Population Census Abbreviation|Competitive exam| SSC CGL | SSC CHSL | WBCS

Population Census

জনগণনা সম্বন্ধিত বিস্তারিত তথ্য 

প্রতিদিনের জীবনে আমরা জনগণনা ও জনসংখ্যা সম্বন্ধিত বিভিন্ন তথ্য দেখতে পাই। জনগণনার বিভিন্ন বিষয় বিশদে জানতে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা দরকার।

তাই আজ আমরা এই Population related Abbreviation -গুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো।

CBR: Crude Birth Rate 

এটি মূলত ভূমিস্তরীয় পদ্ধতিতে জন্মহার পরিমাপক|

CDR: Crude Death Rate

এটি মূলত ভূমিস্তরীয় পদ্ধতিতে মৃত্যু হার পরিমাপক|

TFR: Total fertility rate

প্রতিটি মহিলা তার জীবদ্দশায় সর্বমোট কটি সন্তান প্রসব করে তা পরিমাপ করে।উদাহরণ স্বরূপ: কোনো দেশের TFR এর মান 2.2 হলে বোঝায় সেই দেশে মহিলারা  গড়ে 2.2 টি সন্তান প্রসব করে।

GRR: Gross Reproduction Rate

যেহুতু প্রকৃতির নিয়মে মহিলারাই সন্তান প্রসব করতে সক্ষম, তাই জনসংখ্যা বৃদ্ধির হার পরিমাপ করার জন্য যখন শুধুমাত্র কন্যা সন্তানের জন্মহারের উপর ভিত্তি করে জনসংখ্যার বৃদ্ধি সম্বন্ধিত তথ্য প্রদান করা হয়, তাকে Gross Reproduction Rate।

NRR: Net Reproduction Rate

Gross Reproduction Rate এর একটি মূল সমস্যা হল এটিতে ধরে নেওয়া হয় জন্ম নেওয়া প্রতিটি কন্যা “সন্তান প্রসবকালীন” অবস্থায় পৌঁছানো পর্যন্ত অবশ্যই জীবিত থাকবে ও তারা সন্তান প্রসব করে জনসংখ্যার বৃদ্ধি ঘটাবে, কিন্তু বাস্তবে অনেক মহিলারাই সন্তান প্রসবকালের আগেই ভিন্ন ভিন্ন কারণে মৃত্যু হতে পারে।এই তত্ত্বকে মাথায় রেখে জনসংখ্যা বৃদ্ধির পরিমাপক হিসাবে NRR কে ব্যবহার করা হয়।এটি কন্যা সন্তানের জন্মহারের সাথে  মৃত্যুহারকেও সমান গুরুত্ব দেয় ও তার গণনা করে, কিন্তু GRR এর ভিত্তি হল শুধুমাত্র কন্যা সন্তানের জন্মহার। এটি GRR ও NRR এর মূল পার্থক্য।

NRR=1 [ Population is in a stable position]

NRR>1 [Population is increasing]

NRR<1 [Population is decreasing]

ASFR: Age specific fertility rate

একটি নির্দিষ্ট বয়সীমার মহিলাদের ক্ষেত্রে সন্তান প্রসব হার দ্বারা নির্ধারিত হয় ASFR।

Life Table: 

এই টেবিল দ্বারা জনসংখ্যায় মৃত্যু সম্বন্ধিত একটি বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়।

SDR: Specific Death Rate

যেকোনো নির্দিষ্ট কারণের ভিত্তিতে যে মৃত্যু হার লক্ষ করা যায় তাকে  Specific Death rate বলে।

MMR: Maternal Mortality Rate

প্রতি 1000 জন মহিলার মধ্যে যতজন প্রসবকালীন অবস্থায় মৃত্যুবরণ করে সেই হারকে বলে Maternal Mortality Rate।

IMR: Infant Mortality Rate

প্রতি 1000 জন সন্তান প্রসবের ক্ষেত্রে যে সমস্ত শিশু 1 বছরের আগে মৃত্যুবরণ করে সেই হারকে বলে Infant Mortality Rate।

VI: Vital Index

$latex Vital-space-Index=frac{CBR}{CDR}$

Vital Index > 1 [Population is increasing]

Vital Index < 1 [Population is decreasing]

MIR: Morbidity Incidence Rate

প্রতি 1000 জন মানুষের মধ্যে রোগ আক্রান্ত হয়ে যে সংখ্যক মৃত্যু হয়, সেই রোগ ভিত্তিক মৃত্যুহারকে বলে Morbidity Incidence Rate।

Life expectancy: 

একটি নির্দষ্ট অঞ্চলের মানুষের জীবনকালের গড় সময়সীমা নির্ধারণ করা হয় Life expectancy এর মাধ্যমে।উদাহরণ: ভারতের সামগ্রিক Life expectancy এর মান 71 এর দ্বারা বোঝানো হয় যে ভারতে নারী পুরুষ মিলিয়ে গড়ে তারা প্রায় 71 বছর জীবিত থাকে।

Population projection:

Population projection এর জন্য সাধরণত Logistic Curve, Pearl and Reed Method, Rhodes Method সর্বাধিক প্রচলিত।

আশা করি আমাদের দ্বারা প্রকাশিত সাপ্তাহিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali) আপনাদের ভালো লেগেছে | ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা | 

আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |

আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB

আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram

Tags: population projection , life expectancy, MIR, morbidity incidence rate, vital index, MMR, maternal mortality rate, SDR, specific death rate, life table, NRR, net reproduction rate, GRR, gross reproduction rate, CDR, crude death rate, CBR, crude birth rate, TFR, total fertility rate,population projection in bengali, life expectancy  in bengali, MIR, morbidity incidence rate  in bengali, vital index  in bengali, MMR, maternal mortality rate  in bengali, SDR, specific death rate  in bengali, life table  in bengali, NRR, net reproduction rate  in bengali, GRR, gross reproduction rate  in bengali, CDR, crude death rate  in bengali, CBR, crude birth rate in bengali, TFR, total fertility rate  in bengali

Check Also

english-comprehension-ssc-cgl-ssc-chsl-wbcs

English Comprehension | Practice Set for Competitive Exam|SSC CHSL | SSC CGL | WBCS

Welcome to Eshoseekhi.com. Today we are providing a practice set of english comprehension. It will …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *