নমস্কার, প্রিয় বন্ধুগণ,
আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে| এই প্রশ্নগুলি যেকোনো চাকরির পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ|
1. কেরালার রাজধানী কোথায় অবস্থিত?
উত্তরঃ তিরুবনন্তপুরম।
2. কেরালার হাইকোর্ট কোথায় অবস্থিত?
উত্তরঃ এনারকুলাম।
3. কেরালার প্রধান ভাষা কী?
উত্তরঃ মালায়ালাম।
4. কেরালার প্রধান শিল্প কি?
উত্তরঃ রবার, চা, সিল্ক, মৎস্য।
5. কেরালার প্রধান নৃত্য কি কি ?
উত্তরঃ কথাকলি, ওটাম, খুলাই, চাকিরকথু, মোহিনী আত্তাম।
6. কেরালার প্রধান শস্য কি কি ?
উত্তরঃ মসলাদি, নারিকেল, চা, রবার, তুলা, তৈলবীজ, ইক্ষু, কফি, কোকেন, আদা।
7. কেরালার প্রধান খনিজ দ্রব্য কি কি?
উত্তরঃ ইলমেনাইট, মনাজাইট, কোয়ার্টজ।
8. কেরালার প্রধান বিমান বন্দর কোনগুলি?
উত্তরঃ কোচি, তিরুবনন্তপুরম।
9. তিরুবনন্তপুরম এর ধর্মীয় উৎসব কোনটি?
উত্তরঃ আত্তাকুল পঙ্গালা।
10. পদ্মানাভা স্বামী মন্দির কোথায় অবস্থিত?
উত্তরঃ কেরালা।
11. আলাপপুজহা কোথায় অবস্থিত?
উত্তরঃ কেরালা।
12. সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তরঃ কেরালা।
13. কুমারকম ক্রাক ওয়াটারস কোথায় অবস্থিত?
উত্তরঃ কেরালা।
14. সবরিমালা মন্দির কোথায় অবস্থিত ?
উত্তরঃ কেরালা।