পরিপাক ও শোষণ| Digestion and Absorption | SSC CGL | SSC CHSL | WBCS | Eshoseekhi.Com

পরিপাক ও শোষণ 

Digestion and Absorption

1. পৌষ্টিক তন্ত্র কী কী নিয়ে গঠিত?

উত্তর: পৌষ্টিক নালি ও পৌষ্টিক গ্রন্থি

2. পৌষ্টিক নালির অংশগুলো কী কী?

উত্তর: মুখ,মুখবিবর,গোলবিল,গ্রাসনালি,পাকস্থলী,ক্ষুদ্রান্ত্র,বৃহদন্ত্র।

3. মানবদেহের দাঁতের সংখ্যা কত?

উপরের ও নিচের পাটি মিলিয়ে সর্বমোট 32 টি।

4. মানুষের দন্ত সংকেত লেখো?

উত্তর: $latex  I \frac{2}{2} C \frac{1}{1} P \frac{2}{2} M \frac{3}{3}$

5. পিত্ত মানব দেহের কোন অংশ থেকে নিঃসৃত হয়?

উত্তর: যকৃৎ

6. পিত্ত মানব দেহের কোন অংশে সঞ্চিত হয়?

উত্তর: পিত্তাশয়ে

7. পিত্তের উপাদান কী কী?

উত্তর: পিত্তরঞ্জক ও পিত্তলবন

8. লালারসের উৎসেচকগুলো কী কী?

উত্তর: টায়ালিন ও লাইসোজোম

9. পাকরসে কোন দুটি উৎসেচক থাকে?

উত্তর: পেপসিন ও লাইপেজ

10. পেপসিনের কাজ কী?’

উত্তর: প্রোটিনকে পেপটোনে পরিণত করে।

11. অগ্ন্যাশয় রসে কোন উৎসেচক থাকে?

উত্তর: ট্রিপসিন, লাইপেজ

12.পাচনগত কিছু গোলযোগের অন্য লেখো?

উত্তর: বদহজম,কোষ্ঠকাঠিন্য,বমি,উদারময়তা,জন্ডিস ইত্যাদি।

13. দেহে অপাচ্য খাদ্য মল আকারে _________ দিয়ে দেহের বাইরে নির্গত হয়ে যায়।

উত্তর: পায়ুছিদ্র

14. প্রোটিনের ঘাটতির জন্য কী কী রোগ হয়?

উত্তর: ম্যারাসমাস, কোয়াশিওকর।

15. একগ্রাম প্রোটিনের তাপন মূল্য বা ক্যালোরি মূল্য কত?

উত্তর: 4.1 কিলোক্যালোরি

আশা করি আমাদের দ্বারা প্রকাশিত সাপ্তাহিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali) আপনাদের ভালো লেগেছে | ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা | আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB

আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram

Tags: digestion and absorption mcq, digestion and absorption science gk, science gk, ssc cgl gk in bengali, ssc chsl science gk in bengali, science gk mcq, পরিপাক ও শোষণ mcq, 

Check Also

ভারতের অঙ্গরাজ্য সমূহ : উত্তরাখণ্ড । Geography Gk । Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ,  আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি  গুরুত্বপূর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *