নমস্কার, প্রিয় বন্ধুগণ,
আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে| এই প্রশ্নগুলি যেকোনো চাকরির পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ|
1. ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য কোনটি ?
উত্তরঃ হিমাচল প্রদেশ।
2. হিমাচল প্রদেশে অবস্থিত পৃথিবীর উচ্চতম গ্রাম কোনটি ?
উত্তরঃ কিবার।
3. হিমাচল প্রদেশের রাজধানী কোথায় অবস্থিত?
উত্তরঃ সিমলা।
4. হিমাচল প্রদেশের হাইকোর্ট কোথায় অবস্থিত ?
উত্তরঃ সিমলা।
5. হিমাচল প্রদেশের রাজ্যসভার সদস্য সংখ্যা কয়টি ?
উত্তরঃ ৩ টি।
6. হিমাচল প্রদেশের আইনসভা কিরূপ ?
উত্তরঃ এক কক্ষ বিশিষ্ট।
7. হিমাচল প্রদেশের প্রধান ভাষা কি ?
উত্তরঃ হিন্দি, পাহাড়ি।
8. হিমাচল প্রদেশের প্রধান নদনদীর নাম কী ?
উত্তরঃ চেনাব, রাভি, বিপাশা, শতদ্রু, যমুনা, স্পিতি, গিরি।
9. হিমাচল প্রদেশের প্রধান শস্য কি কি ?
উত্তরঃ গম, মেজ, ধান, বার্লি।
10. হিমাচল প্রদেশের প্রধান খনিজ দ্রব্য কি কি ?
উত্তরঃ চুনাপাথর, জিপসাম।
11. হিমাচল প্রদেশের প্রধান শিল্প কি কি ?
উত্তরঃ সেরিকালচার, হ্যান্ডলুম, চা, আই টি, বায়োটেকনোলজি শিল্প।
12. হিমাচল প্রদেশের প্রধান বন্দর কি কি ?
উত্তরঃ চন্ডিগড়, সিমলা, কুলু, গাজ্ঞাল।