নমস্কার, প্রিয় বন্ধুরা আজ আমরা আলোচনা করবো বাংলার ইতিহাস নিয়ে যা অতীব গুরুত্বপূর্ণ | এইখানে আপনি জানতে পারবেন বাংলার ইতিহাসের কোম্পানি প্রবর্তিত বিভিন্ন ভূমিরাজস্ব ব্যবস্থা ভিত্তিক তালিকা |(Various land revenue systems introduced by the company)|
ভূমিরাজস্ব ব্যবস্থা | সময় | প্রবর্তক | প্রবর্তনের স্থান |
---|---|---|---|
পাঁচশালা বন্দোবস্ত | ১৭৭২ খ্রিস্টাব্দ | ওয়ারেন হেস্টিংস | বাংলা |
একশালা বন্দোবস্ত | ১৭৭৭ খ্রিস্টাব্দ | ওয়ারেন হেস্টিংস | বাংলা |
দশশালা বন্দোবস্ত | ১৭৮৯-৯০ থেকে ১৭৯৩ খ্রিস্টাব্দ | লর্ড কর্নওইয়ালিস | বাংলা |
চিরস্থায়ী বন্দোবস্ত | ১৭৯৩ খ্রিস্টাব্দ | লর্ড কর্নওইয়ালিস | বাংলা |
রায়তওয়ারি বন্দোবস্ত | ১৮২০ খ্রিস্টাব্দ | থমাস মানরো | দক্ষিণ ও দক্ষিন-পশ্চিম ভারত |
মহলওয়ারি বন্দোবস্ত | ১৮২২ খ্রিস্টাব্দ | হল্ট ম্যাকেঞ্জি | উত্তর ও উত্তর-পশ্চিম ভারত |
ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা |
আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |
আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB
আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram
Tags: Various land revenue systems introduced by the company, History of Bengal, বাংলার ইতিহাসে কোম্পানি প্রবর্তিত বিভিন্ন ভূমিরাজস্ব ব্যবস্থা, বাংলার ইতিহাস, wbcs history gk, wbssc history gk, wb food SI history gk, WBP Constable history gk, West Bengal Police Constable Preliminary Gk, Food Inspector history gk, wbpsc history gk, wbps history gk,