list-of-rivers-in-west-bengal

WBCS | পশ্চিমবঙ্গের ভূগোল | উত্তর বঙ্গের নদ নদী , উৎপত্তিস্থল, পতনস্থল, উপনদী, অন্যান্য বৈশিষ্ট্য

নমস্কার, প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নদ নদী , উৎপত্তিস্থল, পতনস্থল, উপনদী, অন্যান্য বৈশিষ্ট্য অন্যতম গুরুত্বপূর্ণ  অংশ নিয়ে| এই অধ্যায় WBCS পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ|

নদ - নদীউৎপত্তিপতনস্থলউপনদীঅন্যান্য বৈশিষ্ট্য
তিস্তা (411 কিমি)সিকিমের জেমু হিমবাহ থেকে লাচেন ও লাচুং নামে দুটি পার্বত্য নদীর মিলনে তিস্তার জন্মবাংলাদেশে যমুনা নদীতেরঙ্গিত, জলঢাকা, কালিঝোরা, লিশ, গিশ, চেল নালা, করলা"ত্রাসের নদী" পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদী
মহানন্দা(290 কিমি)দার্জিলিং জেলার মহালিদ্রাম পাহাড়বাংলাদেশে পদ্মা নদীতেগুল্মাখোলা, ডাউক, মেচি, বালাসনমহানন্দা অভয়ারান্য
জলঢাকা (236 কিমি)সিকিম-ভুটান সীমান্তের পার্বত্য অঞ্চলবাংলাদেশে যমুনা নদীতেধরলা, গিধারি, ডোলাং, ডায়নাগরুমারা অভয়ারান্য
তোর্ষা (358 কিমি)চুম্বি উপত্যকার টাং পাসবাংলাদেশে যমুনা নদীতেমালেঙ্গি, বেলা, সুনজাইদুটি শাখা শিলি তোর্ষা, চর তোর্ষা
রায়ডাকতিব্বতের চোমলহরি পর্বত_দীপাদুটি ভাগ ১ নং এবং ২ নং
মেচিনেপালের পূর্বসীমার প্রান্তিক পার্বত্যভূমিনদীটি নকশাল বাড়ির পাশ দিয়ে বিহারের পূর্নিয়া জেলায় গেছে__
বালাসন(50 কিমি)লেপচা জগত থেকেমহানন্দার সঙ্গে মিশেছেরাং বাং, রিং , মঞ্জাধারা, ব্যাংনালা, রাং টাং নালামহানন্দার সঙ্গে মিলিত হয়

আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |

আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB

আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram

Check Also

ভারতের অঙ্গরাজ্য সমূহ : উত্তরাখণ্ড । Geography Gk । Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ,  আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি  গুরুত্বপূর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *