ঔপনিবেশিক শাসনে ভারতে সংঘটিত বিভিন্ন উপজাতি এবং কৃষক বিদ্রোহ | The various tribal and peasant revolts of colonial India

নমস্কার, প্রিয় বন্ধুরা আজ আমরা আলোচনা করবো বাংলার ইতিহাস নিয়ে যা অতীব গুরুত্বপূর্ণ | এইখানে আপনি জানতে পারবেন ঔপনিবেশিক শাসনে ভারতে সংঘটিত বিভিন্ন উপজাতি এবং কৃষক বিদ্রোহ | (The various tribal and peasant revolts of colonial India)

1.সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে ঘটেছিল ? 

উত্তরঃ ১৭৬৩ সালে

2.সন্ন্যাসী ফকির বিদ্রোহের সময় তৎকালীন গভর্নর জেনারেল কে ছিলেন ? 

উত্তরঃ সন্ন্যাসী ফকির বিদ্রোহের সময় তৎকালীন গভর্নর জেনারেল ছিলেন ভ্যান্সিটার্ট ।

3. সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতৃত্ব কারা দিয়েছিলেন ? 

উত্তরঃ সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলি প্রমুখ ।

4. কত সালে রংপুর বিদ্রোহ হয় ?

উত্তরঃ ১৭৮৩ সালে ।

5. রংপুর বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তরঃ রংপুর বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস ।

6. চুয়ার বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তরঃ লর্ড ওয়েলেসলি ।

7. চুয়ার বিদ্রোহ কবে ঘটেছিল?

উত্তরঃ ১৭৯৮-৯৯ সালে ।

8. চুয়ার বিদ্রোহের নেতা কারা ছিলেন ? 

উত্তরঃ চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন দুর্জন সিংহ, গোবর্ধন দিকপতি ।

9. রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন ?

উত্তরঃ নুরুলউদ্দিন ।

10. ফরাজি আন্দোলন কবে শুরু হয় ?

উত্তরঃ ১৮১৮ সালে ।

11. ফরাজি আন্দোলনের নেতা কারা ছিলেন ?

উত্তরঃ ফরাজি আন্দোলনের নেতা ছিলেন মহম্মদ মহসিন বা দুদুমিয়াঁ । তার মৃত্যুরে তার পুত্র নোয়া মিয়াঁ আন্দোলনের নেতৃত্ব দেন ।

12. ফরাজি আন্দোলনের সময় গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তরঃ লর্ড হেস্টিংস ।

13. ভিল বিদ্রোহের সূচনা হয় কবে ?

উত্তরঃ ১৮১৯ সালে

14. ভিল বিদ্রোহের নেতা কে ছিলেন ?

উত্তরঃ ভিল বিদ্রোহের নেতা ছিলেন শিউরাম ।

15. ভিল বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তরঃ  লর্ড হেস্টিংস ।

16. পাগলাপন্থী বিদ্রোহ কবে শুরু হয় ?

উত্তরঃ ১৮২৫ সালে ।

17. পাগলাপন্থী বিদ্রোহের নেতৃত্ব কারা দেয় ? 

উত্তরঃ করিম শাহ ও টিপু শাহ ।

18. কোল বিদ্রোহের নেতা কারা ছিলেন ?

উত্তরঃ বুদ্ধু ভগত, জোয়া ভগত, সুই মুণ্ডা, ঝিন্দরাই মানকি প্রমুখ ।

19. কোল উপজাতির লোকেরা কোথায় বসবাস করত ?

উত্তরঃ  বিহারের ছোটনাগপুর অঞ্চলে ।

20. ওয়াহাবি আন্দোলনের উদ্ভব কোথায় হয় ?

উত্তরঃ আরবে ।

21. ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন ?

উত্তরঃ আবদুল ওয়াহাব ।

22. ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন ?

উত্তরঃ সৈয়দ আহমেদ ।

23. বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন কে ?

উত্তরঃ তিতুমির বা মির নিশার আলি ।

24. তিতুমির কোথায় বাঁশের কেল্লা তৈরি করে ?

উত্তরঃ নারকেলবেড়িয়া গ্রামে ।

25. হুল শব্দের অর্থ কী ?

উত্তরঃ হুল শব্দের অর্থ বিদ্রোহ ।

26. দামিন-ই-কোহ শব্দের অর্থ কী ?

উত্তরঃ পাহাড়ের প্রান্তদেশ ।

27. সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয় ?

উত্তরঃ ১৮৫৫ সালে ।

28. সাঁওতাল বিদ্রোহের নেতা কারা ছিলেন ?

উত্তরঃ সিধু, কানু, চাঁদ, ভৈরব, ডোমন মাঝি, কালো প্রামাণিক, বীর সিংহ প্রমুখ ।

29. মুণ্ডা বিদ্রোহের নেতৃত্ব কে দেন ?

উত্তরঃ বিরসা মুণ্ডা ।

30. কত সালে মুণ্ডা বিদ্রোহ শুরু হয় ?

উত্তরঃ ১৮৯৯ সালে ।

31. তারিক-ই-মহম্মদিয়া কথার অর্থ কী ?

উত্তরঃ মহম্মদ প্রদর্শিত পথ ।

32. নীল বিদ্রোহ কবে শুরু ?

উত্তরঃ ১৮৫৯ সালে ।

32. নীল বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন ?

উত্তরঃ বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, কাদের মেল্লা, রফিক মণ্ডল প্রমুখ ।

33. নীল চাষিদের অত্যাচারের গল্প ফুঁটে ওঠে কোন নাটকের মাধ্যমে ?

উত্তরঃ নীলদর্পণ নাটকের মাধ্যমে ।

34. নীলদর্পণ নাটকটি কার পরিচালনায় তৈরি ?

উত্তরঃ দীনবন্ধু মিত্র ।

35. পাবনা বিদ্রোহ কবে শুরু হয় ?

উত্তরঃ ১৮৭০ সালে ।

36. পাবনা বিদ্রোহের নেতা কারা ছিলেন ?

উত্তরঃ ঈশানচন্দ্র রায়, শম্ভুনাথ পাল, ক্ষুদিমোল্লা প্রমুখ ।

37. বারাসাত বিদ্রোহ কবে হয়েছিল ?

উত্তরঃ ১৮৩১ সালে ।

38. উলগুলান শব্দের অর্থ কী ? 

উত্তরঃ বিরাট তোলপাড় ।

39. সিং বোঙা কথার অর্থ কী ? 

উত্তরঃ সূর্য দেবতা

40. ছোটনাগপুর প্রজাস্বত আইন কবে পাশ হয় ? 

উত্তরঃ  ১৯০৮ সালে ।


ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা | 

আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |

আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB

আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram

Tags: The various tribal and peasant revolts of colonial India, History of India, ঔপনিবেশিক শাসনে ভারতে সংঘটিত বিভিন্ন উপজাতি এবং কৃষক বিদ্রোহ, ভারতের ইতিহাস, wbcs history gk,  wbssc history gk, wb food SI history gk, WBP Constable history gk, West Bengal Police Constable Preliminary Gk, Food Inspector history gk, wbpsc history gk, wbps history gk, 

Check Also

ভারতের অঙ্গরাজ্য সমূহ : উত্তরাখণ্ড । Geography Gk । Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ,  আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি  গুরুত্বপূর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *