Case study of Odisha| | ওড়িশার সার্বিক বিশ্লেষণ | Geography Gk

Odisha state history in Bengali

ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য Odisha একটি সমুদ্র নিকটবর্তী এলাকা।আজ আমরা এই রাজ্যের সম্বন্ধে বিস্তারিত জানবো। ১৯৩৬ সালে Odisha-কে  রাজ্য স্বীকৃতি দেওয়া হয়।প্রথমে এটি অবিভক্ত বাংলার অংশ ছিল।পয়লা এপ্রিল উৎকল দিবস হিসেবে পালিত হয়।

তথ্য সম্ভার:

(a) ক্ষেত্রফলের নিরিখে স্থান: অষ্টম

(b) জনসংখ্যার নিরিখে স্থান: একাদশতম

(c) জনসংখ্যা: ৫ কোটি প্রায়

(d) প্রতিবেশী রাজ্য: অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ছত্তিশগড়

(e) ডাক নাম বা সুপরিচিত নাম: উৎকল( জাতীয় সঙ্গীতে এই শব্দের উল্লেখ পাওয়া যায়)

(f) মুখ্য মন্ত্রী: Naveen Patnaik

(g) ভাষা: ওড়িয়া

(h) রাজধানী: ভুবেনেস্বর

(i) পূর্ব রাজধানী: কটক

(j) অর্থনীতি: প্রতিবছর প্রায় ৫.৫ লক্ষ টাকার বাণিজ্য হয়ে থাকে এই রাজ্যে।( ভারতে স্থান : ১৬ তম)

(k) Human Development Index: ৩২ তম (২০২১ সাল পর্যন্ত)

(l) জেলার সংখ্যা: ৩০

(m) Governor: Ganeshi Lal

(n) রাজ্যের প্রধান পশু (State Animal of Odisha): সাম্ভার (Sambhar)

(o) রাজ্যের প্রধান পাখি (State Bird of Odisha): Indian Roller

(p) রাজ্যের প্রধান মাছ (State Fish of Odisha): Mahanadi Mahseer

(q) রাজ্যের প্রধান ফুল (State Flower of Odisha): Ashoka

(r) রাজ্যের প্রধান গাছ (State Tree of Odisha): Sacred Fig

(s) রাজ্যের প্রধান খাদ্য (State Food of Odisha): Pakhala

(t) রাজ্যের প্রধান মিষ্টি  (State sweet of Odisha): Rasagolla

(u) প্রাকৃতিক তথ্য:

১. এই রাজ্যে ৪৫০ কিমি সমুদ্র উপকূল দেখা যায়।

২. ৩৩% বন জঙ্গলে ঢাকা।

(v) গুরুত্বপূর্ণ নদী/প্রধান নদী:

১. মহানদী

২. ব্রাহ্মণী

৩. বৈতরণী

৪. সুবর্ণরেখা

৫. ঋষিকূল্য

(w) গুরুত্বপূর্ণ পর্যটন স্থান: 

১. পুরী

২. কোনার্ক

৩. চিল্কা হ্রদ

৪. জগন্নাথ মন্দির

৫. লিঙ্গরাজা মন্দির

৬. উদয়গিরি ও খান্দাগিরি গুহা

৭.গোল্ডেন বিচ

(x) শিল্প, ভাস্কর্য , স্যান্ড আর্ট:

১. পুরিতে সৃষ্টি হওয়া এই শিল্প Sand Sculpture নামেও পরিচিত।

২. কবি বালারাম দাস একজন প্রখ্যাত স্যান্ড আর্টিস্ট ছিলেন। এছাড়া বর্তমানে সুদর্শন পটনায়ক একজন প্রথিতযশা শিল্পী।

(y) আবিষ্কার:

১. ভারতের অন্যতম প্রধান মিষ্টি রসগোল্লা ওডিশার আবিষ্কার। সালেপুর রসগোল্লা এই রাজ্যের একটি বিখ্যাত খাবার।

২. ক্ষীর ২০০০ বছর আগে ওড়িশাতে প্রথম তৈরী হয়েছিল।

(z) জনসংখ্যা ও ধর্ম:

১. রাজ্যের সর্বাধিক সংখ্যায় রয়েছে হিন্দু ধর্মালম্বীরা (৯৩.৬৩%)

২. এছাড়া রয়েছে ক্রিস্টান ও মুসলিম ধর্মালম্বীরা।

প্রধান সমস্যা: 

১. শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়নি

২. বেকারত্ব এই রাজ্যের অন্যতম সমস্যা

৩. জনসংখ্যার ২২% ST উপজাতির অধীনে, Tribal Development এ রাজ্য পিছিয়ে পড়েছে।

আশা করি আমাদের দ্বারা প্রকাশিত সাপ্তাহিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali) আপনাদের ভালো লেগেছে | ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা | 

আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |

আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB

আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram

Tags: case study of odisha, odisha state history in Bengali, odisha tourist place, odisha national food, odisha national bird, odisha competitive exams, odisha related gk, odisha related gk questions, ওডিশার ইতিহাস, ওডিশার প্রধান নদী, ওডিশার প্রধান টুরিস্ট স্পট, ওডিশার ইতিহাস , wbcs geography gk,  wbssc geography gk, wbpsc geography gk, wbps geography gk, geography of india, wb food SI geography gk, WBP Constable geography gk, West Bengal Police Constable Preliminary Gk, Food Inspector geography gk, 

Check Also

ভারতের অঙ্গরাজ্য সমূহ : উত্তরাখণ্ড । Geography Gk । Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ,  আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি  গুরুত্বপূর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *