আজকের এই কেস স্টাডি সিরিজের পর্বে আমরা ভারতের -এর কেস স্টাডি অর্থাৎ সার্বিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছি | এই পোস্টে আমরা আমাদের দেশ ভারতবর্ষের ভূপ্রকৃতির সমস্ত খুঁটিনাটি তথ্য প্রশ্নের আকারে আপনাদের কাছে সহজ আকারে উপস্থাপন করা হয়েছে | এই জিকে গুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অত্যাবশ্যকীয় |
Case Study of India
ভারতের সার্বিক বিশ্লেষণ
ভারতের ভূপ্রকৃতি
1. ভারতের উচ্চতম শৃঙ্গ : $latex K_{2}$
2. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ : কাঞ্চনজঙ্ঘা
3. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ: আনাইমুদি
4. ভারতের দক্ষিণতম পর্বত: কার্ডমাম
5. ভারতের সর্বোচ্চ মালভুমি : লাদাখ
6. হিমালয় সংক্রান্ত গবেষণা কেন্দ্র Wadia Institute of Himalayan Geology অবস্থিত দেরাদুনে।
7. ভারতের উচ্চতম গিরিপথ: মানা
8. ভারতের বৃহত্তম কয়াল: ভেম্বানাদ
9. ভারতের বৃহত্তম হিমবাহ: সিয়াচেন।
10. ভূস্বর্গ কাশ্মীর উপত্যকা রয়েছে পীরপঞ্জাল ও উচ্চ হিমালয়ের মাঝে।
11. শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের উপত্যকাগুলিকে বলে “দুন”
12. প্যাংগং একটি লবনাক্ত জলের হ্রদ।
13. পাঞ্জাব হল “পঞ্চনদের দেশ”।
14. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের অংশ।
15. থর মরুভুমি রাজস্থানে অবস্থিত।
16. থর মরুভুমির লবনাক্ত হ্রদ হল ধান্দ ও চলমান বালিয়াড়ি হল ধ্রিয়ান। সম্বর ভারতের বৃহত্তম ধান্দ।
17. কচ্ছের রণ একটি লবনাক্ত জলাভূমি
18. পূর্ব ভারতের ছোটনাগপুর মালভূমির পরেশনাথ হল ভারতের খনিজ ভান্ডার।
19.এশিয়ার বৃহত্তম উপহ্রদ ওডিশার চিলকা।
20. লক্ষদ্বীপ একটি প্রবাল দ্বীপ ।
আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |
আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB
আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram
Tags: Case Study, Case Study of India, Government jobs preparation, General Knowledge, GK in bengali, bengali case studies, bengali current affairs, wbcs geography gk, wbssc geography gk, wbpsc geography gk, wbps geography gk, geography of india, wb food SI geography gk, WBP Constable geography gk, West Bengal Police Constable Preliminary Gk, Food Inspector geography gk,