august-weekly-gk

Weekly Current Affairs in Bengali | August 2nd Week | সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা | EshoSeekhi.COM

নমস্কার, প্রিয় বন্ধুগণ, 

আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের অর্থাৎ 8 থেকে 14ই আগস্টের মধ্যে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে | নিচে তারিখ অনুযায়ী এই সপ্তাহের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হলো |

Bengali Weekly Current Affairs August 2021

8th to 14th AUGUST

WEEKLY GK in Bengali

8 & 9 AUGUST

১। কেন্দ্রীয় সামাজিক বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রী ড: বীরেন্দ্র কুমার “PM-DAKSH” নামক একটি পোর্টাল এবং মোবাইল অ্যাপ চালু করেছেন।

যেটি স্কিল ডেভেলপমেন্ট স্কিম গুলিকে টার্গেট গ্রুপ এর কাছে অ্যাক্সেসযোগ্য করতে পারবে।

২। ভারতীয় রেলওয়ে “রেল মাদাদ” চালু করেছে, যেখানে অনেকগুলি বিদ্যমান হেলপ্লাইনকে একত্রিত করা হয়েছে যেটি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হবে।

৩। হরিয়ানা সরকার ‘Walmart Vriddhi’ এবং ‘Haqdarshak‘ এর সাথে MoU স্বাক্ষর করেছেন, ভারতীয় MSME পণ্যের আন্তর্জাতিক বাজারে বিক্রির পথ প্রশস্ত করার জন্য।

৪। হোম ইন্টেরিয়র ব্র্যান্ড HomeLane মহেন্দ্র সিং ধোনিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং তিন বছরের ইকুইটি পার্টনার করেছে।

৫। NEP-2020 বাস্তবায়নের আদেশ জারি করা প্রথম রাজ্য হল কর্ণাটক।

৬। সারা দেশজুড়ে ভারতছাড়ো আন্দোলনের 79 তম বার্ষিকী পালিত হচ্ছে 8 ই আগস্ট 2021।

1942 সালে 8 ই আগস্ট মহাত্মা গান্ধীর ব্রিটিশ শাসনের অবসানের জন্য একটি স্পষ্ট আহ্বান জানিয়েছিলেন এবং মুম্বাইয়ে সর্বভারতীয় কংগ্রেস কমিউনিটি অধিবেশনে ভারতছাড়ো আন্দোলন শুরু করেছিলেন।

৭। ভারতীয় নৌ বাহিনী এবং সংযুক্ত আরব আমিরশাহী 7 ই আগস্ট,2021 তারিখে আবুধাবি উপকূলে দ্বিপাক্ষিক নৌ-মহড়া ‘জায়েদ তালওয়ার 2021‘ পরিচালনা করেছেন।

৮। ভারত সরকার মন্ত্রি   সভার নিয়োগ কমিটি, মন্ত্রিপরিষদ সচিব হিসাবে রাজীব গৌরব কাজের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করেছে।

৯। নাগাসাকি দিবস : 9 ই আগস্ট

জাপানের প্রতিবছর 9 আগস্ট নাগাসাকি দিবস হিসেবে পালন করা হয়।

১০। আদিবাসী আন্তর্জাতিক দিবস: 9 ই আগস্ট

জাতিসংঘ প্রতিবছর 9 ই  আগস্ট বিশ্বব্যাপী আদিবাসীদের আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করে।

১১। জেমস অ্যান্ডারসন টেস্ট ক্রিকেটে অনিল কুম্বলের 619 টি টেস্ট উইকেট এর সংখ্যাকে পিছনে ফেলে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেছেন। তার বর্তমান উইকেট সংখ্যা 621

১২। প্রবীণ অভিনেতা অনুপম শ্যাম প্রয়াত হলেন।

দিল সে, সত্য, লাগান, ইত্যাদি চলচ্চিত্রতে অভিনয় করেছেন।

১৩। প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি “The Year That Wasn’t- The Dairy of a 14-Year-Old” নামক একটি বই প্রকাশিত করেছেন।

১৪। কেরালার বিখ্যাত ভাস্কর, কার্টুনিন্স, লোকশিল্পী পি.এস. ব্যানার্জি প্রয়াত হলেন।

১৫। টোকিও অলিম্পিক 2020: সমাপ্তি।

8 ই আগস্ট, 2021 এ টোকিও অলিম্পিক 2020 এর সমাপ্তি ঘটে। এই আন্তর্জাতিক multi-sport এভেন্টস জাপানের টোকিওতে 23 এ জুলাই থেকে 8 ই আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়।

পদক তালিকা:

113 টি পদক নিয়ে সামগ্রিক পদক তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে 39 টি স্বর্ণ, 41 টি রৌপ্য এবং 33 টি ব্রোঞ্জ পদক রয়েছে।

ভারতীয় দল 1 টি স্বর্ণ, 2 টি রৌপ্য এবং 4 টি ব্রোঞ্জ পদক নিয়ে মোট 7 টি পদক জিততে সক্ষম হয়েছিল। 86 টি দেশের মধ্যে পদক তালিকায় ভারত 48 তম অবস্থানে রয়েছে।

 

পদক তালিকায় শীর্ষ পাঁচটি দেশ:

  1. মার্কিন যুক্তরাষ্ট্র: 113 (স্বর্ণ: 39, রৌপ্য: 41, ব্রোঞ্জ: 33)
  2. চীন: 88 (স্বর্ণ: 38, রৌপ্য: 32, ব্রোঞ্জ: 18)
  3. জাপান: 58 (স্বর্ণ: 27, রৌপ্য: 14, ব্রোঞ্জ: 17)
  4. গ্রেট ব্রিটেন: 65 (স্বর্ণ: 22, রৌপ্য: 21, ব্রোঞ্জ: 22)
  5. ROC (রাশিয়ান অলিম্পিক কমিটি): 71 (স্বর্ণ: 20, রৌপ্য: 28, ব্রোঞ্জ: 23)

 

2020 টোকিও অলিম্পিকে ভারত

টোকিও গেমস 2020-তে ভারত তার সর্বকালের সেরা অলিম্পিক পদক ট্যালি দিয়ে শেষ করেছে, যা 2012 সালের লন্ডন অলিম্পিকের পদক তালিকার রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

এমসি মেরি কম এবং পুরুষদের হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং, উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের জন্য পতাকা বহনকারী ছিলেন।

সমাপ্তি অনুষ্ঠানের পতাকা বহনকারী ছিলেন ব্রোঞ্জ-পদকপ্রাপ্ত বজরং পুনিয়া ।

ভারতীয় পদক বিজয়ীদের তালিকা: 

সোনা

  • পুরুষদের জ্যাভলিন থ্রো: নীরজ চোপড়া

রূপা

  • মহিলাদের 49 কেজি ওয়েট-লিফটিং : মীরাবাই চানু
  • পুরুষদের ফ্রিস্টাইল 57 কেজি রেসলিং: রবি দহিয়া

ব্রোঞ্জ

  • মহিলাদের ওয়েলটারওয়েট বক্সিং: লভলিনা বোরগোহেন
  • মহিলা সিঙ্গেলস ব্যাডমিন্টন: পিভি সিন্ধু
  • পুরুষদের 65 কেজি ফ্রিস্টাইল রেসলিং: বজরং পুনিয়া
  • পুরুষদের হকি: ভারত পুরুষদের হকি দল ।

10 AUGUST

১। 10 ই আগস্ট: বিশ্ব জৈব জ্বালানি দিবস।

প্রতিবছর 10 ই আগস্ট বিশ্ব জ্বালানি দিবস হিসেবে পালিত হয়।

২। 10 ই আগস্ট: বিশ্ব সিংহ দিবস।

বিশ্ব শিশু দিবস প্রতিবছর 10 ই আগস্ট বিশ্বব্যাপী পালিত হয়।

৩। অলিম্পিকে স্বর্ণপদক প্রাপ্ত নীরাজ চোপরাকে সম্মান জানানোর জন্য, ভারতীয় অ্যাথলেটিক ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছেন যে, প্রতিবছর 7 ই আগস্ট জ্যাভলিন থ্রো দিবস হিসেবে পালিত হবে।

৪। ভারত-চীন LAC ইন্দো-তিব্বতী সীমান্ত পুলিশ (ITBP) বাহিনী প্রথমবার যুদ্ধে দুই মহিলা অফিসার কে অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়েছে।

৫। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ই-নগর মোবাইল অ্যাপ এবং পোর্টাল চালু করেছেন।

এই ই-নগর দশটি মডিউল জুড়ে 52 টি পরিষেবা প্রদান করবে।

৬। ভারত অবশেষে তার সর্বাধিক উন্নত জিও ইমেজিং স্যাটেলাইট (GiSAT-1) লঞ্চ করতে চলেছে।

একটি চার-পাঁচবার ইমেজিং করে পাকিস্তান ও চীনের সীমানা সহ উপমহাদেশের আরো ভালো পর্যবেক্ষণ করতে সাহায্য করবে।

৭। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) চলমান মহারাষ্ট্র গ্রামীণ সংযোগ উন্নতি প্রকল্পের জন্য গ্রামের রাস্তাঘাট উন্নত করার উদ্দেশ্যে এবং দূরস্থ অঞ্চলগুলিতে বাজারের সাথে সংযুক্ত করার জন্য অতিরিক্ত অর্থ হিসেবে 300 মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে।

৮। ভারত সরকার জাতীয় মহিলা কমিশনের (NCW) চেয়ারম্যান হিসাবে রেখা শর্মাকে তিন বছরের মেয়াদ বৃদ্ধির অনুমতি দিয়েছে।

৯। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (UNSC) প্রকাশ্য ডিবেটের সভাপতিত্ব করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১০। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) এর মিনিস্টার অফ জাস্টিস এর অষ্টম সভায় অংশগ্রহণ করলেন।

১১। ইন্টারন্যাশনাল আর্মি গেমস, 2021 এর 7 ম সংস্করণ রাশিয়ায় 22 এ আগস্ট থেকে 4 ই সেপ্টেম্বর 2001 উস পর্যন্ত অনুষ্ঠিত হবে, এখানে ভারতীয় সেনাবাহিনীর একটি দল অংশগ্রহণ করবে।

 

11 AUGUST

১। লন্ডনে কমনওয়েলথ সচিবালয় কর্তৃক প্রকাশিত “নতুন বিশ্বব্যাপী যুব উন্নয়ন সূচকে” ভারত 122 তম স্থানে অবস্থিত।

২। 11,000 কোটি টাকার ন্যাশনাল এডিবল অয়েল মিশন-অয়েল পাম (NMEO-OP) ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৩। দক্ষিণ আফ্রিকা DABUS নামক একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবস্থাকে “ফ্যাকাল্টি নীতির উপর ভিত্তি করে খাদ্য ধারক” সম্পর্কিত একটি পেটেন্ট প্রদান করেছে।

৪। ভারত এই বছর 20 ই অক্টোবর থেকে দেশে প্রথম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের আয়োজন করবে।

৫। মহারাষ্ট্র সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম অনুসারে একটি নতুন পুরস্কারের ঘোষণা করেছেন,  তথ্য ও প্রযুক্তি (IT) খাতে অসাধারণ পারফরম্যান্সের জন্য।

৬। অর্থ মন্ত্রণালয় রাজ্যসভা কে জানিয়েছে যে, 5.82 কটি জন ধন (PMJDY) অ্যাকাউন্ট নিষ্ক্রিয় রয়েছে। এটি মোট একাউন্টের 14%।

৭।  মহাম্মদ মখবার ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছে।

ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আমেরিকা যুক্তরাষ্ট্রের অনুমোদিত একটি শক্তিশালী রাষ্ট্রায়ত্ত ফাউন্ডেশন এর চেয়ারম্যান কে দেশের প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছেন।

৮। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) জানিয়েছে 1 লা অক্টোবর থেকে এটিএম এর নগদ টাকা ফুরিয়ে গেলে ব্যাঙ্কগুলিতে আর্থিক জরিমানা আরোপ করবে।

৯। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( RBI) ডিজিটাল ব্যাংকিং সম্পর্কিত জালিয়াতি বিরুদ্ধে মানুষকে সতর্ক করতে একটি নতুন জনসচেতনতামূলক অভিযান শুরু করেছে।

এই নতুন প্রচার অভিযানের জন্য RBI অলিম্পিকে স্বর্ণপদক প্রাপ্ত নীরাজ চোপড়াকে দলে সামিল করেছে।

১০। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলাপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SIDBI) স্বল্পআয়ের মানুষদের লোন প্রদানের সুবিধার্থে একটি অ্যাপ ভিত্তিক ‘ডিজিটাল প্রয়াস‘ চালু করেছে।

১১। ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI), দীনদয়াল অন্ত্যদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন (DAY-NRLM) এর অধীনে স্বনির্ভর গোষ্ঠী গুলিতে জামানত বিহীন 10 লক্ষ থেকে বাড়িয়ে 20 লক্ষ টাকা করেছে।

১২। জনপ্রিয় মালায়ালাম চলচ্চিত্র এবংটেলিভিশন অভিনেত্রী সরন্য সসি কোভিড-19 এ আক্রান্ত হয়ে প্রয়াত হলেন।

১৩। বীর যোদ্ধা কমোডর কাসারগোড় পাটনা শেট্টি গোপাল রাও (1971 যুদ্ধের বীর এবং মহাবীর চক্র প্রাপক) প্রয়াত  হলেন।

১৪। বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসক আচার্য বালাজি তাম্বে প্রয়াত হলেন।

তিনি একজন সুপরিচিত আধ্যাত্বিক নেতার পাশাপাশি একজন বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন।

১৫। ট্রাইবাল কো-অপারেটিভ মার্কেটিং ডেভলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড 34 তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে বন্ধন যোজনার আওতায় নাগাল্যান্ড সাতটি জাতীয় পুরস্কার জিতেছে।

১৬। উপন্যাসিক অনুরাধা রায়ের লেখা “The Earthspinner” নামক একটি  বই প্রকাশিত হয়েছে।

১৭। সুধা মুর্তি রচিত “How the Earth Got It’s Beauty” নামক একটি বই প্রকাশিত হল।

১৮। ইউনিসেফ ইন্ডিয়া এবং ফেসবুক অনলাইন নিরাপত্তার প্রতি বিশেষ মনোযোগ দিয়ে শিশুদের বিরুদ্ধে হিংসার অবসান ঘটানোর জন্য এক বছরের যৌথ উদ্যোগ চালু করেছে ।

 

12 AUGUST

১। 12 ই আগস্ট: আন্তর্জাতিক যুব দিবস।

বার্ষিক 12 ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস হিসেবে পালন করা হয় বিশ্বব্যাপী যুবসমাজের প্রতি সরকার ও অন্যদের দৃষ্টি আকর্ষণের জন্য।

২। 12 ই আগস্ট: বিশ্ব হাতি দিবস।

বিশ্বব্যাপী হাতিদের সুরক্ষার জন্য প্রতিবছর 12 ই আগস্ট বিশ্ব হাতি দিবস হিসেবে পালন করা হয়।

৩। ইসরো প্রধান Dr. K. Sivan আনুষ্ঠানিকভাবে হেলথ কোয়েস্ট স্টাডির (ইসরোর স্পেস টেকনোলজি দ্বারা স্বাস্থ্যগত মান উন্নয়ন ক্ষমতা বৃদ্ধি করা) উদ্বোধন করেছেন যা ভারতবর্ষে 20 টি বেসরকারি হাসপাতাল দ্বারা পরিচালিত হবে।

৪। RBL ব্যাংক, ব্যাংকের ক্লাউড প্রদানকারী হিসেবে বেছে নিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেসকে (AWS)।

৫। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার সহ কোয়াড দেশের নৌবাহিনী ইন্দো-প্রশান্ত মহাসাগরের গুয়াম উপকূলে 21 এ আগস্ট থেকে বাৎসরিক মালাবার নৌ-মহড়া পরিচালন করতে চলেছে।

৬। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) উড়িষ্যা উপকূলের চন্ডিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (ITR) থেকে সফলভাবে মাঝারি রেঞ্জের সাবসোনিক ক্রুজ মিসাইল ‘নির্ভয়’ পরীক্ষা করেছে ।

 

13 AUGUST

১। 13 ই আগস্ট :আন্তর্জাতিক বামহাতি দিবস।

বামহাতি হওয়ার সুবিধা ও অসুবিধা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য প্রতিবছর 13 ই আগস্ট আন্তর্জাতিক বামহাতিদের দিবস হিসেবে পালন করা হয়।অক্সফোর্ড ইউনিভার্সিটি 2019 সালে একটি গবেষণা করে দেখে বলেছেন বামহাতিদের মৌখিক দক্ষতা ডানহাতি দিয়েছে বেশি ভালো হয়।

২। 13 ই আগস্ট: বিশ্ব অঙ্গদান দিবস।

প্রতিবছর 13 ই আগস্ট বিশ্ব অঙ্গদান দিবস হিসেবে পালিত হয়।অঙ্গ দানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং মৃত্যুর পর মানুষ কি অঙ্গ দান করতে উদ্বুদ্ধ করার জন্য এই দিনটি পালিত হয়।

৩। ভারতীয় বিমান বাহিনী(IAF) লাদাখের অ্যাডভান্স ল্যান্ডিং রাউন্ডে বিশ্বের অন্যতম লম্বা মোবাইল এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) টাওয়ার তৈরি করেছে।

৪। কাকোরি ট্রেন ষড়যন্ত্রকে এখন কাকোরি ট্রেন অ্যাকশন নামে নামকরণ করা হয়েছে।

1925 সালে অস্ত্র কেনার জন্য কাকোরিতে ট্রেন ছিনতাই -এর দায়ে ফাঁসিতে ঝোলানো বিপ্লবীদের শ্রদ্ধা জানাতে উত্তর প্রদেশ সরকার ‘কাকোরি ট্রেন ষড়যন্ত্র বা কাকোরি ট্রেন ডাকাতি‘ কে এখন ‘কাকোরি ট্রেন অ্যাকশন‘ নামে নামকরণ করেছেন।

৫। ভারত ও সৌদি আরব তাদের প্রথম নৌ মহড়া “আল-মোহেদ আল হিন্দ 2021” পরিচালনা করতে প্রস্তুত।

৬। 2020-2021 এর মহামারী জনিত ক্ষতিগ্রস্থের কারণে রাজ্য সভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর জারি করা এক বিবৃতি অনুসারে,  আর্থিক বছরে ভারতের বিলিয়নারদের সংখ্যা 141 থেকে কমে 136 হয়েছে।

৭। মূলত খাবারের দাম হাস পাওয়াই জুলাই মাসে খুচরা মূল্যস্ফীতি কমে 5.59% হয়েছে।

৮। মধ্যপ্রদেশের ইন্দোর, স্বচ্ছ সর্বেক্ষণ 2021 এর অধীনে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হয়ায় দেশের প্রথম “ওয়েটার প্লাস” শহর হিসেবে ঘোষিত হয়েছে।

৯। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জম্মু ও কাশ্মীরে “Bungus Awaam Mela” উদ্বোধন করেছেন।

১০। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর 2021 সালের Skytrax ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডে বিশ্বের সেরা 50 টি বিমানবনরের মধ্যে স্থান পেয়েছে।

১১। Cashify রাজকুমার রাও কে কোম্পানির প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে।

১২। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, এবং ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্টেফানি টেইলর যথাক্রমে পুরুষ ও মহিলা বিভাগে জুলাই মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন।

১৩। এশিয়ার প্রাচীনতম এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট “ডুরান্ড কাপের” 130 তম সংস্করণ কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে এবং 5 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর 2021 পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১৪। SoftWorthy কে আমেরিকা যুক্তরাষ্ট্রের সম্মানীয় ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ইনোভেশন-কর্পস (NSF I-Corps) ডিনস এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

১৫। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. রাজকুমার রঞ্জন সিং 28 তম ASEAN আঞ্চলিক ফোরামের (ARF) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ।

 

14 AUGUST

১। ভারতীয় নৌ বাহিনী ‘Honour First’ চালু করার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইনান্স কোম্পানির (IDFC) ফাস্ট ব্যাংক এর সাথে একটি MoU স্বাক্ষর করেছে।

২। ভার্চুয়াল প্ল্যাটফর্ম এর মাধ্যমে ভারত IBSA (ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা) পর্যটন মন্ত্রীদের বৈঠকের আয়োজন করেছে।

৩। আসন্ন টোকিও প্যারালিম্পিক গেমস এর জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় ভারতীয় দল পাঠানো হবে, যেখানে মোট 9 টি ক্রিয়ায় 54 জন প্যারা খেলোয়াড় অংশগ্রহণ করবে।

৪। প্রথমবার 3 ট্রিলিয়ন টাকা স্পর্শ করেছে, HCL টেকনোলজিস এর মার্কেট ক্যাপিটালাইজেশন। 

HCL কম্পানি, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS), ইনফোসিস এবং উইপ্রোর পরে কৃতিত্ব অর্জনকারী চতুর্থ ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা হয়ে উঠেছে।

৫। কৃষি মন্ত্রীদের  সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) সদস্য দেশগুলি কৃষি মন্ত্রীদের ষষ্ঠ সভায় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা দিয়েছেন।

৬। সিঙ্গাপুরে মার্কিন নৌবাহিনীর নেতৃত্বাধীন সাউথ ইস্ট এশিয়া কো-অপারেশন এন্ড ট্রেনিং (SEACAT) সামরিক মহড়ায় ভারতীয় নৌবাহিনী সামুদ্রিক কৌশলের প্রদর্শনের জন্য অংশগ্রহণ করেছিল।

৭। ভারতের অনূর্ধ্ব -19 বিশ্বকাপজয়ী অধিনায়ক উন্মুক্ত চাঁদ ভারতে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিলেন।

৮। দেশের উপরাষ্ট্র মন্ত্রী এম. ভেঙ্কাইয়া নাইডু ‘Accelerating India: 7 Years of Modi Government’ নামক একটি বই প্রকাশ করলেন।

৯। পাকিস্তান সেনাবাহিনী ভূপৃষ্ঠ থেকে নিউক্লিয় সক্ষম ব্যালিস্টিক মিসাইল গজনভির সফলভাবে পরীক্ষা চালিয়েছে

গজনভী মিসাইল 290 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং একটি পারমাণবিক ও প্রচলিত ওয়ারহেড বহন করতে সক্ষম ।

 


আশা করি আমাদের দ্বারা প্রকাশিত সাপ্তাহিক বাংলা কারেন্ট  অ্যাফেয়ার্স আপনাদের ভালো লেগেছে | ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা | 

আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |

আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB

আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram

Tags: weekly gk august 2021, weekly gk august part 2, weekly gk, current affairs 2021, current affairs august 2021, current affairs in bengali pdf download, weekly current affairs, today current affairs in bengali, current affairs bengali, weekly current affairs in bengali 8 to 14 august 2021, bengali weekly gk download, weekly current affairs for wbcs exam.

Check Also

ভারতের অঙ্গরাজ্য সমূহ : উত্তরাখণ্ড । Geography Gk । Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ,  আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি  গুরুত্বপূর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *