Logical Reasoning | Analogy Similarity | WB Competitive Exam | Eshoseekhi.Com

আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করবো Analogy ও Similarity Reasoning  এর কিছু গুরুত্বপূর্ণ টপিক। চাকরির বিভিন্ন পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Logical Reasoning

Analogy or Similarity 

সঠিক উত্তরটি বেঁচে নাও।

১. DE: 454 :: BC: ?

(ক) 34

(খ) 23

(গ) 56

(ঘ) 43

উত্তর: 23

২. C : 16:: F:?

(ক) 30

(খ) 49

(গ) 40

(ঘ) 50

উত্তর: 49

৩. K/T : 11/20 :: J/R : ?

(ক) 10/18

(খ) 11/19

(গ) 10/8

(ঘ) 9/10

উত্তর: 10/8

৪. F : 216 :: L : ?

(ক) 1723

(খ) 1728

(গ) 1700

(ঘ) 1600

উত্তর: 1728

৫. TTT : 777 :: RRR : ?

(ক) 555

(খ) 444

(গ) 333

(ঘ) 999

উত্তর: 999

৬.  Y^2: 4 ::  V^2:?

(ক)  25

(খ) 9

(গ) 49

(ঘ) 16

উত্তর: 25

৭. PNLG : 2468 :: QOKL : ?

(ক) 1367

(খ) 1376

(গ) 1276

(ঘ) 3591

উত্তর: 1376

৮. HI : 17:: PQ:?

(ক) 37

(খ) 24

(গ) 30

(ঘ) 33

উত্তর: 33

৯. C3F6 : I9L12 :: K11N14 : ?

(ক) O15R18

(খ) R18U21

(গ) Q17T20

(ঘ)L12O15

উত্তর:Q17T20

১০.  Pride of lines : _______ of cats

(ক) Bunch

(খ) School

(গ) Clowder

(ঘ) Herd

উত্তর: Clowder


ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা | 

আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |

আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB

আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram

Tags: series for competitive exams, test series competitive exams, arithmetic series for competitive exams, arithmetic series calculator, logical reasoning questions, logical reasoning syllabus, logical reasoning meaning in bengali, logical reasoning in bengali, logical reasoning test, logical reasoning topics, logical reasoning question and answers, logical reasoning books for competitive exams, analogy similarity, analogy and similarity questions for competitive exam, analogy and similarity for ssc cgl, analogy similarity ssc chsl, wbcs logical reasoning ,  wbssc logical reasoning , wb food SI logical reasoning , WBP Constable logical reasoning, West Bengal Police Constable Preliminary logical reasoning, Food Inspector logical reasoning, wbpsc logical reasoning, wbps logical reasoning,

Check Also

ভারতের অঙ্গরাজ্য সমূহ : উত্তরাখণ্ড । Geography Gk । Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ,  আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি  গুরুত্বপূর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *