নমস্কার, প্রিয় বন্ধুগণ,
আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে| এই প্রশ্নগুলি যেকোনো চাকরির পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ|
1. সিকিমের রাজধানীর নাম কি ?
উত্তরঃ গ্যাংটক।
2. সিকিমের প্রধান নদনদি কি কি ?
উত্তরঃ তিস্তা ও তার শাখানদি।
3. সিক্কিমের বিমানবন্দর কোথায় অবস্থিত ?
উত্তরঃ বাগডোগরা।
4. সিকিমের প্রধান ভাষা কি ?
উত্তরঃ লেপচা, ভূটিয়া, নেপালি।
5. সিকিমের প্রধান শিল্প কি কি ?
উত্তরঃ কার্পেট, ফল প্রক্রিয়াকরন শিল্প, বিয়ার, বনশপতি।
6. সিকিমের হাইকোর্ট কোথায় অবস্থিত ?
উত্তরঃ গ্যাংটক।
7. সিকিমের প্রধান খনিজ দ্রব্য কি কি ?
উত্তরঃ তামা, কয়লা।
8. সিকিমের প্রধান সশ্য কি কি ?
উত্তরঃ ধান, মেজ, বাজরা, বারলি, আদা।