নমস্কার, প্রিয় বন্ধুগণ,
আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে| এই প্রশ্নগুলি যেকোনো চাকরির পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ|
1. কত সালে কোন রাজ্য বিভক্ত হয়ে হরিয়ানার সৃষ্টি হয় ?
উত্তরঃ ১৯৬৬ সালে রাজ্য পুনর্গঠনের সময় পাঞ্জাব বিভক্ত হয়ে হরিয়ানার সৃষ্টি হয়।
2. হরিয়ানার রাজধানী কোথায় অবস্থিত ?
উত্তরঃ চন্ডিগড়।
3. হরিয়ানাতে মূলত কোন ভাষার লোক বাস করে ?
উত্তরঃ হিন্দি ভাষী।
4. হরিয়ানার হাইকোর্ট কোথায় অবস্থিত ?
উত্তরঃ চন্ডিগড়।
5. হরিয়ানার আইনসভা কীরূপ ?
উত্তরঃ এক কক্ষ বিশিষ্ট।
6. হরিয়ানার প্রধান নৃত্য কি কি ?
উত্তরঃ ফাগ, ভাংরা, গৃধা, সাঙ্গা।
7. হরিয়ানার বিমানবন্দর কোথায় অবস্থিত ?
উত্তরঃ চন্ডিগড়।
8. হরিয়ানার প্রধান নদ নদী কি কি ?
উত্তরঃ যমুনা, ঘর্ঘরা।
9. হরিয়ানার প্রধান শস্য কি কি ?
উত্তরঃ গম, মেজ, ইক্ষু, তুলা, তৈলবীজ, ধান।
10. হরিয়ানার প্রধান খনিজ দ্রব্য কি কি ?
উত্তরঃ মার্বেল, স্লেট, চুনাপাথর, কোয়ার্টজ।
11. কুরুক্ষেত্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ হরিয়ানা।