august-weekly-current-affairs-in-bengali

Weekly Current Affairs in Bengali | August 1st Week | সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা | EshoSeekhi.COM

প্রতি সপ্তাহের শেষে আমরা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ করা হবে।আগস্ট মাসের প্রথম নিবেদন।

Month: August

Weekly Gk

Part-1

১। ভারতে তিন তালাকের বিরুদ্ধে আইন প্রণয়নের উদযাপনের জন্য মুসলিম নারী অধিকার দিবস পালিত হল ১লা আগস্ট।

২। বিশ্ব স্তন্যপায়ী সপ্তাহ পালিত হল পয়লা আগস্ট।শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য এই বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা হয় ।

৩। চেয়ারম্যান অফ শ্রীরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (Sll) ড: সাইরাস পুনেওয়ালা কে ২০২১ সালের জন্য লোকমান্য তিলক জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

৪। অমিত শাহ বিন্ধ্যচল করিডোর প্রকল্পের ভিত্তি প্রস্ত স্থাপন করেন।

৫। শ্রী দীপক দাস নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস এর দায়িত্বভার গ্রহণ করেন ১ লা আগস্ট।

তিনি ২৫ তম সিজিএ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

৬। রাজস্থান রাজ্য শিল্প উন্নয়ন ও বিনিয়োগ কর্পোরেশন (RIICO) রাজ্যে রপ্তানিকারকদের প্রচার করার জন্য “Misson Niryatak Bano” অভিযান শুরু করেছেন।

৭। ২০২১ সালের জুলাই মাসে GST সংগ্রহ ছিল ₹১.১৬ লক্ষ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ৩৩ শতাংশ বেশি।

৮। ভাইস অ্যাডমিরাল এস এন ঘোরমাড ভারতীয় নৌবাহিনী ভাইস চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

৯। CBSE নতুন উদ্যোগের জন্য ইন্টেলের সাথে অংশীদার- “AI FOR All’।

১০। বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস : ১লা আগস্ট।

১১। প্রধানমন্ত্রী মোদী অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম চালু করেছেন তরুণদের ভবিষ্যত মুখী করতে এবং AI চালিত অর্থনীতির পথ উন্মুক্ত করতে।

১২। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে e- RUPI ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করতে চলেছেন প্রধানমন্ত্রী।

১৩। ভারত ফ্রান্স এর কাছে ২০২১ সালের আগস্ট এর জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) -এর সভাপতি দায়িত্ব গ্রহণ করেছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হবেন যিনি UNSC এর সভায় সভাপতিত্ব করবেন।

১৪। ভারতের সংস্কৃতি মন্ত্রী মিনাক্ষি লেখি ভারত সরকারের পক্ষ থেকে G20 সংস্কৃতি মন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ করেছেন।

১৫। ফ্রান্সের এস্তেবান ওকন হাঙ্গেরিয়ান GP ২০২১ জিতলেন।

১৬। শ্রীলংকার বাঁ হাতি সিম বোলিং অলরাউন্ডার ইসুরু উদানা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন।

১৭। ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু টোকিও অলিম্পিকে মহিলাদের ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদক জিতলেন। এর সাথে সিন্ধু প্রথম ভারতীয় মহিলা এবং দ্বিতীয় ভারতীয় ক্রীড়াবিদ হলেন তিনি দুটি পৃথক দু’টি অলিম্পিক পদক জিতেছেন।

১৮। একাধিক ওয়ার্ল্ড মাস্টার্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী মন কৌর প্রয়াত হলেন ১০৫ বছর বয়সী। এছাড়াও তিনি এশিয়ান মাস্টার চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত ক্রীড়াবিদ।

১৯। বিখ্যাত উপন্যাস রচয়িতা কুনাল বসুর ‘In An Ideal World’ ২০২২ সালে মুক্তি পেতে চলেছে।

২০। ভারত-চীন দুই দেশেই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার জন্য সিকিমের কাংড়ালাতে ভারতীয় সেনাবাহিনীর আর চীনের পিপলস লিবারেশন আর্মির হটলাইন প্রতিষ্ঠা করা হয়েছে তিব্বতে।

২১। ২০২১ সালের ২ আগস্ট প্রেসিডেন্ট আর্মেন সারকি সিয়ান দ্বারা নিকন পশিনিয়ানকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিযুক্ত করা হলো।

২২। প্রযুক্তি মন্ত্রী এবং কেন্দ্র বিজ্ঞান “Biotech- PRIDE” প্রকাশ করেছেন।

২৩।মায়ানমার এর সামরিক বাহিনীর প্রধান কে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে।

এছাড়াও তিনি স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের (SAC) চেয়ারম্যান।

২৪। ইতালির বিখ্যাত ব্র্যান্ড Bvlgari প্রিয়াঙ্কা চোপড়াকে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছেন।

২৫। ভুবনেশ্বর ভারতের প্রথম এমন শহর যেখানে কভিড-19 এর বিরুদ্ধে 100% টিকা দেওয়া হয়েছে।

২৬। ইন্ডিয়ান ব্যাঙ্ক আইআইটি বোম্বের সঙ্গে স্টার্টআপ ফাইন্যান্সিং এর জন্য MoU স্বাক্ষর করেছেন।

২৭। SBI YONO গ্রাহকদের বিভিন্ন ডিজিটাল সংক্রান্ত জালিয়াতি রক্ষা করার জন্য ‘ সিম বাইন্ডিং ‘ ফিচার চালু করেছেন।

২৮। HDFC ব্যাংক CSC SPV এর সাথে পার্টনারশিপে খুচরা বিক্রেতাদের জন্য ” Dukandar Overdraft Scheme” চালু করেছেন।

২৯। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাসিকের জনলক্ষী সমবায় ব্যাংকের উপর 50.25 লক্ষ টাকার জরিমানা আরোপ করেছেন।

৩০। ২০২৩ সালের প্রথম দিকে ইসরো – নাসার যৌথ মিলন NISER স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।

৩১। টোকিও অলিম্পিকে জার্মানির আলেকজান্ডার জেরেভ রাশিয়া এর কারেন খাচানভ কে ৬-৩ ৬-১ স্কোরে পুরুষদের সিঙ্গেলস টেনিস এ সোনা জিতলেন।

৩২। ইতালির মার্সেল জ্যাকবস পুরুষদের ১০০ মিটার দৌড়ে অলিম্পিক এ সোনা জিতে জ্যামাইকান তারকা উসাইন বোল্টের ১৩ বছর এর রেকর্ড ভাঙলেন।

৩৩। মার্কিন যক্তরাষ্ট্র ফুটবল এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মেক্সিকো র বিপক্ষে ১-০ স্কোরে কনকাকাফ গোল্ড কাপ জিতেছেন।

৩৪। অপারেশন ব্লু ফ্রিডম : সিয়াচেন হিমবাহে প্রতিবন্ধী ব্যক্তিদের একটি বিশেষ দলকে ভারত সরকার CLAW কে নেতৃত্ব দিতে নিষেধাজ্ঞা দিয়েছেন। প্রতিবন্ধী দের সবথেকে বড় দলের জন্য একটি বিশ্ব রেকর্ড হবে। ” অপারেশন ব্লু ফ্রিডম” এর অংশ হিসাবে অভিযান চালানো হচ্ছে। এটির প্রধান লক্ষ্য প্রতিবন্ধীদের সাথে করুন , দানশীলতা ও অক্ষমতার সাধারণ ধারণা ভেঙে নতুন স্বাধীনতা , মর্যাদা এবং সক্ষমতার ধারণা তৈরি করা।

৩৫। শ্রীলংকার রত্নপুরা এই বিশ্বের বৃহত্তম স্টার নীলা পাওয়া গেছে।

৩৬। ২০২১ সালের ফরচুন গ্লোবাল ৫০০ তালিকায় সাতটি ভারতীয় কোম্পানি স্থান পেয়েছে।

৩৭। ভারত সরকার FY22 (২০২১-২০২২) প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা র (PMMY) অধীনে ৩ ট্রিলিয়ন টাকা লোন বিতরণ লক্ষ্যমাত্রা স্থির করেছেন।

৩৮। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) Induslnd ব্যাংকে ‘এজেন্সি ব্যাংক’ হিসাবে তালিকাভুক্ত করেছে।

৩৯। তামিলনাড়ুর অর্ডন্যান্স ফ্যাক্টরি তিরুচিরাপল্লী (OFT) ত্রিচি অ্যাসল্ট রাইফেল এর একটি মিনি সংস্করণ ত্রিচি কারবাইন নামে একটি নতুন উচ্চপ্রযুক্তির অস্ত্র তৈরি করেছে।

৪০। মুম্বাই ও বেঙ্গালুরু QS বেস্ট স্টুডেন্ট সিটিস রাঙ্কিং এর তালিকা এই ১০০ রাঙ্কিং এর বাইরে চলে গেছে। বর্তমানে তাদের রাঙ্কিং ১০৬ ও ১১০।

৪১। টোকিও অলিম্পিকে ভারতীয় বক্সার লভেলিনা বরহোগেন ব্রোঞ্জ পদক পেয়েছেন।

৪২। মিনি ইপি LIC এর ম্যানেজিং ডিরেক্টর (MD) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

৪৩। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বোর্ড অফ গভর্নরস বিশ্বব্যাপী লিকুইড বৃদ্ধিতে সহায়তা করার জন্য স্পেশাল ড্রয়িং রাইটার্স এ (SDR) ৬৫০ বিলিয়ন ডলার অনুমোদন করেছেন।

৪৪। ভারতীয় বিমান বাহিনী (IAF) পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেস রাফাল জেটগুলির দ্বিতীয় স্কোয়াড্রন অন্তর্ভুক্ত করেছেন।

৪৫। ইউনিয়ন মিনিস্টার ফর ইউর আফেয়ারস এন্ড স্পোর্টস অনুরাগ সিং ঠাকুর নয়াদিল্লিতে প্যারালিম্পিকস থিম সং “Kar De Kaamal Tu” লঞ্চ করলেন।

৪৬। ১৯ বছর বয়সি পাকিস্তানি পর্বতারোহী শেহরোজ কাশিফ K2 এর চূড়ায় পৌঁছানোয় সর্বকনিষ্ঠ পর্বতারোহী হয়েছেন। তিনি ৮,৬১১ মিটার উঁচু চূড়ায় কৃতিত্ব অর্জন করেছেন।

৪৭। ক্যাপ্টেন রমেশ বাবুর “My Own Mazagon” নামক একটি নতুন বই প্রকাশিত হল।

৪৮। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ‘উত্তরাখণ্ড ভূমিকম্প অ্যালার্ট’ নামে মোবাইল অ্যাপ চালু করেছেন।

৪৯। বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) লাদাখে ১৯,৩০০ ফুট উঁচুতে বিশ্বের সর্বোচ্চ রাস্তা নির্মাণ করেছেন।

৫০। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাবেন ভারতীয় অলিম্পিক দলকে।

৫১। ২০২১ সালের ৩ আগস্ট ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে গভর্নর মৃত্যুদণ্ডের মামলাসহ বন্দীদের ক্ষমা করতে পারেন।

৫২। ডোগরি ভাষায় প্রথম আধুনিক নারী পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত পদ্ম শচদেব প্রয়াত হলেন।

৫৩। ভারত এবং বিশ্ব ব্যাংক দীর্ঘমেয়াদি নিরাপত্তা কর্মসূচি এবং স্থিতিস্থাপকতার জন্য ২৫০ মিলিয়ন প্রকল্পের স্বাক্ষর করেছে।

৫৪। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) বেঙ্গালুরু ভিত্তিক হিউলেট প্যাকার্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসে ৬ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে।

৫৫। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কশিয়ারি অবসরপ্রাপ্ত বিচারপতি ভি এম কানাদেকে মহারাষ্ট্রের নতুন লোকায়ুক্ত হিসেবে নিয়োগ করেছেন।

৫৬। ইন্ডিয়ান ইকোনমেস্ট্রিক সোসাইটি (TIES) দুজন প্রখ্যাত অর্থনৈতিক পন্ডিত,প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর সি রঙ্গরাজন এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক প্রখ্যাত অর্থনীতিবিদ জগদীশ ভগবতীকে প্রফেসরস ইয়ার রাও সেন্টেনরি গোল্ড মেডেল বিজেতা হিসেবে বেছে নিয়েছেন।

৫৭। টোকিও অলিম্পিকে রবিকুমার দাহিয়া পুরুষদের ৫৭ কেজি ফ্রিষ্টাইল বিভাগে জিতে রৌপ্য পদক জিতেছেন।

৫৮। ভারতীয় পুরুষ হকি দল জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব ব্রোঞ্জ জিতেছে।

৫৯। আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা Vi এর নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন।

৬০। মানন ভট্ট রচিত “Balakot Air Strike 2019: How India Avenged Pulwama” নামক একটি বই প্রকাশিত হল।

৬১। ভারতীয় নৌবাহিনীর জাহাজ খানজার হেরিটেজ কোস্টাল পোর্ট এ ওড়িশার গোপালপুরের ঐতিহ্যবাহী উপকূল বন্দরে আহ্বানকারী প্রথম নৌবাহিনীর জাহাজ হয়ে উঠেছে।

৬২। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) বাই মান্থলি মনিটারি পলিসি ঘোষণা করেছে।

৬৩। হিরোশিমা দিবস: ৬ ই আগস্ট

প্রতিবছর ৬ ই আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভয়াবহ হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপের বার্ষিকী হিসেবে পালন করা হয়।

৬৪। জার্মানি আন্তর্জাতিক সৌর জোট (ISA) ফ্রেমওয়ার্কের চুক্তিতে স্বাক্ষরকার ৫ ম তমদেশ হয়ে উঠল।

৬৯। বর্তমানের ৬,৭৮০ মেগা ওয়াট থেকে ভারতের পারমাণবিক বিদ্যুৎ ক্ষমতা ২২,৪৮০ মেগাওয়াটে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে ২০৩১ সালের মধ্যে।

৭০। ইব্রাহিম রাইসি ২০২১ সালের ৫ ম আগস্ট ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন।

৭১। ICICI স্টুডেন্ট লাইফ ইন্সুরেন্স UPI Auto-pay এর জন্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) সাথে যুক্ত হয়েছে।

৭২। পশ্চিমবঙ্গ সরকার চারটি SKOCH পুরস্কার পেয়েছে ইজ অফ ডুইং বিজনেস উদ্যোগের অধীনে।

৭৩। ভারত সরকার ড: ধৃতি বন্দ্যোপাধ্যায় কে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তে ১০০ বছরে প্রথম কোন মহিলা ডিরেক্টর পদে নিয়োগের অনুমোদন দিয়েছেন।

৭৪। ভারত দুর্যোগ ব্যবস্থাপনা স্থিতিস্থাপকতা এবং প্রশমন এর জন্য বাংলাদেশের সঙ্গে সম্প্রতি MoU স্বাক্ষরিত করেছে।

৭৫। অ্যাক্সিস ব্যাঙ্ক তার হোয়াটসঅ্যাপ ব্যাংকিং চ্যানেলে ১ মিলিয়ন গ্রাহকের সংখ্যা অতিক্রম করেছে। এখনো পর্যন্ত ৬ মিলিয়ন মোট রিকুয়েস্ট।

৭৬। Sebi বিভিন্ন পেমেন্ট উপায়, মার্কেট রেগুলেটর ব্যবহার করে পেমেন্ট ব্যাংক গুলিকে বিনিয়োগ ব্যাংকার হিসেবে কাজ করার অনুমতি দিয়েছে।

৭৭। সেন্ট্রাল বোর্ড ফর ইনডাইরেক্ট টেক্স অন্ড কাস্টমস (CBIC) www.cip.icegate.gov.in/CIP, কমপ্লায়েন্স ইনফর্মেশন পোর্টাল (CIP) ভারতীয় শুল্ক সম্মতি তথ্য পোর্টাল চালু করেছে।

৭৮। ট্রাইবাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (TRIFED) ৬ আগস্ট তার ৩৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে।

৭৯। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করেছেন ‘রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড’ এর নাম পরিবর্তন করে ‘মেজর ধ্যানচাঁদ খেল ওয়ার্ড’ করা হবে।

৮০। দু’বারের অলিম্পিয়ান ফুটবলার ‘বাবু’ নারায়ন (শংকর সুব্রামানিয়াম) প্রয়াত হলেন ।

৮১। Neeraj Chopra টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের হয়ে স্বর্ণপদক জিতলেন।

প্রথম প্রচেষ্টায় 87.03 মিটার নিক্ষেপ করার পরই খেলাটি নিজের পক্ষে করেনেন। এবং দ্বিতীয় প্রচেষ্টায় তিনি 87.58 মিটার নিক্ষেপ করেন।

৮২। Bajrang Punia পুরুষদের ফ্রিষ্টাইল 65 কেজি বিভাগে  Daulet Niyazbekov এর বিরুদ্ধে 8-0 স্কোরে জয়ী হয়ে ভারতের জন্য টোকিও অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছেন।

৮৩। 7 ই আগস্ট: জাতীয় তাঁত দিবস।

ভারতে প্রতিবছর 7 ই আগস্ট ভারতীয় তাঁত শিল্পের ঐতিহ্য রক্ষা করার জন্য জাতীয়তার দিবস হিসেবে পালন করা হয়।

৮৪। ‘সূর্যোদয় হেলথ এন্ড ওয়েলনেস সেভিংস একাউন্ট‘ চালু করেছেন ‘সূর্যোদয়ের স্মল ফাইন্যান্স ব্যাংক’ (SSFB) , কোভিড-19 মহামারী পরিস্থিতিতে গ্রাহকদের পরিবারের মানুষদের স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং গ্রাহকদের সম্পদ বৃদ্ধিতে সাহায্য করার জন্য এই উদ্যোগ নিয়েছেন।

৮৫। ভারতের প্রথম হার্ট ফেইলিওর বায়ো ব্যাংক কেরালার শ্রীচিত্র থিরুনাল ইনস্টিটিউট ফর মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজির (SCTIMST) ন্যাশনাল সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ এন্ড এক্সিলেন্স ইন্ এইচ এফ (CARE-HF)।

৮৬।  বিশুদ্ধ জলের বিষয়ে সচেতনতা বাড়াতে লাদাখে ‘Pani Maah‘ চালু করা হয়েছে।

গ্রাম অঞ্চলের মানুষদের পরিষ্কার জলের গুরুতর বিষয়ে সচেতনতার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

৮৭। Eurosport ইন্ডিয়া বলিউড সুপারস্টার এবং MotoGP তে উৎসাহী John Abraham কে  ভারতের MotoGP এর  অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে।

৮৮। SBI জেনারেল পার্টনারশিপ করেছে SahiPay এর সাথে, ভারতের গ্রামীণ এলাকায় গ্রাহকদের ডিজিটাল এবং আর্থিক পরিষেবা প্রদান করার জন্য।

৮৯। রেঞ্জ টেকনোলজি (ICORT-2021) এর উপর দ্বিতীয় ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (IEEE) ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

৯০। ভারতীয় কুস্তিগীর Labhanshu Sharma তামিলনাড়ুতে আয়োজিত ‘ভারত কেসারি কুস্তি দঙ্গল 2021’ জিতেছেন।

৯১। ‘ভুটানের মাংদেচু জলবিদ্যুৎ প্রকল্প’ লন্ডনভিত্তিক ইনস্টিটিউশনস অফ সিভিল ইঞ্জিনিয়ার্স (ICE) কর্তৃক ব্রুনেল পদকে ভূষিত হয়েছে।

 

আশা করি আমাদের দ্বারা প্রকাশিত সাপ্তাহিক বাংলা কারেন্ট  অ্যাফেয়ার্স আপনাদের ভালো লেগেছে | ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা | 

আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |

আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB

আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram

Tags: weekly gk august 2021, weekly gk august part 1, weekly gk, current affairs 2021, current affairs august 2021, current affairs in bengali pdf download, weekly current affairs, today current affairs in bengali, current affairs bengali

Check Also

bengali-monthly-current-affaiirs-january-2022-pdf

Bengali Monthly Current Affairs | January 2022 | Bangla GK

জানুয়ারি– ১  সরকার অনুমোদিত নির্বাচনী বন্ডের 19তম ধাপ  বিশ্বের দীর্ঘতম মেট্রো লাইন চীনে চালু হয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *