নমস্কার, প্রিয় বন্ধুগণ,
আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে| এই প্রশ্নগুলি যেকোনো চাকরির পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ|
1. ইস্টার্ন ফ্রিওয়ে সিগনাল বিহীন রাস্তা কোন রাজ্যে রয়েছে?
উত্তরঃ মহারাষ্ট্র।
2. মহারাষ্ট্রের রাজধানী কোথায় অবস্হিত?
উত্তরঃ মুম্বাই।
3. মহারাষ্ট্রের আইনসভা কিরূপ?
উত্তরঃ দ্বিকক্ষ বিশিষ্ট।
4. মহারাষ্ট্রের ভাষা কোনটি?
উত্তরঃ মারাঠী।
5. মহারাষ্ট্রের প্রধান নৃত্য কি কি ?
উত্তরঃ তামাশা, লাবনী, মৌনি, দাহিকলা।
6. মহারাষ্ট্রের প্রধান নদনদী কোন গুলি?
উত্তরঃ ভিমা, কৃষ্ণা, গোদাবরী।
7. মহারাষ্ট্রের প্রধান শস্য কি ?
উত্তরঃ ধান ,গম, তুলা, ইক্ষু, জোয়ার, বাজরা।
8. মহারাষ্ট্রের প্রধান শিল্প কি কি?
উত্তরঃ ফিল্ম, তৈল শোধনাগার।
9. মহারাষ্ট্রের প্রধান বন্দর কি কি ?
উত্তরঃ মুম্বাই, জহরলাল নেহরু।
10. মহারাষ্ট্রের বিমান বন্দর কোনটি ?
উত্তরঃ মুম্বাই, নাগপুর, পুনে, শোলাপুর।
11. ভারতের প্রথম sky walk ব্যাবস্থা কোথায় তৈরী হয়েছে?
উত্তরঃ বান্দ্রা, মুম্বাই।