অসম | ভারতের অঙ্গরাজ্য সমূহ | Geography Gk | WB Competitive Exam | Eshoseekhi.COM

নমস্কার, প্রিয় বন্ধুরা আজ আমরা আলোচনা করবো ভারতের ভূগোল নিয়ে নিয়ে যা WBCS এর জন্য অতীব গুরুত্বপূর্ণ | এইখানে আপনি জানতে পারবেন অসম রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর|

1)  অসম এর মোট আয়তন কত? 

Ans: ৭৮,৪৩৮ বর্গকিমি।

2) অসম এর রাজধানীর নাম কি ?

Ans: দিসপুর।

3) অসম এর মোট কতগুলি জেলা?

Ans: ২৭ টি ।

4) অসম এর আইনসভা কিরূপ? 

Ans: এক কক্ষ বিশিষ্ট।

5) অসম এর হাইকোর্ট কোথায় অবস্থিত ? 

Ans: গুয়াহাটি।

6) অসম এর প্রধান ভাষা কি ?

Ans: অসমীয়া ও বাংলা।

7) অসম এর রাজ্যসভার সদস্য সংখ্যা কয়টি ?

Ans: ৭ টি।

8) অসম এর লোকসভা কেন্দ্রের সংখ্যা কয়টি ? 

Ans: ১৪ টি।

9) অসম এর মোট বিধান সভা কেন্দ্র কয়টি ?

Ans: ১২৬।

10) অসম এর জনসংখ্যার ঘনত্ব কি ?

Ans: ৩৯৭ প্রতি বর্গকিমি।

11) অরুণাচল প্রদেশের প্রধান নদনদী গুলি কি কি ? 

Ans: ব্রহ্মপুত্র, মানস, সুবর্ণসিরি।

12) অরুণাচল প্রদেশের প্রধান খনিজ দ্রব্য কি কি ? 

Ans: পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস।

13) অরুণাচল প্রদেশ এর প্রধান শিল্প কি কি ? 

Ans: চা, তৈল শোধনাগার, কয়লা, প্লাইউড।

14) অরুণাচল প্রদেশ এর বিমানবন্দর গুলির নাম কি কি ?

Ans: গুয়াহাটি, তেজপুর, জোড়হাট।

15) অরুণাচল প্রদেশ এর প্রধান শস্য কি কি ? 

Ans: চা।

16) অরুণাচল প্রদেশের প্রধান উপজাতি সমূহের নাম কী ? 

Ans: বোরো, কারবি, কুকি, দেউড়ি, লাংলু, গারো, ডিমাসা, মিসিং, রেংমা, রাভা, সনোয়াল। 

17) অসম এর উৎসব গুলি কি কি ? 

Ans: বিহু, রঙ্গালি বিহু, ভোগালি বিহু বা মাঘ বিহু, কাতি বিহু বা কঙ্গালী বিহু। 

18) অসম এর প্রধান নৃত্য কি ? 

Ans: বিহু, বাম্বু নৃত্য। 

19) পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় ? 

Ans: অসম (বার্ষিক ১৭৮ – ৩০৫ সেমি )।

20) অসম এর আয়তন এ সবচেয়ে বড় জেলা কোনটি ?

Ans: শোনিতপুর।

 


ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা | 

আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |

আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB

আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram

Tags : wbcs geography question,  wbssc geography question, wbpsc geography question, wbps geography question, geography of india, wb food SI geography question, WBP Constable geography question, West Bengal Police Constable Preliminary question, Food Inspector geography question, aasam capital, aasam cheif minister, aasam laguage, aasam area, aasam governor, aasam food, 

Check Also

ভারতের অঙ্গরাজ্য সমূহ : উত্তরাখণ্ড । Geography Gk । Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ,  আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি  গুরুত্বপূর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *