নমস্কার, প্রিয় বন্ধুগণ,
আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি এপ্রিল ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে (Current Affairs in Bengali)
Current Affairs in Bengali
April 2022 Current Affairs
1. প্রতি বছর কবে “আটক ও নিখোঁজ স্টাফ সদস্যদের সাথে আন্তর্জাতিক সংহতি দিবস” পালন করা হয় ?
A. 1 মার্চ
B. 10 মার্চ
C. 15 মার্চ
D. 25 মার্চ
উত্তর : D. 25 মার্চ
2. বঙ্গবন্ধু-বাপু জাদুঘর কোন দেশে অবস্থিত?
A. শ্রীলঙ্কা
B. মায়ানমার
C. বাংলাদেশ
D. চীন
উত্তর : C. বাংলাদেশ
3. নীতি আয়োগ দ্বারা চালু করা ‘AIM-PRIME’ প্রোগ্রামটি কোন উদ্দেশ্যের সাথে যুক্ত?
A. শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবন প্রচার করুন
B. বিজ্ঞান ভিত্তিক স্টার্ট আপের প্রচার করুন
C. স্কুলে AI এবং ML প্রচার করুন
D. ছাত্র উদ্যোক্তাদের সমর্থন
উত্তর : B. বিজ্ঞান ভিত্তিক স্টার্ট আপের প্রচার করুন
4. সম্প্রতি এম্পোরিস স্কাইস্ক্র্যাপার অ্যাওয়ার্ড 2019-এ ভূষিত লাক্তা সেন্টারটি কোন দেশে অবস্থিত ?
A. সংযুক্ত আরব
B. সৌদি আরব
C. USA
D. রাশিয়া
উত্তর : D. রাশিয়া
5. কোন ব্যাঙ্ক জাপানের JBIC-এর সাথে ভারতে জাপানি অটোমোবাইল নির্মাতাদের ঋণ প্রসারিত করার জন্য অংশীদারিত্ব করেছে?
A. Punjab National Bank
B. State Bank of India
C. Kannada Bank
D. ICICI Bank
উত্তর : B. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)
6. কোন কেন্দ্রীয় মন্ত্রক অভিবাসী শ্রমিকদের সর্বভারতীয় সমীক্ষা এবং AQEES চালু করেছে?
A. দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়
B. অর্থ মন্ত্রণালয়
C. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
D. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
উত্তর : C. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
7. 2020-21 সালে ভারতীয় রেলওয়ে দ্বারা রেলওয়ে সেকশনের কত দৈর্ঘ্য বিদ্যুতায়িত হয়েছে?
A. 500 কিমি
B. 700 কিমি
C. 900 কিমি
D. 6015 কিমি
উত্তর : D. 6015 কিমি
8. কোন ভারতীয় প্রতিষ্ঠানের গবেষকরা দৃষ্টি প্রতিবন্ধীদের সাহায্য করার জন্য স্পর্শ-সংবেদনশীল, স্পর্শকাতর, হ্যাপটিক ঘড়ি তৈরি করেছেন?
A. IIT Madras
B. IIT Kanpur
C. IIM Ahmedabad
D. JNTU
উত্তর : B. IIT Kanpur
9.কোন মন্ত্রণালয় “বিরল রোগের জন্য জাতীয় নীতি 2021” অনুমোদন করেছে?
A. কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক
B. কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক
C. কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
D. কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়
উত্তর : C. কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
10. প্রতি বছর জাতীয় সমুদ্র দিবস কবে পালিত হয়?
A. 1st এপ্রিল
B. 2nd এপ্রিল
C. 5th এপ্রিল
D. 15th এপ্রিল
উত্তর : C. ৫ এপ্রিল
11. দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লকডাউন সময়কালে জাতীয় রাজধানীতে অটো এবং অন্যান্য পাবলিক সার্ভিস গাড়ির চালকদের জন্য কত তহবিল ঘোষণা করেছেন?
A. 10000 টাকা
B. 1000 টাকা
C. 5000 টাকা
D. 3000 টাকা
উত্তর: C. 5000 টাকা
12. কোন দেশ 2020 সালের এপ্রিলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব গ্রহণ করেছিল?
A. ফ্রান্স
B. ইতালি
C. স্পেন
D. ডোমিনিকান প্রজাতন্ত্র
উত্তর: D. ডোমিনিকান প্রজাতন্ত্র
13. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের প্রথম ব্যাপক COVID-19 ট্র্যাকিং অ্যাপ্লিকেশন?
A. কোভিড ট্র্যাকার
B. আরোগ্য সেতু
C. সাক্ষম
D. বিপাশা
উত্তর: B. আরোগ্য সেতু
14. UN-এর COP 26 জলবায়ু শীর্ষ সম্মেলন 2021 সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। কোন শহরে এই শীর্ষ সম্মেলন আয়োজন করার কথা ছিল?
A. গ্লাসগো
B. বার্মিংহাম
C. ব্রিস্টল
D. গুয়াম
উত্তর: A. গ্লাসগো
15. নিম্নলিখিত টেনিস টুর্নামেন্টগুলির মধ্যে কোনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার বাতিল করা হয়েছে?
A. অস্ট্রেলিয়ান ওপেন
B. উইম্বলডন
C. ফ্রেঞ্চ ওপেন
D. ইউএস ওপেন
উত্তর: B. উইম্বলডন
16. একজন প্রখ্যাত ভারতীয় ব্যক্তিত্ব, নির্মল সিং খালসা 2 এপ্রিল করোনভাইরাসজনিত কারণে মারা গেছেন। তিনি কোন ক্ষেত্রে তাঁর অবদানের জন্য পদ্মশ্রী পেয়েছিলেন?
A. হস্তশিল্প
B. সঙ্গীত
C. লেখা
D. সামাজিক কাজ
উত্তর: B. সঙ্গীত
17. নিম্নলিখিত বীমা পলিসিগুলির মধ্যে কোনটি আরও বেশি লোককে স্বাস্থ্য সুরক্ষা পেতে সক্ষম করার জন্য সরকার অনুমোদিত হয়েছে?
A. আরোগ্য সেতু
B. আরোগ্য সঞ্জীবনী
C. সমাধান
D. শক্তি
উত্তর: B. আরোগ্য সঞ্জীবনী
18. কোন দুটি ব্যাঙ্কের প্রধান নির্বাহীদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ হিসাবে মনোনীত করা হয়েছে?
A. বিওআই, কানারা
B. সিন্ডিকেট, অন্ধ্র
C. এলাহাবাদ, ইন্ডিয়ান ব্যাঙ্ক
D. ওবিসি, ইউবিআই
উত্তর: D. ওবিসি, ইউবিআই
19. এশিয়া ও প্যাসিফিকের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (UNESCAP) 2021-22 সালে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি _______________-এ অনুমান করেছে।
A. 7.0%
B. 9.4%
C. 10.1%
D. 11.5%
উত্তর: A. 7.0%
20. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স 2021-এ ভারতের স্থান কত?
A. 65
B. 106
C. 140
D. 153
উত্তর: C. 140
21. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স 2021-এ কোন দেশ শীর্ষে রয়েছে?
A. নরওয়ে
B. আইসল্যান্ড
C. সিঙ্গাপুর
D. ফিনল্যান্ড
উত্তর: B. আইসল্যান্ড
22. 51তম দাদাসাহেব ফালকে পুরস্কার 2019-এ কে সম্মানিত হয়েছেন?
A. অমিতাভ বচ্চন
B. ধর্মেন্দ্র
C. রাজ কাপুর
D. রজনীকান্ত
উত্তর: D. রজনীকান্ত
23. Facebook এবং Google মার্কিন যুক্তরাষ্ট্রকে সিঙ্গাপুর এবং _____________ এর সাথে সংযুক্ত করার জন্য ____________ এবং ‘Bifrost’ নামক সমুদ্রের নীচে নতুন কেবল নির্মাণ করবে।
A. লোকি, ফিলিপাইন
B. ইকো, ইন্দোনেশিয়া
C. হুর, মালয়েশিয়া
D. বুস্ট, হাওয়াই
উত্তর: B. ইকো, ইন্দোনেশিয়া
24. ইন্টারন্যাশনাল চিলড্রেনস বুকস ডে (ICBD) 1967 সাল থেকে প্রতি বছর ___________ এ আয়োজন করা হয়, ইন্টারন্যাশনাল বোর্ড অন বুকস ফর ইয়াং পিপল (IBBY) দ্বারা।
A. 5th এপ্রিল
B. 4th এপ্রিল
C. 3rd এপ্রিল
D. 2nd এপ্রিল
উত্তর: D. 2nd এপ্রিল
25. আন্তর্জাতিক শিশু বই দিবস 2021 এর থিম কি?
A. শব্দের সঙ্গীত
B. শব্দের জন্য ক্ষুধা
C. সাহিত্য ও পাঠ উদযাপন করা
D. আমাদের বইয়ের সাথে বড় হতে দিন!
উত্তর: A. শব্দের সঙ্গীত
26. কোন রেলওয়ে জোন সম্প্রতি 100% সম্পূর্ণ বিদ্যুতায়িত হয়েছে?
A.পশ্চিম মধ্য
B. কেন্দ্রীয়
C. কোঙ্কন
D. উত্তর মধ্য
উত্তর: A.পশ্চিম মধ্য
27. মহারাষ্ট্রের সিন্ধুদুর্গের আম্বলিতে একটি এলাকা সম্প্রতি একটি জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থানের নামকরণ করা হয়েছে। এলাকায় কোন ধরনের বিরল প্রজাতির সন্ধান পাওয়া গেছে?
A. একটি ব্যাঙ
B. মিঠা পানির মাছ
C. কুমির
D. ডায়াটম
উত্তর: B. মিঠা পানির মাছ
28. প্রথম, মল্লিকা শ্রীনিবাসন, একজন বেসরকারী সেক্টরের নির্বাহীকে সম্প্রতি পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ডের চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত করা হয়েছিল। তিনি নিচের কোন বেসরকারি কোম্পানির চেয়ারম্যান?
A. ব্রিটানিয়া
B. সুন্দরম ক্লেটন
C. ক্যাপজেমিনি (Capgemini)
D. অ্যাপোলো হাসপাতাল
উত্তর: C. Capgemini( ক্যাপজেমিনি)
29.মিশন কর্মযোগীর অধীনে ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল?
A. রামস্বামী বালাসুব্রমণিয়াম
B. প্রবীণ পরদেশী
C. আদিল জয়নুলভাই
D. মনজিন্দর সিং
উত্তর: C. আদিল জয়নুলভাই
30. কেন্দ্রীয় সরকার _______________ তারিখে ডঃ বি আর আম্বেদকরের জন্মদিনকে তার সমস্ত অফিসে সরকারি ছুটি ঘোষণা করেছে।
A. 11 এপ্রিল
B. 12 এপ্রিল
C. 13 এপ্রিল
D. 14 এপ্রিল
উত্তর: D. 14 এপ্রিল
31. 2021 সালের মার্চ মাসে পণ্য ও পরিষেবা কর (GST) থেকে সংগৃহীত রাজস্ব কী ছিল?
A. 1.23 লক্ষ কোটি টাকা
B. 1.15 লক্ষ কোটি টাকা
C. 1.06 লক্ষ কোটি টাকা
D. 1.17 লক্ষ কোটি টাকা
উত্তর: A. 1.23 লক্ষ কোটি টাকা
32. DRDO ল্যাব সম্প্রতি সেনাবাহিনীর প্রয়োজনীয়তার জন্য হালকা ওজনের বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করেছে। এইভাবে উন্নত জ্যাকেট ওজন কি?
A. 7 কেজি
B. 8 কেজি
C. 10 কেজি
D. 9 কেজি
উত্তর: D. 9 কেজি
33. জাতিসংঘের খনি সচেতনতা এবং মাইন অ্যাকশনে সহায়তার জন্য আন্তর্জাতিক দিবসটি প্রতি বছর ________ তারিখে পালিত হয়।
A. 1st এপ্রিল
B. 2nd এপ্রিল
C. 3rd এপ্রিল
D. 4th এপ্রিল
উত্তর: D. 4th এপ্রিল
34. নিচের কোন দল 2022 সালের ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতেছে?
A. অস্ট্রেলিয়া
B. নিউজিল্যান্ড
C. ইংল্যান্ড
D. ভারত
উত্তর: A. অস্ট্রেলিয়া
35. নিচের মধ্যে কে 2022 মিয়ামি ওপেন টেনিস শিরোপা জিতেছে?
A. স্টেফি গ্রাফ
B. মার্টিনা হিঙ্গিস
C. নাওমি ওসাকা
D. ইগা স্বিয়াটেক (Iga Swiatek)
উত্তর: D. ইগা স্বিয়াটেক (Iga Swiatek)
36. সম্প্রতি, বিকাশ কুমার _____ এর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
A. ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন
B. মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশন
C. চেন্নাই মেট্রো রেল কর্পোরেশন
D. দিল্লি মেট্রো রেল কর্পোরেশন
উত্তর: D. দিল্লি মেট্রো রেল কর্পোরেশন
37. ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) 2022-23 আর্থিক বছরে ভারতের জিডিপি _______-তে বৃদ্ধি পাবে বলে অনুমান করেছে
A. 7.1 শতাংশ
B. 7.2 শতাংশ
C. 7.3 শতাংশ
D. 7.4 শতাংশ
উত্তর: D. 7.4 শতাংশ
38. সম্প্রতি, সংস্কৃতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘টেম্পল 360’ ওয়েবসাইট চালু করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রী কে?
A. নরেন্দ্র সিং তোমর
B. ডাঃ সুব্রহ্মণ্যম জয়শঙ্কর
C. স্মৃতি জুবিন ইরানি
D. মীনাক্ষী লেখি
উত্তর: D. মীনাক্ষী লেখি
39. ভারতীয় বিমান বাহিনী আইএএফ-এর চেতক হেলিকপ্টারের গৌরবময় পরিষেবার ______ স্মরণে হাকিমপেটের এয়ার ফোর্স স্টেশনে একটি কনক্লেভের আয়োজন করেছিল।
A. 20 বছর
B. 50 বছর
C. 60 বছর
D. 25 বছর
উত্তর: C. 60 বছর
40. হাঙ্গেরির প্রধানমন্ত্রী _______ 2022 সালের দেশের সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে টানা চতুর্থ মেয়াদে পদে জয়ী হয়েছেন।
A. গর্ডন বাজনাই
B. ভিক্টর অরবান
C. Ferenc Gyurcsany
D. পিটার মেডগিয়েসি
উত্তর: B. ভিক্টর অরবান
41. ভারতে, _________ তারিখে জাতীয় সমুদ্র দিবস পালন করা হয়।
A. 5 এপ্রিল
B. 4 এপ্রিল
C. 3 এপ্রিল
D. 2 এপ্রিল
উত্তর: A. 5 এপ্রিল
42. কোন রাজ্য/ইউটি সরকার পাঠ্যক্রম বহির্ভূত ক্রিয়াকলাপগুলিকে উন্নীত করার জন্য সরকারী স্কুলগুলিতে ‘শখের হাব’ স্থাপনের একটি প্রকল্প চালু করেছে?
A. চণ্ডীগড়
B. লাদাখ
C. জম্মু ও কাশ্মীর
D. দিল্লি
উত্তর: D. দিল্লি
43. কোন ব্যাঙ্ক দীনদয়াল অন্ত্যোদয় যোজনা – ন্যাশনাল রুরাল লিভলিহুড মিশন (DAY-NRLM) দ্বারা স্বনির্ভর গোষ্ঠী (SHG) লিঙ্কেজে সেরা পারফর্মিং ব্যাঙ্ক হিসাবে বিবেচিত হয়েছে?
A. ICICI Bank
B. Axix Bank
C. HDFC Bank
D. RBL Bank
উত্তর: C. HDFC Bank
44. 64তম গ্র্যামি অ্যাওয়ার্ড 2022-এ কোন অ্যালবাম “বছরের সেরা অ্যালবাম” পুরস্কার পেয়েছে?
A. দরজা খোলা রেখে দিন
B. আমরা
C. বিক্রয়ের জন্য ভালবাসা
D. প্রকৃতি মাতা
উত্তর: B. আমরা
45. কে মিয়ামি ওপেন টেনিস 2022 এর পুরুষদের একক শিরোপা জিতেছে?
A. ডি মিনাউর
B. ডেভিডোভিচ ফোকিনা
C. ক্যাসপার রুড
D. কার্লোস আলকারাজ
উত্তর: D. কার্লোস আলকারাজ
46. ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের গল্পকে কেন্দ্র করে “আগুনের রানী” নামে একটি নতুন উপন্যাস কে লিখেছেন?
A. রাজীব ভাটিয়া
B. প্রকাশ কুমার সিং
C. দেবিকা রাঙ্গাচারী
D. সাগরিকা ঘোষ
উত্তর: C. দেবিকা রাঙ্গাচারী
47. রিচার্ড হাওয়ার্ড সম্প্রতি মারা গেছেন। তিনি একজন ______ ছিলেন।
A. একজন কবি
B. কোরিওগ্রাফার
C. রাজনীতিবিদ
D. পরিচালক
উত্তর: A. একজন কবি
48 .নিচের কোন সংস্থাটি মিজোরামে স্বাস্থ্য পরিষেবা বৃদ্ধির জন্য 32 মিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প অনুমোদন করেছে?
A. এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক
B. নিউ ডেভেলপমেন্ট ব্যাংক
C. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
D. বিশ্বব্যাংক
উত্তর: D. বিশ্বব্যাংক
49. বিশ্বব্যাংক এবং AIIB পাঞ্জাবে খাল-ভিত্তিক পানীয় জল প্রকল্পের জন্য কত পরিমাণ ঋণ অনুমোদন করেছে?
A. USD 100 মিলিয়ন
B. USD 200 মিলিয়ন
C. USD 300 মিলিয়ন
D. USD 400 মিলিয়ন
উত্তর: C. USD 300 মিলিয়ন
50. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নরের নাম বলুন যিনি সম্প্রতি অবসর নিয়েছেন।
A. বিপি কানুনগো
B. মাইকেল ডি পাত্র
C. এম কে জৈন
D. রাজেশ্বর রাও
উত্তর: A. বিপি কানুনগো
51. ভারতে প্রতি বছর _____________ তারিখে জাতীয় সমুদ্র দিবস পালন করা হয়।
A. 4 এপ্রিল
B. 2 এপ্রিল
C. 6 এপ্রিল
D. 5 এপ্রিল
উত্তর: D. 5 এপ্রিল
52. 2023 AIBA পুরুষদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে?
A. নয়াদিল্লি, ভারত
B. তাসখন্দ, উজবেকিস্তান
C. বেলগ্রেড, সার্বিয়া
D.কিলস, পোল্যান্ড
উত্তর: B. তাসখন্দ, উজবেকিস্তান
53. 100 দিনের দীর্ঘ ড্রাইভ, “সংকল্প সে সিদ্ধি” – ভিলেজ অ্যান্ড ডিজিটাল কানেক্ট ড্রাইভ সম্প্রতি নিচের কোন মন্ত্রক চালু করেছে?
A. পঞ্চায়েতি রাজ মন্ত্রক
B. কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়
C. অর্থ মন্ত্রণালয়
D. আদিবাসী বিষয়ক মন্ত্রক
উত্তর: D. আদিবাসী বিষয়ক মন্ত্রক
54. নিচের মধ্যে কে 2020 এসিএম টুরিং অ্যাওয়ার্ড জিতেছে ?
A. আলফ্রেড ভি. আহো
B. জিওফ্রে হিন্টন
D. জন এল হেনেসি
D. জুডিয়া পার্ল
উত্তর : A. আলফ্রেড ভি. আহো
55. SHGs কে প্ল্যাটফর্ম প্রদান করার জন্য AAI কোন প্রকল্প এনেছে ?
A. অভিযান (AVIYAAN)
B. অবসর (AVSAR)
C. আকাশ (AKASH)
D. অবকাশ (AVAKAS)
উত্তর : B. অবসর (AVSAR)
56. কোন দুটি ব্যাঙ্ক RBI এর কাছএ 93 লক্ষ টাকা জরিমানা দিতে বাধ্য হয়েছে ?
A. Axis ও IDBI
B. HDFC , PNB
C.Union ব্যাংক,
D. Punjab National Bank
উত্তর : A. Axis ও IDBI
57.ইনফোসিস(Infosys) ও রোল -রয়েস (Rolls-Royce) মিলে কোন সেন্টারের উদ্বোধন করেছে?
A. Aerospace Engineering and Digital Innovation Centre
B. Aircraft Engineering Centre
উত্তর : A. Aerospace Engineering and Digital Innovation Centre
58. চীন পৃথিবীর পর্যবেক্ষণের জন্য কোন কৃত্রিম উপগ্র পাঠিয়েছে —
A Gaofen-1
B Gaofen-2
C Gaofen-3
D Gaofen-4
উত্তর:C Gaofen-3
59 মিনিস্ট্রি অফ স্পোর্টস ডোপিং দূরীকরণের জন্য ইউনেসকো ফান্ডে কত টাকার অনুদান দিয়েছে –
A 72,124
B 73,124
C 74,124
D 75,124
উত্তর: A 72,124
60 দুগ্ধজাত দ্রব্যের জন্য কোঅপোরেটিভ ব্যাঙ্ক কোন রাজ্যের সরকার চালু করেছে –
A পশ্চিমবঙ্গ
B হরিয়ানা
C কর্ণাটক
D পাঞ্জাব
উত্তর: C কর্ণাটক
61. মুখ্যমন্ত্রী উদ্যম ক্রান্তি যোজনা কোন রাজ্যের সরকার শুরু করেছে –
A উত্তরপ্রদেশ
B বিহার
C মধ্যপ্রদেশ
D মহারাষ্ট্র
উত্তর: C মধ্যপ্রদেশ
62. সিভিল এরোপ্লেনগুলোকে মিড-এয়ার রিফিউলারর্স এ পরিবর্তন করার জন্য ইজরায়েল এরোস্পেস কোন সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে-
A HAL
B CAl
C IIL
D EAL
উত্তর: A HAL
63. ভারত – কিয়াগিস্তান এর যুগ্ম স্পেশাল ফোর্স প্রক্রিয়ার নাম কি –
A Khanjar-2022
B Talwaar-2022
C Trishul-2022
D Baarud-2022
উত্তর:A Khanjar-2022
64. এটি ভারত -কিয়াগিস্তানের যুগ্ম প্রকল্পের কত তম সংস্করণ-
A নবম
B অষ্টম
C দশম
D দ্বাদশ
উত্তর:A নবম
65. PNB কত টাকার চেক পেমেন্টের জন্য ইতিবাচক বেতন ব্যবস্থা বাধ্যতামূলক করেছে –
A দশ লক্ষ
B এক লক্ষ
C কুড়ি লক্ষ
D পাঁচ লক্ষ
উত্তর: A দশ লক্ষ
66. আর বি আই এর কোন নীতির মূল হার বা key rates অপরিবর্তিত রয়েছে –
A মুদ্রানীতি 2022
B ধনরাশি নীতি 2022
C করদান নীতি 2022
D ঋণ নীতি 2022
উত্তর: A মুদ্রানীতি 2022
67. ভারতের কৃষি রপ্তানি কত USD মাত্রা অতিক্রম করেছে –
A 50 বিলিয়ন
B 30 বিলিয়ন
C 40 বিলিয়ন
D 10 বিলিয়ন
উত্তর: A 50 বিলিয়ন
68. গুজরাট রাজ্য সরকার বিশ্বব্যাংক থেকে কত টাকা ঋণের অনুমোদন পেয়েছে –
A 8,500 কোটি
B 7,500 কোটি
C 6,500কোটি
D 5,500 কোটি
উত্তর:B 7,500 কোটি
69. কোন ভারতীয়-আমেরিকান গায়িকা Grammys 2022 অ্যাওয়ার্ড পেয়েছেন –
A ফাল্গুনী পাঠক
B আলিশা সিনোয়
C শিল্পা রাও
D ফাল্গুনী শাহ
উত্তর:D ফাল্গুনী শাহ
70. এই অ্যাওয়ার্ডটি তিনি কোন বিভাগে পেয়েছেন-
A Best Children’s Album
B Best Singer
C Best Popular Choice
D Best Contemporary Album
উত্তর:A Best Children’s Album
71. মহাকাশ বিজ্ঞানীরা কোন গ্রহের যমজ গ্রহ খুঁজে পেয়েছেন-
A মঙ্গল
B বুধ
C বৃহস্পতি
D শুক্র
উত্তর:C বৃহস্পতি
72. অ্যামাজন তাদের স্যাটেলাইট ইন্টারনেট চালু করার জন্য কতগুলি ফার্মের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে –
A তিন
B চার
C পাঁচ
D ছয়
উত্তর:A তিন
73. “Tiger of Drass: Capt Anuj Nayyar,23 Kargil Hero ” -এর লেখক কারা ?
A মীনা নায়ার, হিম্মত সিং শেখাওয়াত
B আমিশ ত্রিপাঠী, অরুন তিওয়ারি
C দেবদত্ত পট্টনায়ক, মীরা নায়ার
D দূর্জয় দত্ত , নভনীল চক্রবর্তী
উত্তর:A মীনা নায়ার, হিম্মত সিং শেখাওয়াত
74. ন্যাশনাল কমিশন ফর উইমেন কোন সেল চালু করেছে-
A অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সেল
B অ্যান্টি ডোমেস্টিক ভায়োলেন্স সেল
C অ্যান্টি সেক্সুয়্যাল হ্যারাসমেন্ট সেল
D অ্যান্টি ডাউরি সেল
উত্তর: A অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সেল
75. এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া SHGs কে প্ল্যাটফর্ম প্রদান করার জন্য কোন প্রকল্প নিয়েছে –
A AVAKAS
B AVASAR
C AVASESH
D AVA
উত্তর: B AVASAR
76. সাউথ সেন্ট্রাল রেলওয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেছে-
A One station One product
B Two stations Two products
C Three stations Three products
D Four stations Four products
উত্তর: A One station One product
77. উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি কোন পদক্ষেপ গ্রহণ করেছেন –
A 1064 Anti-Corruption Mobile App
B 1060 Anti-Corruption Mobile App
C 1061 Anti-Corruption Mobile App
D 1062 Anti-Corruption Mobile App
উত্তর: A 1064 Anti-Corruption Mobile App
78. ইউরোপিয়ান কমিশন থেকে GI ট্যাগ প্রাপ্ত কাংরা টি গার্ডেন কোথায় অবস্থিত?
A উত্তরপ্রদেশ
B দার্জিলিঙ
C আসাম
D হিমাচল প্রদেশ
উত্তর: D হিমাচল প্রদেশ
79. বিশিষ্ট পণ্ডিত-শিক্ষাবিদ মনোজ সোনি কোন বিভাগের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন-
A UPSC
B WBSE
C CBSE
D ICSE
উত্তর: A UPSC
80. UIDAI কোন মহাকাশ সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে –
A NASA
B ISRO
C ROSCOSMOS
D ASI
উত্তর: B ISRO
81. IndusInd ব্যাঙ্কের ‘Indus Marchant Solutions ‘ অ্যাপটি কোন পুরষ্কার পেয়েছে-
A CX অ্যাওয়ার্ড 2022
B DXঅ্যাওয়ার্ড 2022
C RXঅ্যাওয়ার্ড 2022
D AX অ্যাওয়ার্ড 2022
উত্তর: A CX অ্যাওয়ার্ড 2022
82. কারা পুরো দিনের ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট স্থাপনের জন্য নির্দেশিকা জারি করেছে-
A RBI
B SEBI
C LIC
D SENSEX
উত্তর: A RBI
83 সর্বানন্দ সোনোয়াল কোন বিষয়ের উপর বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন করেছেন –
A Homoeopathy: People’s Choice for Wellness
B Aloepathy: People’s Choice for Wellness
C Ayueveda: People’s Choice for Wellness
D Hypnosis: People’s Choice for Wellness
উত্তর:A Homoeopathy: People’s Choice for Wellness
84 ইউনিয়ন মিনিস্টার ভূপেন্দর যাদব কত তম NTCA মিটিং এর চেয়ার পার্সন হয়েছেন-
A 17
B 18
C 19
D 20
উত্তর: D 20
85 ভারত সফলভাবে কোন রকেট সিস্টেমের উড়ান পরীক্ষা করেছে –
A Pinka MK-I
B Pinka MK-2
C Pinka MK-3
D Pinka MK-4
উত্তর: A Pinka MK-I
86 কোন প্রখ্যাত বাঙালি লেখক ‘O Hernry’ পুরস্কারে সম্মানিত হয়েছেন-
A অমর মিত্র
B ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়
C মানবেন্দ্র পাল
D সমরেশ মজুমদার
উত্তর: A অমর মিত্র
87 কোন ছোটগল্পের জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছেন-
A গাঁওবুড়ো
B একাত্তরের ডাইরি
C রাঙচিতার মধু
D মাধুকরী
উত্তর: A গাঁওবুড়ো
88 সঙ্গীত নাটক আকাদেমি এবং ললিত কলা আকাদেমি এই দুটি ফেলোশিপ এবং পুরস্কার কে প্রদান করেছেন –
A ভেঙ্কাইয়া নাইডু
B মমতা বন্দ্যোপাধ্যায়
C যোগী আদিত্যনাথ
D অমিত শাহ
উত্তর: A ভেঙ্কাইয়া নাইডু
89 F1 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2022 কে জিতেছেন-
A Charles Leclerc
B Scott Pruett
C Hurley Haywood
D Bill Auberlen
উত্তর: A Charles Leclerc
90 সর্বপ্রথম ভারতীয় ‘ World Doubles Squash Championships ‘ স্বর্ণ পদক পেয়েছেন –
A দীপিকা পাল্লিকাল কার্তিক , সৌরভ ঘোষাল
B সাইনা নেহওয়াল , শ্রীকান্ত কিদাম্বী
C পুল্লেলা গোপীচান্দ, প্রকাশ পাডুকোন
D অপর্ণা পোপাট, চেতন আনন্দ
উত্তর: A দীপিকা পাল্লিকাল কার্তিক , সৌরভ ঘোষাল
91 সম্প্রতি ভারত কোন প্রতিযোগিতায় দশটি মেডেল (যার মধ্যে তিনটি সোনার) জিতেছে –
A থাইল্যান্ড ওপেন বক্সিং টুর্নামেন্ট
B এশিয়ান গেমস
C কমনওয়েল্থ গেমস
D সামার অলিম্পিক
উত্তর: A থাইল্যান্ড ওপেন বক্সিং টুর্নামেন্ট
92 বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালিত হয় –
A 7 এপ্রিল
B 8 এপ্রিল
C 9 এপ্রিল
D 10 এপ্রিল
উত্তর: D 10 এপ্রিল
93 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালী কোন মন্দিরের 14তম প্রতাষ্ঠা দিবসের কথা উল্লেখ করেছেন –
A তারাপীঠ
B দক্ষিণেশ্বর
C উমিয়া মাতা মন্দির
D বৈষ্ণোদেবী
উত্তর: C উমিয়া মাতা মন্দির
94 শেহবাজ শরীফ পাকিস্তানের কত তম প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন-
A 23
B 20
C 26
D 24
উত্তর: A 23
95 KVGB কোন নতুন প্রকল্প এনেছেন –
A Vikas Siri Sampat-1111
B Vikas Siri Sampat-1112
C Vikas Siri Sampat-1113
D Vikas Siri Sampat-1114
উত্তর: A Vikas Siri Sampat-1111
96 অমিত শাহ কোথায় ‘ সীমা দর্শন প্রোজেক্ট ‘ প্রদর্শন করেছেন –
A ইন্দো-পাক সীমান্ত
B ইন্দো-চীন সীমান্ত
C ভারত-বাংলাদেশ সীমান্ত
D ইন্দো-নেপাল সীমান্ত
উত্তর: A ইন্দো-পাক সীমান্ত
97 DRDO কোন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সফল উড়ান পরীক্ষা করেছে –
A Helina
B Alexander
C Nepoleon
D Julius Ceasar
উত্তর: A Helina
98 কোন অসমিয়া কবি 56 তম জনপীঠ পুরস্কার পেয়েছেন-
A হরিবর বিপ্র
B শঙ্করদেব
C নীলমণি ফুকান
D অনন্ত কান্ডালী
উত্তর: C নীলমণি ফুকান
99 NITI Aayog-এর রাজ্য শক্তি এবং জলবায়ু সূচকে কোন রাজ্য শীর্ষে অবস্থান করছে-
A বিহার
B উড়িষ্যা
C রাজস্থান
D গুজরাট
উত্তর: D গুজরাট
100 কোথায় চতুর্থ মার্কিন-ভারত 2+2 মন্ত্রী পর্যায়ের আলাপ আয়োজিত হয়েছে –
A ওয়াশিংটন ডিসি
B নিউ ইয়র্ক
C সানফ্র্যান্সিস্কো
D মায়্যামি
উত্তর: A ওয়াশিংটন ডিসি
101 ভারতের সর্প্রবথম ইন্ডিজেনাস পলিসেন্ট্রিক প্রস্থেটিক নি বা হাঁটু – র নাম হলো –
A কদম
B উরু
C নি
D পদম
উত্তর: A কদম
102 IPL ইতিহাসে প্রথম অবসর নেওয়ার খেলোয়াড় হলেন –
A যশপ্রীত বুমরাহ
B রবিচন্দ্রন অশ্বিন
C বশিল থাম্পি
D রোহিত শর্মা
উত্তর: B রবিচন্দ্রন অশ্বিন
103 ICC প্লেয়ার অফ দ্য মান্থ মার্চ 2022 হলেন –
A রমনদীপ সিং, আরশাদ খান
B বাবর আজম,রেচেল হায়নেস
C ফ্যাবিয়ান অ্যালেন, মায়াঙ্ক মকরন্দ
D মুরুগান অশ্বিন, কায়রন পোলার্ড
উত্তর :B বাবর আজম , রেচেল হায়নেস
104 ‘World Parkinson’s Day 2022’ পালিত হয়েছে-
A 11 এপ্রিল
B 12 এপ্রিল
C 13 এপ্রিল
D 14 এপ্রিল
উত্তর: A 11 এপ্রিল
105 ‘National Safe Motherhood Day 2022 ‘ পালিত হয়েছে –
A 11 এপ্রিল
B 12 এপ্রিল
C 13 এপ্রিল
D 14 এপ্রিল
উত্তর: A 11 এপ্রিল
106 ‘International Day of Human Space Flight’ পালিত হয়েছে –
A 11 এপ্রিল
B 12 এপ্রিল
C 13 এপ্রিল
D 14 এপ্রিল
উত্তর: B 12 এপ্রিল
107 অভিনেতা-স্ক্রিন রাইটার শিব কুমার সুব্রমন্যম মারা গেছেন –
A 11 এপ্রিল
B 12 এপ্রিল
C 13 এপ্রিল
D 14 এপ্রিল
উত্তর: B 12 এপ্রিল
108 মহাদেবপুর ঘেড় মেলার উদ্বোধন করেছেন-
A নরেন্দ্র মোদী
B অমিত শাহ
C যোগী আদিত্যনাথ
D রামনাথ কোবিন্দ
উত্তর: D রামনাথ কোবিন্দ
109. কোভিড-১৯ মহামারীর কারণে 2021 রাইসিনা ডায়ালগ সম্পূর্ণ ডিজিটাল ফর্ম্যাটে সংগঠিত হয়েছে। এটি বার্ষিক সংলাপের কোন সংস্করণ?
A.5th
B. 6th
C. 7th
D. 4th
উত্তর: B. 6th
110. বিশ্ব চাগাস রোগ দিবসটি প্রতি বছর __________ তারিখে পালিত হয় ।
A. 14 এপ্রিল
B. 13 এপ্রিল
C. 12 এপ্রিল
D. 11 এপ্রিল
উত্তর:A. 14 এপ্রিল
111. প্রতি বছর কোন দিন আন্তর্জাতিক পাগড়ি দিবস পালিত হয়?
A. 10 এপ্রিল
B. 12 এপ্রিল
C. 14 এপ্রিল
D. 13 এপ্রিল
উত্তর:D. 13 এপ্রিল
112. 2021 “রাইসিনা ডায়ালগ” এর থিম কি?
A. বিঘ্নিত মহামারী পরিচালনা: ধারণা, প্রতিষ্ঠান এবং বাণী
B. ভাইরালওয়ার্ল্ড: প্রাদুর্ভাব, বহিরাগত এবং নিয়ন্ত্রণের বাইরে
C. নতুন জ্যামিতিক | তরল অংশীদারিত্ব | অনিশ্চিত ফলাফল
D. আলফা সেঞ্চুরিতে নেভিগেট করা
উত্তর:B. ভাইরালওয়ার্ল্ড: প্রাদুর্ভাব, বহিরাগত এবং নিয়ন্ত্রণের বাইরে
113. 2021 সালের মার্চ মাসে কে আইসিসি প্লেয়ার অফ দ্য মাস পুরস্কার জিতেছে?
A. ভুবনেশ্বর কুমার
B. রবিচন্দ্রন অশ্বিন
C. ঋষভ পান্ত
D. বিরাট কোহলি
উত্তর:A. ভুবনেশ্বর কুমার
114. রাশিয়ান ভ্যাকসিন ________ ভারতে জরুরি ব্যবহারের অনুমোদন পায়।
A. ফাইজার-বায়োটেক
B. সিনোভাক
C. অ্যাস্ট্রাজেনেকা
D. স্পুটনিক ভি
উত্তর:D. স্পুটনিক ভি
115. প্রতি বছর _____ বিশ্বব্যাপী বিশ্ব শিল্প দিবস পালন করা হয়।
A. 11 এপ্রিল
B. 12 এপ্রিল
C. 13 এপ্রিল
D. 15 এপ্রিল
উত্তর: D. 15 এপ্রিল
116. হিমাচল প্রদেশে 15 এপ্রিল হিমাচল দিবস পালন করা হয়। হিমাচল প্রদেশ ভারতের ____ রাজ্যে পরিণত হয়।
A. 16 তম
B. 17 তম
C. 18 তম
D. 19 তম
উত্তর: C. 18 তম
117. নিচের মধ্যে কে কুষ্ঠ রোগের জন্য আন্তর্জাতিক গান্ধী পুরস্কার, 2021 প্রদান করেছে?
A. স্বপ্না ত্রিপাঠী
B. রাধিকা সিংহল
C. অধ্যাপক বিনোদ শর্মা
D. ডঃ ভূষণ কুমার
উত্তর: D. ডঃ ভূষণ কুমার
118. নিউজিল্যান্ডের পেস বোলার _________ নিউজিল্যান্ড ক্রিকেট (NZC) পুরস্কারে স্যার রিচার্ড হ্যাডলি পদক পেয়েছেন।
A. টিম সাউদি
B. ট্রেন্ট বোল্ট
C. ড্যারিল মিচেল
D. মাইকেল ব্রেসওয়েল
উত্তর: A. টিম সাউদি
119. কোন রাজ্য সরকার প্রাক্তন সেনা ও যুবকদের জন্য ‘হিম প্রহারি’ প্রকল্প বাস্তবায়ন করবে?
A. নাগাল্যান্ড
B. সিকিম
C. উত্তরাখণ্ড
D. মণিপুর
উত্তর: C. উত্তরাখণ্ড
120.কোন দিনটিকে সেভ দ্য এলিফ্যান্ট ডে হিসেবে পালন করা হয়?
A. 15 এপ্রিল
B. 16 এপ্রিল
C. 14 এপ্রিল
D. 13 এপ্রিল
উত্তর: B. 16 এপ্রিল
121. ‘আয়রন বিম’ লেজার ক্ষেপণাস্ত্র-প্রতিরক্ষা ব্যবস্থা হল বিশ্বের প্রথম শক্তি-ভিত্তিক অস্ত্র ব্যবস্থা যা যে কোনও বায়ুবাহিত বস্তুকে ধ্বংস করতে লেজার রশ্মি ব্যবহার করে। কোন দেশ এই ব্যবস্থা গড়ে তুলেছে?
A. ইসরাইল
B. রাশিয়া
C. ফ্রান্স
D. মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর: A. ইসরাইল
122. প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি এইগুলির মধ্যে কোন জায়গায় কে কে প্যাটেল সুপার স্পেশালিটি হাসপাতাল উদ্বোধন করেছেন?
A. মালদা
B. পালি
C. ফৈজাবাদ
D. ভুজ
উত্তর: D. ভুজ
123. বিশ্ব কণ্ঠ দিবসটি প্রতি বছর ________ তারিখে পালন করা হয়।
A. 15 এপ্রিল
B. 16 এপ্রিল
C. 14 এপ্রিল
D. 13 এপ্রিল
উত্তর: B. 16 এপ্রিল
124. বিশ্ব কণ্ঠ দিবস 2022 এর থিম কি?
A. এক বিশ্ব বহু কণ্ঠ
B. মানুষের কণ্ঠস্বর
C. আপনার ভয়েস তুলুন
D. আপনার ভয়েসের সাথে সদয় হন
উত্তর: C. আপনার ভয়েস তুলুন
125. উইজডেন অ্যালম্যানাক 2021-এ 2010-এর দশকের সেরা ওডিআই খেলোয়াড় নির্বাচিত হয়েছেন?
A. এম এস ধোনি
B. স্টিভেন স্মিথ
C. বিরাট কোহলি
D. রোহিত শর্মা
উত্তর: C. বিরাট কোহলি
126. “বিশ্বাস করুন – কী জীবন এবং ক্রিকেট আমাকে শিখিয়েছে” নিচের কোন ক্রিকেটারের স্মৃতিকথা?
A. যুবরাজ সিং
B. গৌতম গম্ভীর
C. হরভজন সিং
D. সুরেশ রায়না
উত্তর: D. সুরেশ রায়না
127. বাবাসাহেব আম্বেদকর সম্পর্কিত নিচের কোন বইটি পিএম মোদি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিসের ভাইস-চ্যান্সেলরদের 95তম বার্ষিক সভা এবং জাতীয় সেমিনারে প্রকাশ করেছিলেন?
A. ডঃ আম্বেদকর জীবন দর্শন
B. ডঃ আম্বেদকর ব্যক্তি দর্শন
C. ডঃ আম্বেদকর রাষ্ট্রদর্শন
D. ডঃ আম্বেদকর আয়ম দর্শন
E. উপরের সবগুলো
উত্তর: E. উপরের সবগুলো
128. বিশ্ব ভয়েস দিবস 2021 এর থিম কি ছিল?
A. আপনার ভয়েস ফোকাস
B. এক বিশ্ব, বহু কণ্ঠ
C. আপনার ভয়েসই আপনার পরিচয়
D. আপনার ভয়েস শেয়ার করুন
উত্তর: B. এক বিশ্ব, বহু কণ্ঠ
129. উইজডেন ক্রিকেটার্স অ্যালমান্যাকের 2021 সংস্করণে টানা দ্বিতীয় বছরের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার হিসেবে কে মনোনীত হয়েছেন?
A. স্টিভেন স্মিথ
B. রোহিত শর্মা
C. বেন স্টোকস
D. জাসপ্রিত বুমরাহ
উত্তর: C. বেন স্টোকস
130. হনুমানজি চার ধাম’ প্রকল্পের অধীনে, প্রধানমন্ত্রী মোদী দেশের পশ্চিম দিকে কোন শহরে ভগবান হনুমান জির 108 ফুট লম্বা মূর্তি উন্মোচন করেছেন?
A. পাটন
B. ভাবনগর
C. মরবি
D. ভুজ
উত্তর: C. মরবি
131. বিশ্ব হিমোফিলিয়া দিবস প্রতি বছর __________ তারিখে পালন করা হয়।
A. 19 এপ্রিল
B. 16 এপ্রিল
C. 18 এপ্রিল
D. 17 এপ্রিল
উত্তর: D. 17 এপ্রিল
132. মঞ্জু সিং সম্প্রতি মারা গেছেন। তিনি একজন/একটি _______ ছিলেন।
A. অভিনেতা
B. গীতিকার
C. লেখক
D. সাংবাদিক
উত্তর: A. অভিনেতা
133. ‘স্বানিধি সে সমৃদ্ধি’-এর দ্বিতীয় পর্যায়টি কতটি শহরে চালু হয়েছে?
A. 129
B. 122
C. 126
D. 121
উত্তর: C. 126
134. উদ্ভাবন (সাধারণ) – কেন্দ্রীয় বিভাগের অধীনে জনপ্রশাসন 2020-এ শ্রেষ্ঠত্বের জন্য প্রধানমন্ত্রীর পুরস্কারের জন্য কোন প্রকল্পটি নির্বাচিত হয়েছে?
A. প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
B. প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা
C. স্মার্ট সিটি মিশন
D. UDAN প্রকল্প
উত্তর: D. UDAN প্রকল্প
135. প্রয়াত হলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত অভিনেতা বিবেক। তিনি কোন চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত ছিলেন?
A.মারাঠি
B. তামিল
C. গুজরাটি
D. বাংলা
উত্তর: B. তামিল
136. আহমেদ হোসেন লালা যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন একজন খ্যাতিমান খেলোয়াড়, কোন মাঠের?
A. হকি
B. টেনিস
C. ক্রিকেট
D. ফুটবল
উত্তর: D. ফুটবল
137. কোন দেশ গুজরাটের মেহসানা জেলার ফানিধরে ভারতের প্রথম মেগা ফুড পার্ক ও খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট চালু করেছে?
A. অস্ট্রেলিয়া
B. যুক্তরাজ্য
C. মার্কিন যুক্তরাষ্ট্র
D. ইতালি
উত্তর: D. ইতালি
138. এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে তাইপেইয়ের মেং হসুয়ান সিহকে পরাজিত করে নিচের মধ্যে কে স্বর্ণ জিতেছেন?
A. দীপক পুনিয়া
B. রবি কুমার দাহিয়া
C. ভিনেশ ফোগাট
D. সাক্ষী মালিক
উত্তর: C. ভিনেশ ফোগাট
139.শরীরের দ্বিতীয় বৃহত্তম অঙ্গ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য প্রতি বছর ________ তারিখে বিশ্ব লিভার দিবস পালন করা হয়।
A. 15 এপ্রিল
B. 16 এপ্রিল
C. 17 এপ্রিল
D. 19 এপ্রিল
উত্তর: D. 19 এপ্রিল.
140. নিচের মধ্যে কে ইতালির ইমোলায় এমিলিয়া রোমাগনা এফ1 গ্র্যান্ড প্রিক্স 2021 জিতেছে?
A. ম্যাক্স ভার্স্টাপেন
B. লুইস হ্যামিল্টন
C. ল্যান্ডো নরিস
D. সেবাস্তিয়ান ভেটেল
উত্তর: A. ম্যাক্স ভার্স্টাপেন
141. RBI দ্বারা DCB ব্যাঙ্কের MD এবং CEO হিসাবে কাকে পুনঃনিযুক্ত করা হয়েছে?
A. বিক্রম সিনহা
B. রঞ্জিত কাপুর
C. রোহান খান্না
D. মুরলী নটরাজন
উত্তর: D. মুরলী নটরাজন
142. নতুন শিশুদের বই “ক্রিসমাস পিগ” এর লেখক কে?
A. রোল্ড ডাহল
B. রাস্কিন বন্ড
C. জর্জ অরওয়েল
D. জে কে রাউলিং
উত্তর: D. জে কে রাউলিং
143. হেনলি পাসপোর্ট সূচক 2021-এ ভারতের র্যাঙ্ক কী ছিল?
A.45 তম
B. 53 তম
C. 71তম
D. 84তম
উত্তর: D. 84তম.
144. গঞ্জাম ভেঙ্কটাসুবিয়াহ সম্প্রতি মারা গেছেন। তিনি একজন __________________ ছিলেন।
A. কার্ডিওলজিস্ট
B. জ্যোতির্পদার্থবিদ
C. লেখক
D. জীবাশ্মবিদ
উত্তর: C. লেখক
145. সুমিত্রা ভাবে, যিনি সম্প্রতি মারা গেছেন একজন/একজন _________________।
A. একজন চিত্রশিল্পী
B. লোকশিল্পী
C. লেখক
D. চলচ্চিত্র পরিচালক
উত্তর: D. চলচ্চিত্র পরিচালক
146. জাতিসংঘ চীনা ভাষা দিবস প্রতি বছর _______ তারিখে বিশ্বব্যাপী পালিত হয়।
A. 21 এপ্রিল
B. 20 এপ্রিল
C. 19 এপ্রিল
D. 18 এপ্রিল
উত্তর: B. 20 এপ্রিল
147. ভারতের প্রথম বিশুদ্ধ সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট কোন রাজ্যে উন্মোচন করা হয়েছে?
A. মহারাষ্ট্র
B. আসাম
C. তেলেঙ্গানা
D. সিকিম
উত্তর: B. আসাম
148. প্রজেক্ট 75 এর অধীনে Scorpene ক্লাসের ষষ্ঠ এবং চূড়ান্ত সাবমেরিনের নাম কি, যা ভারতীয় নৌবাহিনী সম্প্রতি চালু করেছে?
A. করঞ্জ
B. বর্ষা
C. ভগির
D. ভ্যাগশির
উত্তর: D. ভ্যাগশির.
149. বিশ্ব সৃজনশীলতা এবং উদ্ভাবন দিবস 2022 এর থিম কি?
A. সৃজনশীলতা এবং উদ্ভাবন আনুন
B. সমস্যা সমাধানে সৃজনশীলতা এবং উদ্ভাবন
C. টেকসই উন্নয়নের জন্য সৃজনশীল অর্থনীতি উদযাপন করা
D. সহযোগিতা
উত্তর: D. সহযোগিতা
150. কোন রাজ্য/ইউটি একটি অ্যাপ চালু করেছে ‘জন নিগ্রানি’, যা অনলাইনে বিভিন্ন স্কিম সম্পর্কিত তাদের অভিযোগ জানাতে সাহায্য করার উদ্দেশ্যে?
A. লাদাখ
B. মণিপুর
C. দমন ও দিউ
D. জম্মু ও কাশ্মীর
উত্তর: D. জম্মু ও কাশ্মীর
151. আরবিআই এনবিএফসি-এর সামগ্রিক এক্সপোজার সীমাবদ্ধ করেছে যা মূলধন ভিত্তির _____% এ একটি সত্তার দিকে উপরের স্তরে রয়েছে।
A. 5%
B. 10%
C. 15%
D. 20%
উত্তর: D. 20%
152. মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ডস 2022-এ কে মর্যাদাপূর্ণ ‘স্পোর্টস আইকন’ পুরস্কারে ভূষিত হয়েছেন?
A. এমএস ধোনি
B. রোহিত শর্মা
C. বিরাট কোহলি
D. সুরেশ রায়না
উত্তর: D. সুরেশ রায়না
153. কে প্রথম প্যারা-অ্যাথলিট পদ্মভূষণ পুরস্কার লাভ করেন?
A. দেবেন্দ্র ঝাঝারিয়া
B. মারিয়াপ্পান থাঙ্গাভেলু
C. সুমিত আন্তিল
D. বরুণ সিং ভাটি
উত্তর: A. দেবেন্দ্র ঝাঝারিয়া
154. IFR এশিয়া অ্যাওয়ার্ড 2021-এ কোন ব্যাঙ্ক বছরের সেরা ব্যাঙ্ক পুরস্কারে ভূষিত হয়েছে?
A. Bank of America
B. HDFC ব্যাঙ্ক
C. Fedaral Reserved
D. Morgan Stanley
উত্তর: D. Morgan Stanley
155. পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বৈজ্ঞানিক গবেষণার জন্য 31তম জিডি বিড়লা পুরস্কারের জন্য অধ্যাপকের নাম বলুন?
A. এম আর চেন্নাস্বামী
B. নারায়ণ প্রধান
C. প্রত্যুষ শাহ
D. রমনা ব্যানার্জি
উত্তর: B. নারায়ণ প্রধান
156. রিজওয়ানা হাসানকে 2022 সালের জন্য ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ (IWOC) পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। তিনি কোন দেশের একজন পরিবেশ আইনজীবী?
A. ভারত
B. সংযুক্ত আরব আমিরাত
C. বাংলাদেশ
D. ইংল্যান্ড
উত্তর: C. বাংলাদেশ
157. কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী, গিরিরাজ সিং কোন ব্যাঙ্ককে স্ব-সহায়ক গোষ্ঠী ব্যাঙ্ক লিঙ্কেজে সেরা পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ “FY 2020-21 এর জন্য অসামান্য পারফরম্যান্সের জন্য জাতীয় পুরস্কার” দিয়ে সম্মানিত করেছেন?
A. Jammu Kashmir Bank
B. Punjab National Bank
C. IndusInd Bank
D. Kannada Bank
উত্তর: A. Jammu Kashmir Bank
158. জাতিসংঘের ইংরেজি ভাষা দিবস এবং জাতিসংঘের স্প্যানিশ ভাষা দিবস প্রতি বছর _________ তারিখে পালন করা হয়।
A. 21 এপ্রিল
B. 22 এপ্রিল
C. 23 এপ্রিল
D. 24 এপ্রিল
উত্তর: C. 23 এপ্রিল
159. গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইনডেক্স 2021-এ ভারতের স্থান কী ছিল?
A. 68
B. 84
C. 87
D. 95
উত্তর: C. 87
160. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) কর্তৃক প্রকাশিত গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইনডেক্স (ETI) 2021-এ কোন দেশ শীর্ষে রয়েছে?
A. সুইডেন
B. নরওয়ে
C. ডেনমার্ক
D. সুইজারল্যান্ড
উত্তর: A. সুইডেন
161. পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত ভারতীয় ইসলামিক পণ্ডিত এবং শান্তি কর্মী, যিনি সম্প্রতি মারা গেছেন তার নাম বলুন।
A. মীর জাফরুল্লাহ খান জামালী
B. মাওলানা ওয়াহিদউদ্দিন খান
C. দার ইয়াসিন
D. মুখতার খান
উত্তর: B. মাওলানা ওয়াহিদউদ্দিন খান
162. প্রতি বছর জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস _______________ তারিখে পালিত হয়।
A. 22 এপ্রিল
B. 23 এপ্রিল
C. 24 এপ্রিল
D. 25 এপ্রিল
উত্তর: C. 24 এপ্রিল
163. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) গবেষণা অনুসারে, FY22-এর জন্য ভারতের প্রত্যাশিত বৃদ্ধির হার কত?
A. 8.5%
B. 9.9%
C. 10.4%
D. 10.9%
উত্তর: C. 10.4%
164. HDFC ব্যাঙ্কের খণ্ডকালীন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?
A. রমেশ ত্রিপাঠী
B. অতনু চক্রবর্তী
C. শচীন বানসাল
D. রোহিত ভার্মা
উত্তর: B. অতনু চক্রবর্তী
165. বিশ্ব ভেটেরিনারি দিবস কোন তারিখে পালিত হয়?
A. এপ্রিলের চতুর্থ শনিবার
B. 23 এপ্রিল
C. 24 এপ্রিল
D. এপ্রিলের চতুর্থ রবিবার
উত্তর: A. এপ্রিলের চতুর্থ শনিবার
166. সম্প্রতি মারা গেছেন অমিত মিস্ত্রি। তিনি একজন _______________ ছিলেন।
A. একজন রাজনীতিবিদ
B. অভিনেতা
C. মুক্তিযোদ্ধা
D. ফুটবলার
উত্তর: B. অভিনেতা
167. নিচের মধ্যে কে কূটনৈতিক মিশন গ্লোবাল পিস দ্বারা নেলসন ম্যান্ডেলা বিশ্ব মানবিক পুরস্কার 2021 জিতেছে?
A. সোনিয়া কুমার
B. প্রীতি ঠাকুর
C. রশ্মি শর্মা
D. রুমানা সিনহা সেহগাল
উত্তর: D. রুমানা সিনহা সেহগাল
168. সম্প্রতি ভারতের সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার হিসেবে শপথ নিয়েছেন এমন ব্যক্তির নাম বলুন।
A. এ পি মহেশ্বরী
B. রাজেশ রঞ্জন
C. সুরজিত সিং দেশওয়াল
D. সঞ্জয় কোঠারি
উত্তর: D. সঞ্জয় কোঠারি
169. যে ব্যাঙ্কে সিঙ্গাপুরের ক্যালাডিয়াম ইনভেস্টমেন্ট তার শেয়ার 1.1% বাড়িয়ে 3.39% থেকে 4.49% করেছে তার নাম বলুন৷
A. বন্ধন ব্যাঙ্ক
B. ব্যাঙ্ক অফ বরোদা
C. ইন্ডিয়ান ব্যাঙ্ক
D. সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
উত্তর: A. বন্ধন ব্যাঙ্ক
170. ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA) COVID-19 রোগীদের চিকিত্সার জন্য VITAL নামে একটি উচ্চ-চাপ ভেন্টিলেটর তৈরি করেছে। VITAL মানে?
A. ভেন্টিলেটর হস্তক্ষেপ প্রযুক্তি স্থানীয়ভাবে সাশ্রয়ী
B. ভেন্টিলেটর উদ্ভাবন প্রযুক্তি স্থানীয়ভাবে অ্যাক্সেসযোগ্য
C. ভেন্টিলেটর হস্তক্ষেপ প্রযুক্তি স্থানীয়ভাবে অ্যাক্সেসযোগ্য
D. ভেন্টিলেটর উদ্ভাবন প্রযুক্তি স্থানীয়ভাবে অ্যাক্সেসযোগ্য
উত্তর: C. ভেন্টিলেটর হস্তক্ষেপ প্রযুক্তি স্থানীয়ভাবে অ্যাক্সেসযোগ্য
171. কোন রাজ্য সরকার সম্প্রতি থৌবলের খংজোম ওয়ার মেমোরিয়াল কমপ্লেক্সে “খংজোম দিবস” উদযাপন করেছে।
A. নাগাল্যান্ড
B. মণিপুর
C. ত্রিপুরা
D. আসাম
উত্তর: B. মণিপুর
172. জাতিসংঘে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধি ও প্রতিনিধিদের ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর বিশ্বব্যাপী কোন দিন আন্তর্জাতিক প্রতিনিধি দিবস পালন করা হয়?
A. 25 এপ্রিল
B. 28 এপ্রিল
C. 27 এপ্রিল
D. 26 এপ্রিল
উত্তর: A. 25 এপ্রিল
173. ‘ভারুন-2021’ কোন দেশের নৌবাহিনীর সাথে ভারতীয় নৌবাহিনীর মধ্যে পরিচালিত দ্বিপাক্ষিক নৌবাহিনীর অনুশীলনের 19তম সংস্করণ?
A. ফ্রান্স
B. রাশিয়া
C. সিঙ্গাপুর
D. শ্রীলঙ্কা
উত্তর: A. ফ্রান্স
174. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 24 এপ্রিল, 2021-এ সারা দেশে গ্রামীণ জনগণের জন্য ই-প্রপার্টি কার্ড বিতরণের জন্য একটি স্কিম চালু করেছেন৷ স্কিমের নাম দিন৷
A. কৌশল
B. আদর্শ গ্রাম
C. সমৃদ্ধি
D. স্বামিত্বা
উত্তর: D. স্বামিত্বা
175. বছরের কোন দিনটিকে বিশ্ব ম্যালেরিয়া দিবস (WMD) হিসেবে স্মরণ করা হয়?
A. 23 এপ্রিল
B. 24 এপ্রিল
C. 25 এপ্রিল
D. 26 এপ্রিল
উত্তর: C. 25 এপ্রিল
176. বিচারপতি নুথালাপতি ভেঙ্কটা রমনা সম্প্রতি ভারতের ___________ প্রধান বিচারপতি (CJI) হিসেবে শপথ নিয়েছেন।
A. 40
B. 36
C. 52
D. 48
উত্তর: D. 48
177. বিশ্ব ম্যালেরিয়া দিবস 2021 এর থিম কি?
A. শূন্য ম্যালেরিয়া লক্ষ্যে পৌঁছানো
B. জিরো ম্যালেরিয়া আমার সাথে শুরু হয়
C. ম্যালেরিয়াকে হারানোর জন্য প্রস্তুত
D. ভবিষ্যতে বিনিয়োগ করুন: ম্যালেরিয়াকে পরাজিত করুন
উত্তর: A. শূন্য ম্যালেরিয়া লক্ষ্যে পৌঁছানো
178. কোন দেশ 21 তম ওয়ার্ল্ড কংগ্রেস অফ অ্যাকাউন্ট্যান্টস (WCOA) 2022 হোস্ট করবে?
A. ব্রাজিল
B. রাশিয়া
C. ভারত
D. চীন
উত্তর: D. চীন
179. রবার্ট গোলব কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন?
A. সোমালিয়া
B. ডেনমার্ক
C. সুইডেন
D. স্লোভেনিয়া
উত্তর: D. স্লোভেনিয়া
180. নিচের মধ্যে কাকে কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে?
A. কমলেশ নীলকান্ত ব্যাস
B. ববিতা সিং
C.কিশোর কুমার দাস
D. বিবেক লাল
উত্তর: C.কিশোর কুমার দাস
181. কোন গ্রামটি সম্পূর্ণরূপে সৌরশক্তি দ্বারা চালিত দেশের প্রথম কার্বন নিরপেক্ষ পঞ্চায়েত হয়েছে?
A. জেরি হ্যামলেট, রিয়াসি জেলা, জম্মু ও কাশ্মীর
B. কুম্বলাঙ্গি গ্রাম, এর্নাকুলাম জেলা, কেরালা
C. কাচাই গ্রাম, উখরুল জেলা, মনিপুর
D. পল্লী গ্রাম, সাম্বা জেলা, জম্মু
উত্তর: D. পল্লী গ্রাম, সাম্বা জেলা, জম্মু
182. কোন দেশের সাথে, কেরালা সরকার ‘কসমস মালাবারিকাস প্রজেক্ট’-এর জন্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে?
A. অস্ট্রেলিয়া
B. মার্কিন যুক্তরাষ্ট্র
C. কানাডা
D. নেদারল্যান্ডস
উত্তর: D. নেদারল্যান্ডস
183. নিচের মধ্যে কাকে 2022 সালের লরিয়াস স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার নির্বাচিত করা হয়েছে?
A. মার্সেল আলিঙ্গন
B. ম্যাক্স ভার্স্টাপেন
C. রাফায়েল নাদাল
D. রবার্ট লেভান্ডোস্কি
উত্তর: B. ম্যাক্স ভার্স্টাপেন
184. নিচের কোনটি নারী পরিবর্তনকারীদের ভূমিকা তুলে ধরে ছোট ভিডিও তৈরি করতে I&B মন্ত্রকের সাথে অংশীদারিত্ব করেছে?
A. SonyLIV
B. Disney plus Hotstar
C. Netflix
D. Amazon Prime Video
উত্তর: C. Netflix
185. _______ কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য বার্ষিক বিশ্ব দিবস বিশ্বব্যাপী পেশাগত দুর্ঘটনা এবং রোগ প্রতিরোধের প্রচার করে।
A. 28 এপ্রিল
B. 27 এপ্রিল
D. 26 এপ্রিল
E. 25 এপ্রিল
উত্তর: A. 28 এপ্রিল
186. কোন কোম্পানি SBI কার্ডের ডিজিটাল রূপান্তরকে শক্তিশালী করতে SBI কার্ড এবং পেমেন্ট সার্ভিসেস লিমিটেডের সাথে তার কৌশলগত অংশীদারিত্ব প্রসারিত করেছে?
A. ইনফোসিস
B. জ্ঞানী
C. অ্যাকসেঞ্চার
D. টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)
উত্তর: D. টাটা কনসালটেন্সি সার্ভিসেস
187. ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজ (ন্যাসকম)-এর নতুন চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
A. রেখা এম.মেনন
B. দেবযানী ঘোষ
C. দিব্য সূর্যদেবরা
D. কৃষ্ণান রামানুজাম
উত্তর: D. কৃষ্ণান রামানুজাম
188. প্রতিটি গ্রামে পাঠাগার সহ দেশের প্রথম জেলা হয়েছে কোন জেলা?
A. রিয়াসি জেলা, জম্মু ও কাশ্মীর
B. জামতারা জেলা, ঝাড়খণ্ড
C. এরনাকুলাম জেলা, কেরালা
D. সাম্বা জেলা, জম্মু
উত্তর: B. জামতারা জেলা, ঝাড়খণ্ড
Download April Current Affairs PDF
PDF Download করতে নীচের বাটনে ক্লিক করুন ।
আশা করি আমাদের দ্বারা প্রকাশিত সাপ্তাহিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali) আপনাদের ভালো লেগেছে | ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা | আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB
আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram