতিষ্ঠাতা |
---|---|---|---|
IACS | Indian Association for the Cultivation of Science | ১৮৭৬ খ্রিস্টাব্দ | ডা. মহেন্দ্রলাল সরকার |
NCE | National Council of Education | ১৯০৬ খ্রিস্টাব্দ | সত্যেন্দ্রনাথ ঠাকুর, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ |
SPTE | Society for the promotion of Technical Education | ১৯০৬ খ্রিস্টাব্দ | তারকনাথ পালিত |
BTI | Bengal Technical Institute | ১৯০৬ খ্রিস্টাব্দ | তারকনাথ পালিত, প্রমথ দত্ত, শরৎ বসু প্রমুখ |
ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা |
আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |
আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB
আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram
Tags: Various organizations for the development of science and technical education in Bengal, History of Bengal, বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে বিভিন্ন সংস্থা, বাংলার ইতিহাস, wbcs history gk, wbssc history gk, wb food SI history gk, WBP Constable history gk, West Bengal Police Constable Preliminary Gk, Food Inspector history gk, wbpsc history gk, wbps history gk,