নমস্কার, প্রিয় বন্ধুগণ,
আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে| এই প্রশ্নগুলি যেকোনো চাকরির পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ|
1. শিবালিক, কুমায়ুন, গারওয়াল পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ উত্তরাখন্ড।
2. রানিকেট জেলা কোন রাজ্যের অন্তর্গত ?
উত্তরঃ উত্তরাখণ্ড।
3. উত্তরাখণ্ডের প্রধান উৎসব কোনটি ?
উত্তরঃ কুম্ভ মেলা।
4. উত্তরাখণ্ডের বিমানবন্দর কোথায় অবস্থিত ?
উত্তরঃ দেরাদুন, উধম সিং নগর।
5. উত্তরাখণ্ডের প্রধান নদনদি কি কি ?
উত্তরঃ গঙ্গা, যমুনা, সারদা, রামগঙ্গা, কালী।
6. উত্তরাখণ্ডের রাজধানী কোথায় অবস্থিত ?
উত্তরঃ দেরাদুন।
7. উত্তরাখণ্ডের প্রধান খনিজ দ্রব্য কি কি ?
উত্তরঃ চুনাপাথর, ডলোমাইট, তামা, জিপ্সাম।