ঔপনিবেশিক শাসনে ভারতে সংঘটিত বিভিন্ন উপজাতি এবং কৃষক বিদ্রোহ | The various tribal and peasant revolts of colonial India

নমস্কার, প্রিয় বন্ধুরা আজ আমরা আলোচনা করবো বাংলার ইতিহাস নিয়ে যা অতীব গুরুত্বপূর্ণ | এইখানে আপনি জানতে পারবেন বাংলার ইতিহাসের ঔপনিবেশিক শাসনে ভারতে সংঘটিত বিভিন্ন উপজাতি এবং কৃষক বিদ্রোহ ভিত্তিক তালিকা |(The various tribal and peasant revolts of colonial India)|

বিদ্রোহ / আন্দোলন সময়কালনেতৃত্বতৎকালীন গভর্নর জেনারেল / ভাইসরয়
সন্ন্যাসী - ফকির বিদ্রোহ১৭৬৩ খ্রিস্টাব্দভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলিভ্যান্সিটার্ট
রংপুর বিদ্রোহ১৭৮৩ খ্রিস্টাব্দনুরুলউদ্দিনওয়ারেন হেস্টিংস
চুঁয়াড় বিদ্রোহ১৭৯৮-৯৯ খ্রিস্টাব্দদুর্জন সিংহলর্ড ডালহৌসি
ফরাজি আন্দোলন১৮১৮ খ্রিস্টাব্দদুদুমিয়াঁলর্ড হেস্টিংস
ভিল বিদ্রোহ১৮১৯ খ্রিস্টাব্দশিউরামলর্ড হেস্টিংস
পাগলাপন্থী বিদ্রোহ১৮২৫ খ্রিস্টাব্দকরিম শাহ, টিপু শাহলর্ড আমহারস্ট
কোল বিদ্রোহ১৮৩১-৩২ খ্রিস্টাব্দবুদ্ধু ভগত, জোয়া ভগত, সুই মুণ্ডা, ঝিন্দরাই মানকিলর্ড উইলিয়াম বেণ্টীংক
ওয়াহাবি আন্দোলন১৮৩১ খ্রিস্টাব্দতিতুমিরলর্ড উইলিয়াম বেণ্টীংক
সাঁওতাল বিদ্রোহ১৮৫৫-৫৬ খ্রিস্টাব্দসিধু, কানু, চাঁদ, ভৈরব, কালো প্রামাণিক, ডোমন মাঝিলর্ড ডালহৌসি
নীল বিদ্রোহ১৮৫৯-৬০ খ্রিস্টাব্দবিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, কাদের মোল্লা, রফিক মণ্ডললর্ড ক্যানিং
পাবনা বিদ্রোহ১৮৭০ খ্রিস্টাব্দঈশানচন্দ্র রায়, শম্ভুনাথ পাল, ক্ষুদিমোল্লালর্ড মেয়
মুণ্ডা বিদ্রোহ১৮৯৯-১৯০০ খ্রিস্টাব্দবীরসা মুণ্ডালর্ড কার্জন

ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা | 

আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |

আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB

আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram

Tags: The various tribal and peasant revolts of colonial India, History of Bengal,  ঔপনিবেশিক শাসনে ভারতে সংঘটিত বিভিন্ন উপজাতি এবং কৃষক বিদ্রোহ, ভারতে ইতিহাস , wbcs history gk,  wbssc history gk, wb food SI history gk, WBP Constable history gk, West Bengal Police Constable Preliminary Gk, Food Inspector history gk, wbpsc history gk, wbps history gk,

Check Also

ভারতের অঙ্গরাজ্য সমূহ : উত্তরাখণ্ড । Geography Gk । Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ,  আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি  গুরুত্বপূর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *