নমস্কার, প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি ভারতের প্রতিবেশী দেশের উল্লেখযোগ্য বিষয়ের বিবরণ নিয়ে (Important information about India’s neighboring country) |
Bengali Gk
ভারতের ভূগোল
1.ভারতের প্রতিবেশী দেশগুলির নাম উল্লেখ করো|
উত্তরঃ চীন, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান
2.চীনের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ গোঁসাইথান
3. পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ তিরচিমির
4. আফগানিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ নোশাক
5. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ কেওক্রাডাং
6. নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ মাউন্ট এভারেস্ট
7. ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ কুলাকাংড়ি
8. শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ পেড্রতালাগালা
9. মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ কাকাবোরাজি
10. চিনের দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ ইয়াংসিকিয়াং
11. পাকিস্তনের দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ সিন্ধু
12. ভুটানের দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ মানস
13. নেপালের দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ কালিগণ্ডক
14. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ পদ্মা-মেঘনা
15. আফগানিস্তানের দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ হেলমন্দ
16. মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ ইরাবতী
17. শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ মহাবলী গঙ্গা
18. পাকিস্তানের দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ সিন্ধু
19. চিনের প্রধান ভাষাগুলি কী কী?
উত্তরঃ চীনা, তিব্বতি, মঙ্গোলিয়ান
20. ভুটানের প্রধান ভাষাগুলি কী কী?
উত্তরঃ জোংখা
21. পাকিস্তনের প্রধান ভাষাগুলি কী কী?
উত্তরঃ উর্দু, সিন্ধ্রি, বালুচী
22. শ্রীলঙ্কার প্রধান ভাষাগুলি কী কী?
উত্তরঃ সিংহলী ও তামিল
23. নেপালের প্রধান ভাষাগুলি কী কী?
উত্তরঃ নেপালি
24. আফগানিস্তানের প্রধান ভাষাগুলি কী কী?
উত্তরঃ পুস্ত, দারী, এবং পার্শি
25. বাংলাদেশের প্রধান ভাষাগুলি কী কী?
উত্তরঃ বাংলা
প্রতিবেশী দেশের নাম | বিশেষ বৈশিষ্ট্য |
---|---|
চীন | চীনের প্রাচীর বিখ্যাত হুনান প্রদেশকে "চীনের ধান ভাণ্ডার" বলা হয় |
বাংলাদেশ | নারায়ণগঞ্জ "প্রাচ্যের ডান্ডি" বলা হয় |
পাকিস্তান | "খালের দেশ" "ক্যারেজ" প্রথায় জলসেচ করা হয় |
আফগানিস্তান | পশু পালন প্রধান জীবিকা |
নেপাল | SAARC এর সদর দপ্তর নেপালের কাঠমাণ্ডুতে অবস্থিত |
মায়ানমার | "প্যাগোডার" দেশ |
ভুটান | "গর্জনকারী ড্রাগনের দেশ" |
শ্রীলঙ্কা | "পান্নাদ্বীপ" ও "প্রাচ্যের মুক্তো" নামে পরিচিত |
আশা করি আমাদের দ্বারা প্রকাশিত সাপ্তাহিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali) আপনাদের ভালো লেগেছে | ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা | আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FBআমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram