নমস্কার, প্রিয় বন্ধুরা আজ আমরা আলোচনা করবো বাংলার ইতিহাস নিয়ে যা অতীব গুরুত্বপূর্ণ | এইখানে আপনি জানতে পারবেন বাংলার ইতিহাসের ঔপনিবেশিক শাসনে ভারতে সংঘটিত বিভিন্ন উপজাতি এবং কৃষক বিদ্রোহ ভিত্তিক তালিকা |(The various tribal and peasant revolts of colonial India)|
বিদ্রোহ / আন্দোলন | সময়কাল | নেতৃত্ব | তৎকালীন গভর্নর জেনারেল / ভাইসরয় |
---|---|---|---|
সন্ন্যাসী - ফকির বিদ্রোহ | ১৭৬৩ খ্রিস্টাব্দ | ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলি | ভ্যান্সিটার্ট |
রংপুর বিদ্রোহ | ১৭৮৩ খ্রিস্টাব্দ | নুরুলউদ্দিন | ওয়ারেন হেস্টিংস |
চুঁয়াড় বিদ্রোহ | ১৭৯৮-৯৯ খ্রিস্টাব্দ | দুর্জন সিংহ | লর্ড ডালহৌসি |
ফরাজি আন্দোলন | ১৮১৮ খ্রিস্টাব্দ | দুদুমিয়াঁ | লর্ড হেস্টিংস |
ভিল বিদ্রোহ | ১৮১৯ খ্রিস্টাব্দ | শিউরাম | লর্ড হেস্টিংস |
পাগলাপন্থী বিদ্রোহ | ১৮২৫ খ্রিস্টাব্দ | করিম শাহ, টিপু শাহ | লর্ড আমহারস্ট |
কোল বিদ্রোহ | ১৮৩১-৩২ খ্রিস্টাব্দ | বুদ্ধু ভগত, জোয়া ভগত, সুই মুণ্ডা, ঝিন্দরাই মানকি | লর্ড উইলিয়াম বেণ্টীংক |
ওয়াহাবি আন্দোলন | ১৮৩১ খ্রিস্টাব্দ | তিতুমির | লর্ড উইলিয়াম বেণ্টীংক |
সাঁওতাল বিদ্রোহ | ১৮৫৫-৫৬ খ্রিস্টাব্দ | সিধু, কানু, চাঁদ, ভৈরব, কালো প্রামাণিক, ডোমন মাঝি | লর্ড ডালহৌসি |
নীল বিদ্রোহ | ১৮৫৯-৬০ খ্রিস্টাব্দ | বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, কাদের মোল্লা, রফিক মণ্ডল | লর্ড ক্যানিং |
পাবনা বিদ্রোহ | ১৮৭০ খ্রিস্টাব্দ | ঈশানচন্দ্র রায়, শম্ভুনাথ পাল, ক্ষুদিমোল্লা | লর্ড মেয় |
মুণ্ডা বিদ্রোহ | ১৮৯৯-১৯০০ খ্রিস্টাব্দ | বীরসা মুণ্ডা | লর্ড কার্জন |
ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা |
আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |
আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB
আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram
Tags: The various tribal and peasant revolts of colonial India, History of Bengal, ঔপনিবেশিক শাসনে ভারতে সংঘটিত বিভিন্ন উপজাতি এবং কৃষক বিদ্রোহ, ভারতে ইতিহাস , wbcs history gk, wbssc history gk, wb food SI history gk, WBP Constable history gk, West Bengal Police Constable Preliminary Gk, Food Inspector history gk, wbpsc history gk, wbps history gk,