তেলেঙ্গানা রাজ্যের উত্থান | উল্লেখযোগ্য নেতা | ঘটনাক্রম
নমস্কার, প্রিয় বন্ধুরা আজ আমরা আলোচনা করবো ভারতের ভূগোল নিয়ে নিয়ে যা WBCS এর জন্য অতীব গুরুত্বপূর্ণ | এইখানে আপনি জানতে পারবেন তেলেঙ্গানা রাজ্যের উত্থান ও উল্লেখযোগ্য নেতা ও ঘটনাক্রম|
Rise of the state of Telangana Notable leaders chronology
- 2009 সালে কেন্দ্রীয় সরকার তেলেঙ্গানা রাজ্যের উত্থনের প্রস্তাবে সায় দেয়|
- যদিও আন্দোলনের চাপে পরে এই রাজ্য গঠনের দাবি ঠাণ্ডা ঘরে চলে যায়|
- অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠনের উদ্দেশ্যে তৈরি হয় শ্রীকৃষ্ণ কমিটি|
- সেই কমিটির রিপোর্টে ছয় দফা সুপারিশ করেও তা ফলপ্রসূ হয়নি|
- তেলেঙ্গানার আবেগ আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে একটি আঞ্চলিক পরিষদ গঠনের প্রয়াস করা হয়
- হায়দ্রাবাদকে রাজধানীকে করে তেলেঙ্গানা ও বাকি অংশ নিয়ে সীমান্ত রাজ্য গঠন করা হবে এই নির্দেশ দেওয়া হয়
- 10 বছরের জন্য হায়দ্রাবাদ হবে যৌথ রাজধানী|
- দুটি রাজ্যের একটি হাই কোর্ট ও একটি রাজ্যপাল থাকবে|
- তেলেঙ্গানা বিলটি 2014 সালের ফেব্রুয়ারি মাসে লোকসভা ও রাজ্যসভায় পাশ করানো হয়|
- বিভাজনের পর নতুন রাজ্যের নাম দেওয়া হয় তেলেঙ্গানা
ইতিহাসঃ
- 1948 সালে ভারতের অন্তর্ভুক্ত হয় হায়দ্রাবাদ|
- হায়দ্রাবাদের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এম কে ভেলোরি|
- 1952 সালে গান্ধীবাদী শ্রীরামলুর দীর্ঘ অনশনের পর অনশনরত অবস্থায় তার মৃত্যু হয়
- তার আত্মাহুতির ফলে সৃষ্টি হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে জওহরলাল নেহেরু পৃথক অন্ধ্রপ্রদেশ গড়ার নির্দেশ দেয়|
- কুর্নুল হয় নতুন অন্ধ্রের রাজধানী
- শ্রীরামালুর অবর্তমানে হায়দ্রাবাদকে অন্ধ্রের সাথে জুড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়
- তেলাঙ্গানার মানুষ এই সিধান্তের তীব্র বিরোধিতা শুরু করে
- আলাদা রাজ্যের দাবিতে সেইদিন থেকেই আন্দোলন শুরু করেন তেলেঙ্গানার নেতারা
- 1956 সালে স্বাক্ষরতার নিশ্চয়ের সূত্রে অন্ধ্রের নেতৃত্বের সঙ্গে সামঝোতা সূত্রে আসেন তেলেঙ্গানা নেতারা|
- Gentleman’s Agreement স্বাক্ষরিত হয় কিন্তু তাতেও বিদ্রোহের অ্যাগুণ থামেনি
- অবশেষে 2014 সালে 29তম রাজ্য তেলেঙ্গানার আত্মপ্রকাশ ঘটে|
উল্লেখযোগ্য নেতাঃ কে চন্দ্রশেখর রাও, কেশব রাও যাদব
ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা |
আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |
আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB
আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram
Tags : wbcs geography gk, wbssc geography gk, wbpsc geography gk, wbps geography gk, geography of india, wb food SI geography gk, WBP Constable geography gk, West Bengal Police Constable Preliminary Gk, Food Inspector geography gk, telengana history, telenagana gk,