ভারতের কেন্দ্র শাসিত রাজ্যে আয়তন, রাজধানী, গ্রামের সংখ্যা, জনসংখ্যা, শহরের সংখ্যা, জনসংখ্যার ঘনত্ব, স্বাক্ষরতার হার, জেলার সংখ্যা, লোকসভা ও বিধান সভা কেন্দ্র

নমস্কার, প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি ভারতের কেন্দ্র শাসিত রাজ্যের জন্ম, আয়তন, রাজধানী, গ্রামের সংখ্যা, জনসংখ্যা, শহরের সংখ্যা, জনসংখ্যার ঘনত্ব, স্বাক্ষরতার হার, জেলার সংখ্যা, লোকসভা ও বিধান সভা কেন্দ্র| (Birth, Area, Capital, Number of Villages, Population, Number of Cities, Population Density, Literacy Rate, Number of Districts, Lok Sabha and Legislative Assembly Centers in Union Territories of India, information about union territories of india)|

Bengali Gk

ভারতের ভূগোল 

দিল্লি

  • কত সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়েছিল?

উত্তরঃ ব্রিটিশরা 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিল|

  • কত সালে দিল্লি কেন্দ্রশাসিত রাজ্যের মর্যাদা পেয়েছিল?

উত্তরঃ 1956 সালে দিল্লি কেন্দ্রশাসিত রাজ্যের মর্যাদা পেয়েছিল|

  • কত সালে National Territory Act পাশ করা হয়?

উত্তরঃ 1911সালে National Territory Act পাশ করা হয়|

  • দিল্লির রাজধানীর নাম কী?

উত্তরঃ দিল্লি

  • দিল্লির আয়তন কত?

উত্তরঃ 1483 বর্গকিমি|

  • দিল্লিতে গ্রামের সংখ্যা কত?

উত্তরঃ 158 টি|

  • দিল্লির জনসংখ্যা কত?

উত্তরঃ 1,67,53,253 জন(2011 Census)

  • দিল্লির টাউনের সংখ্যা কত?

উত্তরঃ 62

  • দিল্লির জনসংখ্যা ঘনত্ব কত?

উত্তরঃ 9,294 প্রতি/বর্গকিমি

  • দিল্লির স্বাক্ষরতার হার কত?

উত্তরঃ 86.34%

  • দিল্লিতে জেলার সংখ্যা কত?

উত্তরঃ 9 টি

  • দিল্লিতে রাজ্যসভার সদস্য সংখ্যা কত?

উত্তরঃ 3

  • দিল্লি লোকসভা কেন্দ্রের সংখ্যা কত?

উত্তরঃ 7

  • দিল্লিতে বিধান সভা কেন্দ্রের সংখ্যা কত?

উত্তরঃ 70 টি

  • দিল্লিতে কথিত ভাষার নামগুলি লেখো?

উত্তরঃ হিন্দি, পাঞ্জাবী, উর্দু, ইংরেজি

দমন ও দিউ

  • দমন ও দিউ এর জন্ম কত সালে হয়?

উত্তরঃ 1961 সালে ভারতের অন্তর্গত হয়, 30 মে 1987 সালে কেন্দ্র শাসিত রাজ্যের মর্যাদা পায়|

  • দমন ও দিউ এর আয়তন কত?

উত্তরঃ 112 বর্গকিমি

  • দমন ও দিউ এর রাজধানী কত?

উত্তরঃ দমন

  • দমন ও দিউ এর জনসংখ্যা ঘনত্ব কত?

উত্তরঃ 2169/ বর্গকিমি

  • দমন ও দিউ এর জেলার সংখ্যা কত?

উত্তরঃ 2

  • দমন ও দিউ এর স্বাক্ষরতার হার?

উত্তরঃ 87.07%

  • দমন ও দিউ এর প্রধান ভাষা কোনটি?

উত্তরঃ গুজরাতি

  • দমন ও দিউ এর লোকসভা কেন্দ্রের সংখ্যা কত?

উত্তরঃ 1

লক্ষদ্বীপ

  • লক্ষদ্বীপ এর জন্ম কত সালে হয়?

উত্তরঃ 1956 সাল|

  • লক্ষদ্বীপের আয়তন কত?

উত্তরঃ 32 বর্গকিমি

  • লক্ষদ্বীপের জনসংখ্যা কত?

উত্তরঃ 64,429

  • লক্ষদ্বীপের রাজধানী কত?

উত্তরঃ কাভারাত্তি

  • লক্ষদ্বীপের জনসংখ্যা ঘনত্ব কত?

উত্তরঃ 2013/ বর্গকিমি

  • লক্ষদ্বীপের স্বাক্ষরতার হার?

উত্তরঃ 92.24%

  • লক্ষদ্বীপের লোকসভা কেন্দ্রের সংখ্যা কত?

উত্তরঃ 1

চণ্ডীগড়

  • চণ্ডীগড়ের জন্ম কত সালে হয়?

উত্তরঃ 1956 সাল|(এটি পাঞ্জাব ও হরিয়ানার যৌথ রাজধানী)

  • চণ্ডীগড়ের আয়তন কত?

উত্তরঃ 114 বর্গকিমি

  • চণ্ডীগড়ের জনসংখ্যা কত?

উত্তরঃ 10,54,686

  • চণ্ডীগড়ের রাজধানী কত?

উত্তরঃ চণ্ডীগড়

  • চণ্ডীগড়ের জনসংখ্যা ঘনত্ব কত?

উত্তরঃ 9,252/ বর্গকিমি

  • চণ্ডীগড়ের স্বাক্ষরতার হার?

উত্তরঃ 86.43%

  • চণ্ডীগড়ের লোকসভা কেন্দ্রের সংখ্যা কত?

উত্তরঃ 1

  • চণ্ডীগড়ের প্রধান ভাষাগুলি কী কী?

উত্তরঃ হিন্দি ও পাঞ্জাবী, ও ইংরেজি

আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জ

  • আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জের জন্ম কত সালে হয়?

উত্তরঃ 1956 সাল|

  • আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জের  আয়তন কত?

উত্তরঃ 8249 বর্গকিমি

  • আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জের  জনসংখ্যা কত?

উত্তরঃ 3,79,944

  • আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জের জেলার সংখ্যা কত?

উত্তরঃ 3

  • আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জের  রাজধানী কত?

উত্তরঃ পোর্ট ব্লেয়ার

  • আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জের  জনসংখ্যা ঘনত্ব কত?

উত্তরঃ 46/ বর্গকিমি

  • আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জের  স্বাক্ষরতার হার?

উত্তরঃ 86.27%

  • আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জের  লোকসভা কেন্দ্রের সংখ্যা কত?

উত্তরঃ 1

  • আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জের প্রধান ভাষাগুলি কী কী?

উত্তরঃ হিন্দি ও মালায়াম, ও বাংলা, তামিল, তেলেগু, নিকবোরি

পুদুচেরি

  • পুদুচেরির জন্ম কত সালে হয়?

উত্তরঃ 1956 সাল|

  • পুদুচেরির আয়তন কত?

উত্তরঃ 8249 বর্গকিমি

  • পুদুচেরির জনসংখ্যা কত?

উত্তরঃ 3,79,944

  • পুদুচেরির জেলার সংখ্যা কত?

উত্তরঃ 3

  • পুদুচেরির রাজধানী কত?

উত্তরঃ পোর্ট ব্লেয়ার

  • পুদুচেরির জনসংখ্যা ঘনত্ব কত?

উত্তরঃ 46/ বর্গকিমি

  • পুদুচেরির স্বাক্ষরতার হার?

উত্তরঃ 86.27%

  • পুদুচেরির লোকসভা কেন্দ্রের সংখ্যা কত?

উত্তরঃ 1

  • পুদুচেরির রাজ্যসভার সদস্য সংখ্যা কত?

উত্তরঃ 1

  • পুদুচেরির প্রধান ভাষাগুলি কী কী?

উত্তরঃ তামিল, তেলেগু, মালায়ালাম, ইংরেজি, ফ্রেঞ্চ

দাদরা ও নগর হাভেলি

  • দাদরা ও নগরহাভেলির জন্ম কত সালে হয়?

উত্তরঃ 1961 সাল|

  • দাদরা ও নগরহাভেলির আয়তন কত?

উত্তরঃ 491 বর্গকিমি

  • দাদরা ও নগরহাভেলির জনসংখ্যা কত?

উত্তরঃ 3,42,853 বর্গকিমি

  • দাদরা ও নগরহাভেলির রাজধানী কত?

উত্তরঃ সিলভাসা

  • দাদরা ও নগরহাভেলির জনসংখ্যা ঘনত্ব কত?

উত্তরঃ 698 জন / বর্গকিমি

  • দাদরা ও নগরহাভেলির স্বাক্ষরতার হার?

উত্তরঃ 77.65%

  • দাদরা ও নগরহাভেলির লোকসভা কেন্দ্রের সংখ্যা কত?

উত্তরঃ 1

  • পুদুচেরির প্রধান ভাষাগুলি কী কী?

উত্তরঃ হিন্দি, গুজরাতি

আশা করি আমাদের দ্বারা প্রকাশিত সাপ্তাহিক বাংলা Gk (Gk in Bengali) আপনাদের ভালো লেগেছে | ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা | আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FBআমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram

Tags: current affairs in Bengali, information about union territories of india, Bengali Gk, ভারতের কেন্দ্র শাসিত রাজ্যের জন্ম, আয়তন, রাজধানী, গ্রামের সংখ্যা, জনসংখ্যা, শহরের সংখ্যা, জনসংখ্যার ঘনত্ব, স্বাক্ষরতার হার, জেলার সংখ্যা, লোকসভা ও বিধান সভা কেন্দ্র, wbcs geography gk,  wbssc geography gk, wbpsc geography gk, wbps geography gk, geography of india, wb food SI geography gk, WBP Constable geography gk, West Bengal Police Constable Preliminary Gk, Food Inspector geography gk,

Check Also

ভারতের অঙ্গরাজ্য সমূহ : উত্তরাখণ্ড । Geography Gk । Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ,  আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি  গুরুত্বপূর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *