নমস্কার প্রিয় বন্ধুগণ,
আজকের এই কেস স্টাডি সিরিজের পর্বে আমরা ভারতের -এর কেস স্টাডি অর্থাৎ সার্বিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছি | এই পোস্টে আমরা আমাদের দেশ ভারতের অর্থনৈতিক পরিবেশ (কৃষি)-এর সমস্ত খুঁটিনাটি তথ্য প্রশ্নের আকারে আপনাদের কাছে সহজ আকারে উপস্থাপন করা হয়েছে | এই জিকে গুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অত্যাবশ্যকীয় |
Case Study of India
Agriculture of India
ভারতের অর্থনৈতিক পরিবেশ (কৃষি)
1. দেশের প্রায় ৫০% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কৃষির উপর নির্ভরশীল।
2. দেশের জাতীয় আয়ের ১৫ % আসে কৃষি থেকে।
3. ভারতের মোট কৃষিজমির ৩৫% সেচ আওতাভুক্ত।
4. মৌসুমি বায়ু আগমনের সময় দেশে খরিফ ফসল চাষ করা হয়। উদা: আমন ধান, কার্পাস।
5. মৌসুমি বায়ু প্রত্যাগমনের সময় দেশে রবি শস্য চাষ করা হয়। উদা: গম, বোরো ধান।
6. ভারতের কৃষিজ ফসল চার ভাগে বিভক্ত। যেমন: খাদ্য ফসল, তন্তু ফসল, বাগিচা ফসল, বাণিজ্যিক ফসল।
7. ধান ভারতের প্রধান কৃষিজ ফসল।
8. চাপ রপ্তানিতে ভারত প্রথম স্থান অধিকার করে।
9. ভারতের পাঞ্জাবে সর্বাধিক ধান উৎপন্ন হয়।(হেক্টর প্রতি)
10. ধান উৎপাদনে ভারত বিশ্বে দ্বিতীয় সাথে অধিকার করে।
11. বর্ধমান পশ্চিমবঙ্গের ধান ভান্ডার।
12. গম উৎপাদনে ভারত দ্বিতীয় সাথে অধিকার করে।
13. ভারতের উত্তরপ্রদেশ গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে।
14. দিল্লির পুসায় ভারতের গম গবেষণা কেন্দ্র আছে।
15. ওডিশার কটকে ভারতের ধান গবেষণা কেন্দ্র আছে।
16. ভারতের পাঞ্জাবে সর্বাধিক গম উৎপন্ন হয়।(হেক্টর প্রতি)
17. জোয়ার,বাজরা,রাগি হল ভারতের প্রধান মিলেট শস্য।
18. জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকার করে মধ্যপ্রদেশ ও বাজরা ও রাগি উৎপাদনে তামিলনাড়ু প্রথমস্থান অধিকার করে।
19. আখ উৎপাদনে ভারত দ্বিতীয় সাথে অধিকার করে।
20. উত্তরপ্রদেশ আখ উৎপাদনে প্রথম সাথে অধিকার করে।
21. ভারত কার্পাস উৎপাদনে বিশ্বে তৃতীয় সাথে অধিকার করে।
22. গুজরাট কার্পাস উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে।
23. মহারাষ্ট্রের নাগপুরে আছে কার্পাস গবেষণা কেন্দ্র।
24. চা উৎপাদনে ভারত বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করে।
25. ভারতের আসামে সর্বাধিক চা উৎপাদন হয়।
26. দার্জিলিঙের চা গুণমানে পৃথিবী শ্রেষ্ঠ।
27. চা রপ্তানিতে ভারত চতুর্থ সাথে. অধিকার করে।
28. ভারতের কর্ণাটক সর্বাধিক কফি উৎপাদন হয়।
29. কফি উৎপাদনে ভারত বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করে।
30. ভারতের সবুজ বিপ্লবের জনক: Dr. M.S Swaminathan
আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |
আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB
আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram
Tags: Government jobs preparation, General Knowledge, GK in bengali, bengali case studies, bengali current affairs, India GK in Bengali, Indian Geography GK in Bengali, ssc cgl geography, ssc chsl geography, wbcs geography, geography of india, agriculture of india, wbcs geography gk, wbssc geography gk, wbpsc geography gk, wbps geography gk, geography of india, wb food SI geography gk, WBP Constable geography gk, West Bengal Police Constable Preliminary Gk, Food Inspector geography gk,