নমস্কার, প্রিয় বন্ধুগণ,
আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে| এই প্রশ্নগুলি যেকোনো চাকরির পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ|
1. এশিয়ার সব থেকে পরিছন্ন গ্রাম কোনটি ?
উত্তরঃ মউলিন্নং গ্রাম।
2. এশিয়ার রাজধানী কোথায় অবস্থিত ?
উত্তরঃ শিলং।
3. কোন জায়গা ‘স্কটল্যান্ড অব দ্য ইস্ট ‘ নামে পরিচিত ?
উত্তরঃ শিলং।
4. মেঘালয়ের প্রধান নৃত্য কোনটি ?
উত্তরঃ ওয়ানগালা লাহো।
5. মেঘালয়ের প্রধান নদনদি কোন গুলি ?
উত্তরঃ মান্দা, দামরিং, সিমসাং, রিংঘি।
6. মেঘালয়ের প্রধান উৎসব কোনটি ?
উত্তরঃ খাশি উপজাতির নৃত্য সাদ সুক্মিন সিম, জয়ন্তিয়া উপজাতির জওয়াই, গারদের ওয়ানগালা।
7. মেঘালয়ের বিমানবন্দর কোথায় অবস্থিত ?
উত্তরঃ ওমরাই।
8. ভারতের দীর্ঘতম ও গভীরতম গুহা কোনটি ?
উত্তরঃ জয়ন্তিয়ার ঊম্লা ওয়ান।
9. মেঘালয়ের উচ্চতম জলপ্রপাত কোনটি ?
উত্তরঃ কিনরেম ফলস।
10. মেঘালয়ের বৃহত্তম কৃত্তিম হ্রদ কোনটি ?
উত্তরঃ উমিয়াম লেক।
11. মেঘালয় শব্দের অর্থ কি ?
উত্তরঃ মেঘের আবাস।
12. কে মেঘালয় রাজ্যের নাম করণ করেন ?
উত্তরঃ শিব প্রকাশ চ্যাটার্জি।