নমস্কার, প্রিয় বন্ধুগণ,
আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে| এই প্রশ্নগুলি যেকোনো চাকরির পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ|
Contents
দমন ও দিউ
1. দমন ও দিউ এর রাজধানীর নাম কি ?
উত্তরঃ দমন।
2. দমন ও দিও এর ভাষা কি ?
উত্তরঃ দমন।
লক্ষ দ্বীপ
1. কোন কোন দ্বীপ সমূহ একত্রে লক্ষদ্বীপ নামে পরিচিত ?
উত্তরঃ লক্ষদ্বীপ, মিনিকয়, আমিনদিভি।
2. লক্ষদ্বীপের রাজধানী কোথায় অবস্থিত ?
উত্তরঃ কাভারত্তি।
চণ্ডীগড়
1. চণ্ডীগড় কোন কোন রাজ্যের যৌথ রাজধানী ?
উত্তরঃ পাঞ্জাব, হরিয়ানা।
2. চণ্ডীগড়ের রাজধানীর নাম কি ?
উত্তরঃ চণ্ডীগড়।
3. চণ্ডীগড়ের প্রধান ভাষা কি ?
উত্তরঃ হিন্দি, পাঞ্জাবি, ইংরেজি।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
1. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোথায় অবস্থিত ?
উত্তরঃ পোর্ট ব্লেয়ার।
2. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান ভাষা কি কি ?
উত্তরঃ হিন্দি, নিকোবরি, বাংলা, তামিল, মালায়ালাম, তেলেগু।
পুদুচেরি
1. পুদুচেরির রাজধানী কোথায় অবস্থিত ?
উত্তরঃ পুদুচেরী।
2. পুদুচেরির প্রধান ভাষা কি ?
উত্তরঃ তামিল, তেলেগু, মালায়ালাম, ইংরেজি, ফ্রেঞ্চ।
3. পুদুচেরির প্রধান নদী গুলি কি কি ?
উত্তরঃ অবসালার, নাটার, ভাঞ্জিয়ার, নুলার, নন্দলার।
দাদরা ও নগর হাভেলি
1. দাদরা ও নগর হাভেলির রাজধানী কোথায় অবস্থিত ?
উত্তরঃ সিলভাসা।
2. দাদরা ও নগর হাভেলীর প্রধান ভাষা কি কি ?
উত্তরঃ গুজরাতি, হিন্দি।