নমস্কার, প্রিয় বন্ধুগণ,
আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে| এই প্রশ্নগুলি যেকোনো চাকরির পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ|
1. মধ্যপ্রদেশের রাজধানী কোথায় অবস্হিত?
উত্তরঃ ভোপাল।
2. মধ্যপ্রদেশের আইনসভা কীরূপ ?
উত্তরঃ এক কক্ষ বিশিষ্ট।
3. মধ্যপ্রদেশের প্রধান ভাষা কি ?
উত্তরঃ হিন্দি।
4. মধ্যপ্রদেশের হাইকোর্ট কোথায় অবস্থিত ?
উত্তরঃ জব্বলপুর।
5. মধ্যপ্রদেশে প্রচলিত বাইসন শিকারের নাচের নাম কি ?
উত্তরঃ গৌড়।
6. মধ্যপ্রদেশের প্রধান নদনদী কি কি ?
উত্তরঃ নর্মদা, চমবল, শোন, বেটোয়া, মহানদী, তাপ্তী, ইন্দ্রবতি।
7. মধ্যপ্রদেশের প্রধান শস্য কি কি ?
উত্তরঃ গম, ধান, তুলা, তৈলবীজ, তামাক।
8. মধ্যপ্রদেশের প্রধান খনিজ দ্রব্য কি কি ?
উত্তরঃ লৌহ আকরিক, কয়লা, চুনাপাথর, হীরা, ম্যাঙ্গানিজ।
9. মধ্যপ্রদেশের প্রধান শিল্প কি কি ?
উত্তরঃ বস্ত্র বয়ন, ইক্ষু শিল্প, কার্পাস বস্ত্র বয়ন শিল্প।
10. মধ্যপ্রদেশের প্রধান বিমান বন্দর কোনটি ?
উত্তরঃ ভোপাল, ইন্দর, জব্বলপুর, খাজুরাহ।
11. ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি?
উত্তরঃ মধ্যপ্রদেশ।