ভারতের অঙ্গরাজ্যে গঠনের ইতিবৃত্ত | History of the formation of the states of India

নমস্কার, প্রিয় বন্ধুরা আজ আমরা আলোচনা করবো ভারতের ভূগোল নিয়ে নিয়ে যা অতীব গুরুত্বপূর্ণ | এইখানে আপনি জানতে পারবেন ভারতের অঙ্গরাজ্যে গঠনের ইতিবৃত্ত(History of the formation of the states of India)

স্বাধীনতার পরে অঙ্গরাজ্যের পুনরায় গঠনঃ

1947 সালের 15 আগস্টের পর ভারতের অন্তর্ভুক্ত রাজ্যের সংখ্যা ছিল 9 টি রাজ্যপাল-শাসিত প্রদেশ, 5 টি চীফ কমিশনার-শাসিত প্রদেশ, এবং 550 টির বেশি দেশীয় রাজ্য|

  • বৃহৎ দেশীয় রাজ্য = 100 এর কিছু বেশি
  • ক্ষুদ্র দেশীয় রাজ্য = 100 এর মতো
  • অতি ক্ষুদ্র দেশীয় রাজ্য = প্রায় 350

দেশীয় রাজ্যের সংখ্যা হ্রাস : 1947 সালে জম্মু-কাশ্মীর, 1948 সালে হায়দ্রাবাদ, 1950 সালে চন্দননগরে ভারতে যোগ দেয়|স্বাধীনতার পর 562 টি দেশীয় রাজ্য যা ছড়িয়েছিটিয়ে ছিল সেদিনের পুনর্গঠন সমস্যা জটিল আকারে নেয়| এই সমস্যা সমাধান করতে সর্দার বল্লভভাই প্যাটেল 1947 সালে জুলাই মাসে “দেশীয় রাজ্য দপ্তর” বিশেষ ভূমিকা পালন করে|বল্লভভাই প্যাটেলকে “ভারতের লৌহমানব”(Iron  man of India) মর্যাদা দেওয়া হয়|

"ক" তালিকাভুক্ত রাজ্যপাল শাসিত রাজ্য"খ" তালিকাভুক্ত রাজপ্রমুখ চীফ অব দি স্টেটস শাসিত রাজ্য"গ" তালিকাভুক্ত লেফটেন্যানট গভর্নর শাসিত রাজ্য"ঘ" তালিকাভুক্ত রাজ্য
আসাম
বিহার
বোম্বে
মধ্যপ্রদেশ
মাদ্রাজ
উড়িষ্যা
পাঞ্জাব
উত্তরপ্রদেশ
সৌরাষ্ট্র
মহীশুর
ত্রিবাঙ্কুর - কোচিন
মধ্যভারত
রাজস্থান
পাতিয়ালা এবং পূর্ব পাঞ্জাব
হায়দ্রাবাদ
জম্মু ও কাশ্মীর
আজমীর
ভোপাল
বিলাসপুর
দিল্লি
হিমাচলপ্রদেশ
কচ্ছ
মনিপুর
ত্রিপুরা
বিন্ধ্যপ্রদেশ
কুর্গ
আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জ

পূর্ব পাঞ্জাবের আটটি রাজন্য শাসিত রাজ্য একত্রিত হয়ে একটি একক রাজ্য PEPSU গঠন করা হয়|পাতিয়ালা হল রাজধানী| এই PEPSU রাজ্যগুলি 1956 সালে পাঞ্জাবের সাথে মিশে যায়|

সালরাজ্যগুলির পুনরায় গঠন
1951অসম রাজ্যের কিছু অংশ ভুটানকে ছেড়ে দিয়ে সীমানা পুনরায় গঠন করে
কোচবিহার পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হিয়
1953মাদ্রাজ রাজ্যের উত্তরের অংশ নিয়ে মূলত ভাষার ভিত্তিতে নতুন অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়
1954"গ" শ্রেণিভুক্ত হিমাচলপ্রদেশ ও বিলাসপুরকে একত্রিত করে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে হিমাচল প্রদেশের সৃষ্টি করা হয়
1956বিহারের কিছু অংশ যেমন মানভুম জেলার পুরুলিয়া এবং পূর্ণিয়া জেলার পূর্বাংশ কেটে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করা হয়
ভাষার ভিত্তিতে রাজ্যের গঠন করা হয়| এই আইনের ফলে গঠিত হয় নতুন রাজ্য "কেরালা"| মাদ্রাজ রাজ্যের "মালাবার" জেলা এবং পূর্বতন দেশীয় রাজ্য ত্রিবাঙ্কুর কোচিনের সংযুক্তি ঘটিয়ে নতুন রাজ্যটি গঠন করা হয়|
মধ্যভারত, পেপসু, সৌরাষ্ট্র, আজমির, ভোপাল, কচ্ছ, কুর্গ, বিন্ধ্যপ্রদেশ প্রভৃতি রাজ্যগুলিকে আশেপাশের রাজ্যগুলির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়

ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা | 

আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |

আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB

আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram

Tags: ভারতের অঙ্গরাজ্যে গঠনের ইতিবৃত্ত, History of the formation of the states of India, wbcs history gk,  wbssc history gk, wb food SI history gk, WBP Constable history gk, West Bengal Police Constable Preliminary Gk, Food Inspector history gk, wbpsc history gk, wbps history gk, 

Check Also

ভারতের অঙ্গরাজ্য সমূহ : উত্তরাখণ্ড । Geography Gk । Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ,  আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি  গুরুত্বপূর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *