নমস্কার, প্রিয় বন্ধুগণ,
আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের অর্থাৎ 15 থেকে 21 আগস্টের মধ্যে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে | নিচে তারিখ অনুযায়ী এই সপ্তাহের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হলো |
Weekly Current Affairs in Bengali
15th to 21st AUGUST
Current Affairs in Bengali
15th August
১। 15 ই আগস্ট, 2021: ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস।
দেশজুড়ে পালিত হয়েছে 75 তম স্বাধীনতা দিবস। সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের সেনাবাহিনী, সকলেই নিজের নিজের মতো করে এই বিশেষ দিনটিকে উদযাপিত করছেন। লালকেল্লায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
স্বাধীনতার 75 বছর পূর্তিতে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ হিসেবে পালন করছে। এ বছরের মার্চে গুজরাতের আমদাবাদের সবরমতী আশ্রম থেকে এই মহোৎসবের সূচনা করা হয়। 2023-এর 15 অগাস্ট পর্যন্ত চলবে এই মহোৎসব।
২। চার দশকেরও বেশি সময় ধরে গোদরেজ সংস্থার বোর্ডের চেয়ারম্যান ছিলেন আদি গোদরেজ। এবার তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন তাঁর ভাই নাদির গোদরেজ।
1 ল অক্টোবর 2021, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের (GCPL) এর বোর্ড থেকে সরে দাড়াবেন গোদরেজ গ্রুপের চেয়ারম্যান আদি গোদরেজ এবং তার জায়গায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন নাদির গোদরেজ।
৩। ভারতের প্রথম গবাদি পশুর জিনোমিক চিপ “IndiGau” প্রকাশ করেছেন জিতেন্দ্র সিং।
৪। দিনদয়াল অন্তদয় যোজনা- ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন (DAY-NULM), যেটি গ্রামের মহিলাদের জন্য নতুন কিছু শেখা এবং করার সুযোগ করে দিয়েছে, সেটি উপাধি পেয়েছে SonChiraiya নামে।
৫। মিনিস্ট্রি অফ ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট (MWCD), শুরু করেন 2 য় অধ্যায়-এর SAMVAD (সাপোর্ট এডভোকেসি এবং মেন্টাল হেলথ ইন্টারভেনশন অফ চিল্ড্রেন ইন ভুলনেরাবল সার্কামস্টান্সেস এবং ডিস্ট্রেস) ।
৬।জার্মানির ফুটবলার গার্ড মুলার (Gerd Muller)। রবিবার 75 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফরোয়ার্ড মুলার পরিচিত ছিলেন ‘ডের বোম্বার‘ নামে।
৭। রবিবার শেষ পর্যন্ত তালিবান দখলে চলে গেল আফগানিস্তান। দু-দশক পরে তারা দেশের দখল নিল।
15 ই অগাস্ট সকালে, যখন খবর আসে যে তালিবান জালালাবাদ দখল করে নিয়েছে, তখন মনে হয়েছিল কাবুল তাদের জন্য আর দূরের গন্তব্য নয়। দুপুর নাগাদ তালিবান যোদ্ধারা কাবুলকে চারদিক থেকে ঘিরে ফেলে।
৮। ওয়াল্ড হেল্থ অরগানইজেশন (WHO) নতুন উপদেশক গোষ্ঠী The international Scientific Advisory Group for Origins of Novel Pathogens (SAGO)।
16 August
১। মহেন্দ্র সিং ধোনির 15 ই আগস্ট সমস্ত রকম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) তিনি খেলা চালিয়ে যাবেন।
২। পাঞ্জাব সরকার বরাদ্দ 92 কোটি টাকার বিনিময়ে “Smart connect scheme” এর আওতায় দ্বাদশ শ্রেণীর ছাত্র দের স্মার্টফোন প্রদান করার কথা ঘোষণা করল।
৩।Vikram Kumar Doraiswami বাংলাদেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত পদে নিযুক্ত হলেন।
৪। ইউরোপিয়ান ইউনিয়ন (EU) ভারত, বাংলাদেশ ও নেপালের বন্যার্তদের জন্য 1.65 মিলিয়ন ইউরো সহায়তা ঘোষণা করেছে।
৫। FSSAI (ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার অথরিটি অফ ইন্ডিয়ন ফর্মেশন) সংস্থা স্কুল ক্যাম্পাস এর 50 মিটার এর মধ্যে জাঙ্কফুড বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল।
৬। মেঘালয় রাজ্যের মন্ত্রী সভা Village Employment Councils ( VECs) মহিলাদের 50% সুরক্ষণের প্রস্তাব অনুমোদন করলো।
৭। Dinesh k Tripathi ” Naval operation” এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন।
৮। ওড়িশার দুটি গ্রাম Venkatraipur এবং Noliasahi, UNESCO দ্বারা ভারতের প্রথম ” Tsunami Ready” হিসেবে স্বীকৃতি পেল।
৯। ভারতীয় আর্মি নেপাল আর্মিকে দশটি ভেন্টিলেটর উপহার দিল।
17 August
১। 75 তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় ঘোষণা করলেন যে ‘আজাদী কা অমৃত মহোৎসব’ উদযাপনের 75 সপ্তাহের মধ্যে 75 টি “বন্দে ভারত” ট্রেন চালু করা হবে যা দেশের বিভিন্ন অংশকে সংযুক্ত করবে।
২। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ন্যাশনাল ব্যুরো অফ প্লান্ট জেনেটিক রিসোর্সেস (NBPGR) নয়াদিল্লি এবং পুসাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাতীয় জিন ব্যাংকের উদ্বোধন করেছেন।
৩। জরুরি অবস্থা মোকাবিলায় হাসপাতাল চত্বরে একটি অগ্নিনির্বাপক কেন্দ্র স্থাপন করে ভারতের প্রথম হাসপাতাল হয়ে উঠলেন নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স (AIIMS)।
৪। ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রাজ্যে 4টি নতুন জেলা এবং 18 টি নতুন তৈরির ঘোষণা করেছেন।
জেলা গুলি হল: মোহলা মানপুর, সারানগড়-বিলাইগড়, শক্তি, মহেন্দ্রগড়।
৫। 75 তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে দেশের মানুষের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 100 লক্ষ কোটি টাকার ‘প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের‘ ঘোষণা করেছেন।
৬। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘোষণা করেছেন হকি তারকা বন্দনা কাটারিয়া উত্তরাখণ্ড মহিলা ও শিশু বিকাশের অ্যাম্বাসেডর হবেন।
৭। ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) মহারাষ্ট্রের রায়গর- এর কর্ণলা নগরী সরকারী ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে।
রিজার্ভ ব্যাংক জানিয়েছেন অপর্যাপ্ত মূলধন এবং উপার্জনের সম্ভবনার কারনে এই লাইসেন্স বাতিল করা হয়েছে।
৮। ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI), কো-অপারেটিভ ব্যাংক ইউএ- এর উপর ₹1 কোটি টাকার আর্থিক জরিমানা আরোপ করেছে।
1949 এর কিছু বিধান এবং রিজার্ভ ফান্ড ট্রান্সফার সম্পর্কিত নির্দেশনা লঙ্ঘনের জন্য এই জরিমানা করা হয়েছে।
৯। 20 বছর বয়সী মহারাষ্ট্রের দাবা খেলোয়াড় Hatshit Raja দাবা খেলায় ভারতের 29 তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন।
১০। আগামী 23 আগস্ট বিপ্লবী নেতা এবং স্বাধীনতা সংগ্রামের জয়প্রকাশ নারায়ণের জন্য নতুন জীবনে প্রকাশিত হতে চলেছে “The Dream of Revolution : a biography of Jayaprakash Narayan”.
১১। সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 2021 সালে স্বাধীনতা দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনী, পুলিশ এবং আধা সামরিক বাহিনীর 144 জন সদস্যকে বীরত্ব পুরস্কার এ ভূষিত করলেন।
144 জনের বীরত্ব পুরস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছে:
- Ashok Chakra: Babu Ram (posthumously), ASI, Jammu and Kashmir Police.
- Kirti Chakra: Altaf Hussain Bhat (posthumously), Constable, J&K Police.
শৌর্য চক্র:
- Major Arun Kumar Pandey, The Rashtriya Rifles, Indian Army
- Major Ravi Kumar Chaudhary, The Rashtriya Rifles, Indian Army
- Captain Ashutosh Kumar, The Madras Regiment (Mysore)
- Captain Vikas Khatri, The Rashtriya Rifles
- Kumar, The Rashtriya Rifles
- Sepoy Neeraj Ahlawat, The Rashtriya Rifles
- Captain Sachin Reuben Sequeira, Indian Navy
- Group Captain Perminder Antil, Flying (Pilot), Air Force
- Wing Commander Varun Singh Flying (Pilot), Air Force
- Shri Chitesh Kumar, Deputy Commandant, CRPF
- Shri Manjinder Singh, Sub Inspector, CRPF
- Shri Sunil Choudhary, Constable, CRPF
- Shri Debasis Sethy, Commando, Odisha Police (Posthumous)
- Shri Sudhir Kumar Tudu, Commando, Odisha Police (Posthumous)
- Shri Shahbaz Ahmad, Special Police Officer, J&K Police (Posthumous)
বার টু সেনা পদক (বীরত্ব):
- Lieutenant Colonel Krishna Kant Bajpai, The Rajput Regiment
- Major Surendra Singh Lamba, The Grenadiers, 29th Battalion, The Rashtriya Rifles
- Major Rahul Balamohan, The Mahar Regiment, First Battalion, The Rashtriya Rifles
- Major Ankit Dahiya, The Punjab Regiment, 22nd Battalion, The Rashtriya Rifles
বায়ু সেনা পদক (বীরত্ব):
- Wing Commander Uttar Kumar, Flying (Pilot)
- Squadron Leader Deepak Mohanan, Flying (Pilot)
সেনা পদক ( (বীরত্ব):
- Lt Col Dhirendra Pratap Singh Rawat, 3/11 Gr
- Lt Col Bhagat Akshay Suresh, Kumaon, 50 Rr
- Lt Col Manpreet Singh, Sikh Li, 19 Rr
- Lt Col Chetan Kaushik, 37 (I) R&o Flt
- Maj Bharat Singh Jhala, Jat, 34 Rr
- Maj Yashovardhan Bhati, Grenadiers, 29 Rr
- Maj Ankit Thakur, Arty, 6 Assam Rif
- Maj Rakesh Ranjan, 3 Gr, 32 Rr
- Maj Rohit Sharma, Grenadiers, 29 Rr
- Maj Anil Kandpal, Engrs, 44 Rr
- Maj Ajit Pal Singh, 8 Sikh
- Maj Govind Joshi, 5 Gr, Hq Sff
- Maj Anil Kumar Rangi, Grenadiers, 29 Rr
- Maj Gaurav Anand Bourai, Engrs, 1 Rr
- Maj Vipranshu Pandey, Engrs, 42 Rr
- Maj Gaurav Choudhary, 10 Para (Sf)
- Maj Tapan Kumar Tamang, Jak Rif, 52 Rr
- Maj Narender Kumar, Sigs, 24 R&o Flt
- Maj Abhishek Kumar, Arty, 32 Rr
- Maj Ashutosh Kumar, Engrs, 2 Rr
- Maj Randeep Singh, Jak Rif, 3 Rr
- Maj Mahendra Singh, Asc, 42 Rr
- Maj Rahul Dutta, Arty, 32 Assam Rif
- Maj Satish Kumar Gupta, Sigs, 44 Rr
- Maj Sahil Sharma, Rajput, 44 Rr
- Maj Mayank Vishnoi, Rajput, 44 Rr
- Maj Athul James, Engrs, 1 Rr
- Maj Rohit Kumar Upreti, Engrs, 34 Rr
- Maj Pathak Saket, Eme, 44 Rr
- Maj Ankesh Jarial, Engrs, 3 Rr
- Maj Naorem Chingthangkhomba Singh, Kumaon, 50 Rr
- Maj Kundan Kumar, Engrs, 42 Rr
- Maj Harjeet Singh, 5 Rajput
- Maj Manish Kumar Verma, Sigs, 19 Rr
- Maj Vibhore Joshi, Kumaon, 50 Rr
- Maj Abhishek Ghosh, Eme, 55 Rr
- Capt Aaditya Anand Tyagi, Assam, 42 Rr
- Capt Surya Prakash, Armd, 53 Rr
- Capt Neil Silas Lobo, Armd, 55 Rr
- Capt Sanjay Kumar Khanka, Jat, 34 Rr
- Capt Rohit Kumar Swami, 19 Garh Rif
- Capt Snehashish Paul, Sigs, 3 Rr
- Capt Manoj Kumar Kataria, 18 Jak Rif
- Sub Sukhdev Singh, 16 Grenadiers (Posthumous)
- Sub Amar Pal Singh, Jat, 34 Rr
- Sub Satwarg Singh, 15 Sikh Li
- Sub Balkar Singh, Sikh Li, 19 Rr
- Nb Sub Anil Kumar, 38 Fd Regt
- Nb Sub Ravinder, 16 Grenadiers (Posthumous)
- Nb Sub Sukhwinder Singh, 8 Sikh
- Nb Sub Rajwinder Singh, 1 Sikh Li (Posthumous)
- Nb Sub Pushakar Raj, 18 Jak Rif
- Dfr Ranjit Kumar, Armd, 22 Rr
- Hav Gurjeet Singh, 9 Para (Sf)
- Hav Suresh Dewan, Jak Rif, 3 Rr
- Hav Rakesh Kumar Tiwary, Mech Inf, 50 Rr
- Hav Hardhan Chandra Roy, 59 Med Regt (Posthumous)
- Hav Cheekala Praveen Kumar, 18 Madras (Posthumous)
- Hav Mahaveer Singh, Rajput, 44 Rr
- Hav Kayam Singh, Rajput, 44 Rr
- Hav Gokaran Singh, 21 Kumaon (Posthumous)
- Hav Ajit Singh, 15 Sikh Li
- Hav Guljar Singh, Mahar, 1 Rr
- Hav Showkat Ahmad Sheikh, 9 Para (Sf)
- Nk Rakesh Kumar, Jak Rif, 3 Rr
- Nk Radhe Shyam, Mech Inf, 42 Rr
- Nk Govind Singh, Punjab, 22 Rr
- Nk Rajwinder Singh, Punjab, 53 Rr (Posthumous)
- Nk Sayar Khan, Grenadiers, 29 Rr
- Nk Shaitan Singh Meena, Grenadiers, 29 Rr
- Nk Jeevan Singh, Kumaon, 50 Rr
- Nk Shivaji, Kumaon, 50 Rr
- Nk Gurpreet Singh, Sikh Li, 19 Rr
- Nk Baljit Kumar, Mahar, 1 Rr
- L/nk Nongmaithem Dhanabir Singh, 21 Para (Sf)
- L/nk Himmat Singh, Kumaon, 50 Rr
- L/nk Brij Mohan, Mech Inf, 16 Rr
- L/nk Kuldeep Kumar, Rajput, 44 Rr
- L/nk Dileep Kumar Yadav, Kumaon, 50 Rr
- L/nk Rajendra Singh Dosad, Kumaon, 50 Rr
- L/nk Surya Bahadur Soti, 3/3 Gr
- Sep Jahaneer Ahmad War, Sikh Li, 163 Inf Bn (Ta)
- Sep Mohit Bhadana, Rajput, 44 Rr
- Sep Samsad Ali, Mech Inf, 42 Rr
- Sep Gautam Tamang, Mech Inf, 9 Rr
- Sep Prashant Sharma, Mech Inf, 50 Rr (Posthumous)
- Sep Manish Kumar, Armd, 55 Rr
- Sep Kuldeep Singh, Armd, 55 Rr
- Sep Rohin Kumar, 14 Punjab (Posthumous)
- Sep Ryada Maheshwar, 18 Madras (Posthumous)
- Sep Ashish Kumar, Grenadiers, 55 Rr
- Sep Hawa Singh, Grenadiers, 55 Rr
- Sep Lachchhu Singh, Rajput, 44 Rr
- Sep Gaurav Kumar Tomar, Rajput, 44 Rr
- Sep Jitendra Singh Jodha, Rajput, 44 Rr
- Sep Anuj Mavi, Rajput, 44 Rr
- Sep Anuj Rana, Rajput, 44 Rr
- Sep Rajesh Singh Kasana, Rajput, 44 Rr
- Sep Deepak Kumar, Jat, 34 Rr
- Sep Elonthung N Patton, Assam, 42 Rr
- Sep Ramandeep Singh, Sikh Li, 19 Rr
- Sep Tanveer Ahmed, Jak Li, 55 Rr
- Rfn Rohit, Jak Rif, 3 Rr
- Rfn Naranjan, Jak Rif, 3 Rr
- Rfn Sajad Hussain Khan, Jak Li, 9 Rr
- Spr Bibin C, Engrs, 44 Rr
- Spr Sivakumar G, Engrs, 44 Rr
- Spr Burla Anjaneyulu, Engrs, 1 Rr
- Gdr Vikash Kumar Ram, Grenadiers, 29 Rr
- Gdr Ravi Kumar Singh, Grenadiers, 29 Rr (Posthumous)
- Gdr Prashant Singh, Grenadiers, 29 Rr (Posthumous)
- Gnr Bhupender, 327 Med Regt (Posthumous)
- Gnr Subodh Ghosh, 59 Med Regt (Posthumous)
- Ptr Manmohan Singh, 4 Para (Sf)
- Swr Jilajeet Yadav, Armd, 53 Rr (Posthumous)
- Scout Tashi Namgyal Lepcha, 11 Gr, 1 Sikkim Scouts
18 August
১। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা প্রশাসন ব্যবস্থা আরো স্বচ্ছতা আনতে PROOF নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছেন।
২। ব্রিটিশ কোম্পানি হাউস ফ্রেশ কর্তৃক প্রস্তুত করা একটি প্রতিবেদনে 2020 সালের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ কে বিশ্বের সবচেয়ে দূষিত 50 টি শহরের মধ্যে দ্বিতীয় সবচেয়ে দূষিত শহর হিসেবে ঘোষণা করা হয়।
৩। সংসদীয় ভোটে হেরে যাওয়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করলেন।
৪। জাম্বিয়ায় ইউনাইটেড পার্টি ফর ন্যাশনাল ডেভলপমেন্ট এর বিরোধী দলনেতা হাকাইন্ডে হিচিলেমা দেশের 2021 সালের জেনারেল রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনে জয়ী হলেন।
৫। দীপিকা পাডুকোন চেয়ারপারসন পদ থেকে সরে দাঁড়ানোর প্রায় চার মাস পর অভিনেতা-প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়া জোনাস কে জিও মামী (MAMI) ফিল্ম ফেস্টিভেল এর চেয়ারপারসন হিসেবে মনোনীত করা হয়েছে।
৬।ইউপি সরকার সহরণপুরের দেওবন্দে anti-terrorist squad কমান্ডোদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
৭। তেলেঙ্গানা করিমনগর জেলার মোহাম্মদ আজম দিল্লিতে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রিয়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এর কাছ থেকে অনুকরণযোগ্য নেতৃত্বের গুণাবলী প্রদর্শনের জন্য সম্প্রতি জাতীয় যুব পুরস্কার পেয়েছেন।
৮।ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) আর্থিক অন্তর্ভুক্তি সূচক (FI-Index) চালু করেছে, যা ভারতের আর্থিক অন্তর্ভুক্তির পরিমাণের একটি পরিমাপ।
৯। মহাত্মা গান্ধীকে শান্তি ও অহিংসার প্রচার এর স্বীকৃতি স্বরূপ মরণোত্তর কংগ্রেশনাল স্বর্ণপদক প্রদান করার জন্য মার্কিন প্রতিনিধি পরিষদের নিউইয়র্ক এর একজন প্রভাবশালী মার্কিন আইন প্রণেতা একটি প্রস্তাব পুনরায় প্রবর্তন করেন।
১০। সুডোকু ধাঁধার স্রষ্টা মাকি কাজী ক্যানসারের কারণে 69 বছর বয়সে প্রয়াত হলেন।
১১। 15 বছর বয়সী ভারতীয় গ্র্যান্ডমাস্টার রৌনক সাধওয়ানি ইতালিতে হাজার 19 তম স্পিলিমবার্গো ওপেন দাবা টুর্নামেন্টে জিতলেন।
১২। লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর তারকাবহুল প্যারিস সেন্ট-জার্মেইন এ যোগ দিলেন।
19 August
১। বিশ্ব মানবিক দিবস: 19 আগস্ট
মানব সেবক কর্মীদের এবং যারা মানব সেবা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর 19 আগস্ট বিশ্ব মানবিক দিবস পালন করা হয়।
২। বিশ্ব ফটোগ্রাফি দিবস: 19 আগস্ট
সারা বিশ্বজুড়ে ফটোগ্রাফিকে একটি হবে হিসেবে প্রচার করার জন্য ফটোগ্রাফারদের বিশ্বের অন্যান্য অংশের সাথে ফটো শেয়ার করার অনুপ্রাণিত করার জন্য প্রতি বছর 19 আগস্ট 20 ফটোগ্রাফি দিবস পালন করা হয়।
৩। তামিল তারকা এবং জনপ্রিয় টিভি হোস্ট আনন্দ কান্নান প্রয়াত হলেন।
৪। বিজু স্বাস্থ্য করলেন যোজনার আওতায় 96 লক্ষ পরিবারের 3.5 কোটি মানুষকে ভারতের প্রথম “স্মার্ট হেলথ কার্ড স্কিম” প্রদানকারী প্রথম ভারতীয় রাজ্য ওড়িশা।
৫। জম্মু-কাশ্মীরের সেনাবাহিনী চারশো কিলোমিটারে “জাজবা- ই- তিরঙ্গা” রিলে ম্যারাথনের আয়োজন করেছে।
৬। অলিম্পিয়ান প্রত্যু রবীন্দ্রন শ্রীজেশ ( PR Sreejesh), গোলরক্ষক এবং ভারতীয় জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক কে কেরালায় অ্যাডভেঞ্চার ট্যুরিজম এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করা হবে।
৭। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) রাউন্ড ট্রিপিং এর জন্য “রেগুলেটরি GAAR” চালু করবে।
৮। অ্যামোয়ে ইন্ডিয়া মীরাবাই চানু কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে।
৯। ভারতীয় রিজার্ভ ব্যাংকের তত্ত্বাবধানে থাকা সংস্থাগুলির দ্বারা কম্পলাইয়েন্স জোরদার করার জন্য একটি ওয়েব ভিত্তিক এন্ড- টু- এন্ড ওয়ার্ক অটোমেশন সিস্টেম, প্লাটফর্ম ফর ইন্টিগ্রেটেড সুপারভিশন ও মনিটরিং (PRISM) স্থাপন করেছে।
১০। SBI Life নতুন এজ- টার্ম বীমা পলিসি “SBI Life eShield Next” চালু করার ঘোষণা করেছে যা বীমাকৃত ব্যক্তির জীবনের প্রধান মাইলফলক অর্জন এর সাথে সাথে সুরক্ষা কভারেজের মাত্রা বাড়াবে।
১১। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘোষণা করেছেন যে 2023 সালে বর্তমান স্পনসরশিপ শেষ হওয়ার পর সরকার ভারতীয় হকি দল গুলিকে আরো 10 বছরের জন্য স্পনসর করবে।
১২। ভারতীয় নৌ-বাহিনী ভিয়েতনামের সাথে দ্বিপাক্ষীয় সমুদ্র মহড়া পরিচালনা করেছে।
১৩। “অপারেশন খুকরি” নিয়ে একটি বই প্রকাশ করলেন সিজিএস জেনারেল রাওয়াত।
20th August
১। 20 আগস্ট: বিশ্ব মশা দিবস।
প্রতি বছর 20 আগস্ট বিশ্ব মশা দিবস পালন করা হয়, এই দিনটি পালনের প্রধান উদ্দেশ্য হলো ম্যালেরিয়ার কারণ এবং তা কিভাবে প্রতিরোধ করা সম্ভব সে সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো।
২। 20 আগস্ট: সদ্ভাবনা দিবস।
প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্ম বার্ষিকী উপলক্ষে ভারতে প্রতি বছর 20 আগস্ট সদ্ভাবনা দিবস পালন করা হয়।
৩। 20 আগস্ট: অক্ষয় উর্জা দিবস 2021।
ভারতে নবায়নযোগ্য শক্তির উন্নয়ন এবং গ্রহণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য 20 আগস্ট অক্ষয় ঊর্জা দিবস পালন করা হয়।
৪। ফরিদাবাদ স্মার্ট সিটি লিমিটেড সোশ্যাল মিডিয়ায় উদ্যোগ প্রচার করার জন্য, একটি অপ্রত্যাশিত সহযোগী কমিক হিরো চাচা চৌধুরীকে শামিল করা হয়েছে।
৫।দিল্লি- চন্ডিগড় হাইওয়ে দেশের প্রথম ইভি-বান্ধব হাইওয়েতে পরিণত হয়েছে সোলার-ভিত্তিক বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন গুলির একটি নেটওয়ার্ক যুক্ত হয়ে।
৬। ভারত জাতিসংঘের সহযোগিতায় “UNITE Aware” নামে একটি প্রযুক্তি প্ল্যাটফর্ম চালু হয়েছে জাতিসংঘ শান্তিরক্ষীদের নিরাপত্তার জন্য।
৭। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 23 শে আগস্ট কনাট প্লেসের বাবা খড়ক মার্গে দেশের প্রথম স্মগ টাওয়ার উদ্বোধন করবেন।
স্মগ টাওয়ার প্রতি সেকেন্ডে 1000 ঘনমিটার বায়ু পরিষ্কার করবে।
৮। 19 শে আগস্ট 2021, নয়াদিল্লিতে ইনোভেশন ফর ডিফেন্স এক্সিলেন্স-ডিফেন্স ইনোভেশন অর্গানাইজেশন (iDEX-DIO) এর উদ্যোগ এর অধীনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিফেন্স ইন্ডিয়া স্টার্টআপ চ্যালেঞ্জ (ডিআইএসসি) 5.0 চালু করেন।
৯। ভিয়েতনামের পরে বিশ্বব্যাপী ক্রিপ্ত গ্রহণের ক্ষেত্রে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে, ব্লকচেইন ডেটা প্লাটফর্ম চেইনালাইসিসের 2021 গ্লোবাল ক্রিপ্টো এডাপশন ইনডেক্স অনুসারে।
১০। ইন্ডিয়া রেটিংস (Ind-Ra) FY22 – GDP বৃদ্ধির পূর্বানুমান করেছে 9.4%।
১১। তিনটি সশস্ত্র বাহিনীর মহিলা দল হিমাচলে মাউন্ট মনিরাঙ -এ আহরণ করেছেন।
১২। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি হায়দ্রাবাদে (IIT-H) প্রতিস্ঠিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(AI) এর সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন উদ্বোধন করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
১৩। নতুন ভোক্তাদের আকৃষ্ট এবং বর্তমান ব্যবহারকারীদের আনন্দ দিতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করার জন্য গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাপেলের সিড়ির মাধ্যমে 78 বছর বয়সী বলিউড তারকা অমিতাভ বচ্চনের কন্ঠ চালু করেছে অ্যামাজন আলেক্সা।
১৪।ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা (ব্রিকস) রিমোট সেন্সিং স্যাটেলাইট শেয়ারিংয়ের সহযোগিতার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে।
21st August
১।NPCI ইন্টারন্যাশনাল পেমেন্ট লিমিটেড (NIPL) সংযুক্ত আরব আমিরাতে UPI পেমেন্ট সিস্টেম ফেসিলিটি চালু করতে মাশরেক ব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে।
২।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে 2021 সালের 20 আগস্ট গুজরাটের সোমনাথে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
৩। হুরুন গ্লোবাল 500 সবচেয়ে মূল্যবান কোম্পানির তালিকায় 2021 অনুসারে অ্যাপেল বিশ্বের সবচেয়ে মূল্যবান( 2,443 বিলিয়ন মার্কিন ডলার) কোম্পানি।
৪। কোটাক মাহিন্দ্রা ব্যাংক “নিউ কালেকশন” নামে একটি প্লাটফর্ম চালু করেছে যা মিস করার ঋণ পরিশোধের জন্য একটি Do it yourself ডিজিটাল re-payment প্ল্যাটফর্ম।
৫।তিন বছরের জন্য ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন শান্তি লাল জৈন।
৬। ইন্ডিয়ান ফিলম ফেস্টিভাল অফ মেলবোর্নে(IFFM), 2021 ভার্চুয়ালি অনুষ্ঠিত ওয়ার্ড এর সর্বশেষ সংস্করণের বিজয়ীদের মধ্যে ছিলেন ফ্যামিলি ম্যান 2 অভিনেতা মনোজ বাজপাই এবং সামান্থা আক্কিনেনি।
ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ মেলবোর্ন (IFFM) 2021 এর বিজয়ীদের সম্পূর্ণ তালিকা এখানে দেওয়া হল:
- সেরা ফিচার ফিল্ম: সুরারাই পোত্রু
- সেরা পারফরমেন্স পুরুষ : সুরিয়া শিবকুমার (সুরারাই পোত্রু)
- সেরা পারফরম্যান্স মহিলা : বিদ্যা বালান (শেরনি) এবং নিমিশা সাজায়ান (দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন)
- সেরা পরিচালক: অনুরাগ বসু (লুডো) এবং পৃথ্বী কোনানুর (পিংকি এলি?)
- সেরা সিরিজ: মির্জাপুর সিজন 2
- সিরিজের সেরা অভিনেত্রী: সামান্থা আক্কিনেনি (দ্য ফ্যামিলি ম্যান 2)
- একটি সিরিজের সেরা অভিনেতা: মনোজ বাজপায়ী (দ্য ফ্যামিলি ম্যান 2)
- সিনেমায় ইকুয়ালিটি (শর্ট ফিল্ম): শের কোরমা
- সিনেমার পুরস্কারে ইকুয়ালিটি (ফিচার ফিল্ম): দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন
- সেরা ইন্ডি ফিল্ম: ফায়ার ইন দ্য মাউন্টেনস
- সিনেমা পুরস্কারে Diversity : পঙ্কজ ত্রিপাঠি
- Disruptor পুরস্কার: সানাল কুমার শশীধরণ
- সেরা ডকুমেন্টারি ফিল্ম: Shut Up Sona
৭। ফেসবুক ইন্ডিয়া অনলাইন ঋণ দেওয়ার প্ল্যাটফর্ম Indifi এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে ভারতের ‘ক্ষুদ্র ব্যবসা ঋণ উদ্যোগ‘ চালু করেছে।
৮। 21 আগস্ট: বিশ্ব প্রবীণ নাগরিক দিবস।
বিশ্বব্যাপী প্রতিবছর 21শে আগস্ট বিশ্ব প্রবীণ নাগরিক দিবস পালন করা হয়।
৯। 21 আগস্ট: আন্তর্জাতিক শ্রদ্ধাঞ্জলি দিবস।
জাতিসংঘ প্রতিবছর 21শে আগস্ট কে সন্ত্রাসবাদীদের শিকার হওয়া পীড়িতদের জন্য আন্তর্জাতিক শ্রদ্ধাঞ্জলি দিবস হিসেবে পালন করে।
১০। 19-25 শে আগস্ট পর্যন্ত সংস্কৃত সপ্তাহ উদযাপন করছে ভারত।
প্রাচীন ভাষার গুরুত্ব প্রচার জনপ্রিয়তা ও লালন করার জন্য এই সংস্কৃত সপ্তাহ পালন করা হচ্ছে।
আশা করি আমাদের দ্বারা প্রকাশিত সাপ্তাহিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali) আপনাদের ভালো লেগেছে | ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা |
আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |
আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB
আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram