ভারতের স্বাধীনতার ইতিহাসে বিভিন্ন গোলটেবিল বৈঠক । Various roundtable meetings on the History of Indian Independence

নমস্কার, প্রিয় বন্ধুরা আজ আমরা আলোচনা করবো বাংলার ইতিহাস নিয়ে যা অতীব গুরুত্বপূর্ণ | এইখানে আপনি জানতে পারবেন ভারতের স্বাধীনতার ইতিহাসে বিভিন্ন গোলটেবিল বৈঠক ভিত্তিক তালিকা | ( Various roundtable meetings on the History of Indian Independence )

বৈঠকসময়কালস্থানঅংশগ্রহন
প্রথম গোলটেবিল বৈঠক১৯৩০ খ্রিস্টাব্দের নভেম্বর থেকে ১৯৩১ খ্রিস্টাব্দের জানুয়ারি পর্যন্তলন্ডনজাতীয় কংগ্রেস অংশগ্রহন করেনি। তবে মুসলিম লিগের আগা খান, মহম্মাদ আলি জিন্না প্রমুখ।
দ্বিতীয় গোলটেবিল বৈঠক১৯৩১ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর থেকে ১৯৩১ খ্রিস্টাব্দের নভেম্বর পর্যন্তলন্ডনজাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গান্ধিজি এতে যোগ দেন। মুসলিম লিগের পক্ষ থেকে মহম্মাদ আলি জিন্না, ফজলুল হক, মহম্মদ ইকবাল প্রমুখ অংশগ্রহন করেন।
তৃতীয় গোলটেবিল বৈঠক১৯৩২ খ্রিস্টাব্দের নভেম্বর থেকে ১৯৩২ খ্রিস্টাব্দের ডিসেম্বর পর্যন্তলন্ডনজাতীয় কংগ্রেস অংশগ্রহন করেনি। আগা খান, বি. আর. আম্বেদকর, মহম্মদ ইকবাল প্রমুখ অংশগ্রহন করেন।

ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা | 

আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |

আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB

আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram

Tags: various roundtable meetings on the history of Indian independence, History of India, ভারতের স্বাধীনতার ইতিহাসে বিভিন্ন গোলটেবিল বৈঠক , ভারতের ইতিহাস , wbcs history gk,  wbssc history gk, wb food SI history gk, WBP Constable history gk, West Bengal Police Constable Preliminary Gk, Food Inspector history gk, wbpsc history gk, wbps history gk,  

Check Also

ভারতের অঙ্গরাজ্য সমূহ : উত্তরাখণ্ড । Geography Gk । Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ,  আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি  গুরুত্বপূর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *