নমস্কার, প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নদ নদী , উৎপত্তিস্থল, পতনস্থল, উপনদী, অন্যান্য বৈশিষ্ট্য অন্যতম গুরুত্বপূর্ণ অংশ নিয়ে| এই অধ্যায় WBCS পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ|
নদ - নদী | উৎপত্তি | পতনস্থল | উপনদী | অন্যান্য বৈশিষ্ট্য |
---|---|---|---|---|
তিস্তা (411 কিমি) | সিকিমের জেমু হিমবাহ থেকে লাচেন ও লাচুং নামে দুটি পার্বত্য নদীর মিলনে তিস্তার জন্ম | বাংলাদেশে যমুনা নদীতে | রঙ্গিত, জলঢাকা, কালিঝোরা, লিশ, গিশ, চেল নালা, করলা | "ত্রাসের নদী" পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদী |
মহানন্দা(290 কিমি) | দার্জিলিং জেলার মহালিদ্রাম পাহাড় | বাংলাদেশে পদ্মা নদীতে | গুল্মাখোলা, ডাউক, মেচি, বালাসন | মহানন্দা অভয়ারান্য |
জলঢাকা (236 কিমি) | সিকিম-ভুটান সীমান্তের পার্বত্য অঞ্চল | বাংলাদেশে যমুনা নদীতে | ধরলা, গিধারি, ডোলাং, ডায়না | গরুমারা অভয়ারান্য |
তোর্ষা (358 কিমি) | চুম্বি উপত্যকার টাং পাস | বাংলাদেশে যমুনা নদীতে | মালেঙ্গি, বেলা, সুনজাই | দুটি শাখা শিলি তোর্ষা, চর তোর্ষা |
রায়ডাক | তিব্বতের চোমলহরি পর্বত | _ | দীপা | দুটি ভাগ ১ নং এবং ২ নং |
মেচি | নেপালের পূর্বসীমার প্রান্তিক পার্বত্যভূমি | নদীটি নকশাল বাড়ির পাশ দিয়ে বিহারের পূর্নিয়া জেলায় গেছে | _ | _ |
বালাসন(50 কিমি) | লেপচা জগত থেকে | মহানন্দার সঙ্গে মিশেছে | রাং বাং, রিং , মঞ্জাধারা, ব্যাংনালা, রাং টাং নালা | মহানন্দার সঙ্গে মিলিত হয় |
আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |
আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB
আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram