Case study of Tripura
ত্রিপুরা রাজ্যের সার্বিক বিশ্লেষণ
উত্তরপূর্ব ভারতের অন্যতম আকর্ষণ হল ত্রিপুরা। আজ আমরা ত্রিপুরা রাজ্য সম্বন্ধে কিছু অজানা তথ্য জানবো।
ইতিহাস: ১লা নভেম্বর ১৯৫৬ সালে ত্রিপুরাকে Union Territory ঘোষণা করা হয়। এরপর ২১ এ জানুয়ারি, ১৯৭২ সালে ত্রিপুরাকে রাজ্য স্বীকৃতি দেওয়া হয়। ত্রিপুরার শেষ মহারাজার নাম বিক্রম কিশোর মানিক্য।
জেলা: ত্রিপুরার সর্বমোট জেলা সংখ্যা ৮
রাজধানী: আগরতলা
গভর্ণর: রমেশ বাইস
মুখ্য মন্ত্রী: বিপ্লব কুমার দেব
হাই কোর্ট: ত্রিপুরা হাই কোর্ট
মুখ্য বিচারপতি: অকিল আব্দুলহামিদ কুরেশি
বিধানসভা সদস্য সংখ্যা: ৬০
লোকসভা সিট: ২
রাজ্যসভা সিট: ১
প্রতিবেশী দেশ: বাংলাদেশ
প্রতিবেশী রাজ্য: আসাম,মিজোরাম
প্রধান জাতীয় সড়ক: NH 44
রাজ্যের প্রধান পশু: Phayre’s leaf monkey
রাজ্যের প্রধান পাখি: Green imperial pigeon
রাজ্যের প্রধান ফুল: Indian rose chestnut
রাজ্যের প্রধান গাছ: Agarwood
ভৌগোলিক অবস্থান:
১। এটি ভারতের তৃতীয় সর্ব ক্ষুদ্র রাজ্য। ত্রিপুরার পেছনে রয়েছে: গোয়া, সিকিম।
২। ত্রিপুরার মধ্যাংশ ও উত্তরভাগ মূলত পাহাড়ি অঞ্চল।(ধর্মনগর,কালিয়াশহর, কামলপুর, খোয়াল)
৩। রাজ্যের সর্ববৃহৎ নদী: গুমতি
৪। বেটেলিং শিব এই রাজ্যের সর্বোচ্চ বিন্দু।
৫। এই রাজ্যের প্রধান ড্যাম “গুমতি ড্যাম”
রাজনৈতিক তথ্য:
১৮ ফেব্রুয়ারি, ২০১৮-তে হওয়া বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বিপুল ভোট নির্বাচিত হন। তিন এখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
অজানা তথ্য:
১। এই রাজ্যের পুরোনো নাম: কিরাট দেশ
২। ২০১২-তে ত্রিপুরার জেলা সংখ্যা ৪ থেকে বাড়িয়ে ৮ করা হয়।
৩। ধলাই এই রাজ্যের সর্ববৃহৎ জেলা। জনসংখ্যার বিচারে সিপাহীজলা এই রাজ্যের সর্বাধিক জনসংখ্যাপূর্ণ রাজ্য।
৪। NH-8 এই রোড আসাম রোড নামেও পরিচিত। এটিকে ত্রিপুরার প্রাণবিন্দু বলা যেতে পারে।
৫। উপজাতি সমূহ: চাকমা, হালাম, গারো, লুসাই, মারমা।
৬। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে সার্ভিস এখানকার জাতীয় রেল পরিষেবার সাথে যুক্ত।
৭। ত্রিপুরাতে বাঁশের অত্যাধিক ব্যবহারের জন্য এই রাজ্যকে Home of Bamboo বলা হয়।
৮। এই রাজ্যের literacy rate ৮৭.৭৫।(ভারতে চতুর্থ)
বিমান বন্দর: মহারাজা বীর বিক্রম বিমানবন্দর এই রাজ্যের প্রধান বিমান বন্দর।
প্রধান উৎসব: খার্চি পূজা, গাড়িয়াম গঙ্গা পূজা।
প্রধান নৃত্য: গড়িয়া, ঝুম, মামীটা, মোসাক সুলমানি, হোজাগিরি, বিজহু ইত্যাদি।
গরুত্বপূর্ণ জাতীয় উদ্যান: রাজবাড়ী জাতীয় উদ্যান, গুমতি জাতীয় উদ্যান, ক্লাউডেড লেপার্ড জাতীয় উদ্যান, রোয়া জাতীয় উদ্যান।
GI ট্যাগ: ত্রিপুরার আনারস
টুরিস্ট স্পট: বিজয় সাগর, উজ্জয়ন্ত প্রাসাদ, নীর মহল, উনাকটি পাহাড়।
Tags: case study of tripura, tripura a state history in bengali, tripura tourist place, tripura national food, tripura national bird, tripura competitive exams, tripura related gk, tripura related gk questions, ত্রিপুরার ইতিহাস, ত্রিপুরার প্রধান নদী, ত্রিপুরার প্রধান টুরিস্ট স্পট, ত্রিপুরা ইতিহাস, wbcs geography gk, wbssc geography gk, wbpsc geography gk, wbps geography gk, geography of india, wb food SI geography gk, WBP Constable geography gk, West Bengal Police Constable Preliminary Gk, Food Inspector geography gk,