নমস্কার, প্রিয় বন্ধুগণ,
আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে| এই প্রশ্নগুলি যেকোনো চাকরির পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ|
1. একটি উপজাতি অধ্যুষিত রাজ্যের নাম বল।
উত্তরঃ নাগাল্যান্ড।
2. নাগাল্যান্ডের রাজধানী কোথায় অবস্থিত ?
উত্তরঃ কোহিমা।
3. নাগাল্যান্ডের বিমানবন্দর কোথায় অবস্থিত ?
উত্তরঃ ডিমাপুর।
4. নাগাল্যান্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?
উত্তরঃ সরামতি।
5. নাগাল্যান্ডের উপজাতি সমুহের নাম কি কি ?
উত্তরঃ কনাক লোঠা, সাংটাম, সেনা, চাখেসাং।
6. নাগাল্যান্ডের প্রধান নদনদি কোন গুলি ?
উত্তরঃ ধানসিঁড়ি, ঝাঁঝি, দিকু, দওয়াং।
7. নাগাল্যান্ডের প্রধান নৃত্য কি কি ?
উত্তরঃ নাগা, মণিপুরি, লোহা।
8. নাগাল্যান্ডের প্রধান ভাষা কি কি ?
উত্তরঃ আও, চাঙ, লোধা, সেনা, নাগামিজ।