নমস্কার, প্রিয় বন্ধুগণ,
আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি ছত্তিশগড়ের ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে| এই প্রশ্নগুলি যেকোনো চাকরির পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ|
1. ছত্তিশগড়ের আয়তন কত ?
উত্তরঃ ১,৩৬,০৩৪ বর্গকিমি।
2. ছত্তিশগড়ের রাজধানী কোথায় ?
উত্তরঃ রায়পুর।
3. ছত্তিশগড়ের হাইকোর্ট কোথায় অবস্থিত ?
উত্তরঃ ছত্তিশগড়।
4. ছত্তিশগড়ের রাজ্যসভার সদস্য সংখ্যা কত ?
উত্তরঃ ৫
5. ছত্তিশগড়ের বিধানসভার কেন্দ্রের সংখ্যা কয়টি ?
উত্তরঃ ৯০
6. ছত্তিশগড়ের নদনদী কি কি ?
উত্তরঃ মহানদী, সবারি, ইন্দ্রবতী, শোন।
7. ছত্তিশগড়ের প্রধান শস্য কি ?
উত্তরঃ ধান,গম,মেজ, তৈলবীজ।
8. ছত্তিশগড়ের প্রধান খনিজদ্রব্য কি কি ?
উত্তরঃ লৌহ আকরিক, চুনাপাথর, ডলোমাইট, কয়লা, বক্সাইট, হিরা।
9. ছত্তিশগড়ের প্রধান শিল্প কি কি ?
উত্তরঃ স্টীল প্লান্ট, সিমেন্ট, রাইস মিল।
10. ছত্তিশগড়ের বিমানবন্দর কোথায় অবস্থিত ?
উত্তরঃ রায়পুর।
11. ছত্তিশগড়ের আইনসভা কিরূপ ?
উত্তরঃ দ্বিকক্ষ বিশিষ্ট।
12. ছত্তিশগড়ের লোকসভা কেন্দ্রের সংখ্যা কত ?
উত্তরঃ ১১
13. ছত্তিশগড়ের প্রধান ভাষা কি ?
উত্তরঃ হিন্দি।