নমস্কার, প্রিয় বন্ধুগণ,
আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে| এই প্রশ্নগুলি যেকোনো চাকরির পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ|
1. তামিলনাড়ুর রাজধানী কোথায় অবস্থিত ?
উত্তরঃ চেন্নাই।
2. তামিলনাড়ুর প্রধান ভাষা কি ?
উত্তরঃ তামিল।
3. তামিলনাড়ুর প্রধান নৃত্য কি কি ?
উত্তরঃ ভরতনাত্যাম, কারাগাম, কুমি।
4. তামিলনাড়ুর প্রধান শস্য কি কি ?
উত্তরঃ ধান, ইক্ষু, তৈলবীজ, তুলা, কফি, চা, তামাক।
5. তামিলনাড়ুর প্রধান খনিজ দ্রব্য কি কি ?
উত্তরঃ অভ্র, বক্সাইট, চুনাপাথর, লিগনাইট।
6. তামিলনাড়ুর প্রধান নদনদী কি কি ?
উত্তরঃ কাবেরী, পালার, অমরাবতি, ভাইগাই, ভবানী।
7. দ্রাবিড় সভ্যতার কেন্দ্রভূমি হিসেবে কোন রাজ্যের গুরুত্ত্ব বেশী ?
উত্তরঃ তামিলনাড়ু