human-reproduction-science-gk-ssc-chsl-ssc-cgl

Human Reproduction| মানুষের জনন তন্ত্র | Science Gk| Biology| SSC CGL | SSC CHSL | WBCS

নমস্কার, প্রিয় বন্ধুরা আজ আমরা আলোচনা করবো মানুষের জননতন্ত্র নিয়ে যা WBCS এর জন্য অতীব গুরুত্বপূর্ণ | এইখানে আপনি জানতে পারবেন জনন তন্ত্র সম্পর্কে | (Human Reproduction)

Human Reproduction

মানুষের জনন তন্ত্র 

১. যে সন্ধিক্ষণ পুরুষ ও স্ত্রীদেড় মুখ্য যৌন লক্ষণ প্রকাশিত হয় তাকে কী বলা হয়?

উত্তর: পিউবার্টি বা বয়ঃসন্ধিকাল।

২. মেয়েদেরপুরুষদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালের বয়স সীমা কীকী?

উত্তর: ৯-১৪ বছর/১২-১৫ বছর।

৩. পুরুষের শুক্রাশয় কোন থলির মধ্যে অবস্থান করে?

উত্তর: স্ক্রোটাম থলি

৪. পুং যৌন হরমোন কোন কোশ থেকে নিঃসৃত হয়?

উত্তর: লিগিডের আন্তর কোশ থেকে।

৫. বীর্যের pH মাত্রা কত?

উত্তর: ৭.৩ থেকে ৭.৫। অর্থাৎ এটি ক্ষারীয়ধর্মী।

৬. সারভিক্স কোন স্ত্রী যৌনাঙ্গের সাথে যুক্ত?

(ক) জরায়ু

(খ) ডিম্বনালি

(গ) যোনি

(ঘ) স্তনগ্রন্থি

উত্তর: (ক)

৭. সন্তান প্রসবের পর কোন হরমোন প্রয়োজন?

উত্তর: প্রোল্যাকটিন

৮. দুটি প্রধান স্ত্রী হরমোনের নাম কী?

উত্তর: ইস্ট্রোজেন, প্রোজেস্টরন।

৯ .রজঃস্রাবের সূচনাকালকে বলা হয়  মেনার্ক ।

১০. মেনোপোজ কোন বয়সে শুরু হয়?

উত্তর: ৪০-৫০ বছর।

১১. রোপণ স্ত্রী দেহে কোন জনন অঙ্গে ঘটে?

উত্তর: জরায়ুর ফান্ডাসে।

১২. গর্ভবতী স্ত্রীলোকের গা-বমিবমি ভাব দেখা যায় – এটির বিজ্ঞান সম্মত নাম কী?

উত্তর: মর্নিং সিকনেস

১৩. শিশু জন্মানোর পর ২-৩ দিন পর মায়ের স্তন থেকে ক্ষরিত পুষ্টিদায়ক হরিদ্রাভ তরল পদার্থকে বলা হয়

(ক) কোলেস্ট্রাম

(খ) IgE

(গ) হরমোন

(ঘ) ভিটামিন

উত্তর: (ক)

Tags: human reproduction class 12, human reproduction class 12 notes, human reproduction class 12 notes pdf, human reproduction class 12 ncert solutions, biology gk for competitive exams, competitive exam preparation, ssc chsl exam, ssc cgl exam, ssc cgl 2021, quantitive aptitude for competitive exams, মানুষের জনন তন্ত্র, wbcs preparation, science gk wbcs, 

Check Also

ভারতের অঙ্গরাজ্য সমূহ : উত্তরাখণ্ড । Geography Gk । Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ,  আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি  গুরুত্বপূর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *