নমস্কার, প্রিয় বন্ধুরা আজ আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে যা অতীব গুরুত্বপূর্ণ |এইখানে আপনি জানতে পারবেন পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ-নদীর তালিকা |(Rivers in the western plateau region of West Bengal)|
পশ্চিমবঙ্গের ভূগোল
(West Bengal Geography)
Rivers in the western plateau region of West Bengal
নদ-নদী | উৎপত্তি | পতনস্থল | উপনদী | মন্তব্য |
---|---|---|---|---|
দামোদর | ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড় | ভাগীরথী - হুগলী নদীতে | বরাকর কোনার বোকারো আয়ার | পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী দুঃখের নদী নামে পরিচিত |
সুবর্ণরেখা | পালামৌ জেলার টোরির কাছে | বঙ্গোপসাগর | শঙ্খ সাপুনিনালা রুপাই ডুলুং | মূলত ঝাড়খণ্ড ও ওড়িশার নদী |
কংসাবতী | অযোধ্যা পাহাড় সংলগ্ন ঝাবর বন পাহাড় | হুগলী নদীতে | কুমারী বান্দু পাটলো | কংসাবতী ড্যাম |
অজয় | ঝাড়খণ্ডের দুমকা | ভাগীরথী | কুনুর হিংলা তুমুনি | বন্যাপ্রবণ |
ময়ূরাক্ষী | বৈদ্যনাথ ধামের ত্রিকূট পাহাড় | ভাগীরথী | পুশকানি | ম্যাসাঞ্জর ড্যাম/ তিলপাড়া ব্যারেজ |
রূপনারায়ণ | পশ্চিমের মালভূমি অঞ্চল | হুগলী নদী | মুণ্ডেশ্বরী | দারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ |
হলদি | কেশপুরের কাছে কেলেঘাই নদীর সঙ্গে যুক্ত হয়ে কাঁসাই এর নাম হয়েছে হলদি নদী | ভাগীরথী | কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ | |
কুমারী নদী | কুনওয়ারি ও কয়েকটি নামহীন ঝোরার সঙ্গে মিশে কুমারী নদীর জন্ম | টোটকা নামে এক নদী কুমারী নদীর সাথে মিশেছে | হনুমাতা, নাঙ্গাসাই, ঝোড়নালা, চাকানালা | পুরুলিয়ায় কুমারীর দৈর্ঘ্য প্রায় 64 কিমি |
শিলাই বা শিলাবতী নদী | পুঞ্চা শহরের কাছে এক উচ্চভূমি থেকে | দ্বারকেশ্বরে পড়েছে | জয়, পাণ্ডা, পুরন্দর | নদীটি দারকেশ্বর বা রূপনারায়ণে পড়েছে| |
গন্ধেশ্বরী | পুরুলিয়া ও বাঁকুড়ার সীমান্তে | দ্বারকেশ্বরে পড়েছে | গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বরের মিলনস্থলে বাঁকুড়া নদী অবস্থিত | |
বরাকর | ছোটনাগপুর | দামোদরে পড়েছে | চালনা | এটি দামোদরের প্রধান উপনদী |
ব্রাহ্মণী/কালিন্দী | বিহারের দুধুয়া পাহাড়ে | মুর্শিদাবাদে গিয়ে দ্বারকা নদের সঙ্গে মিশেছে | ত্রিপিটার ও গামারি | |
দ্বারকা | বিহারের উচ্চভূমি | ময়ূরাক্ষীর সাথে মিশেছে | দ্বারকার তীরে তারাপীঠ অবস্থিত | |
কোপাই | বীরভূমের পশ্চিম সীমান্তের কালি পাথর এবং সুখাদ্রিপুর গ্রামের সন্নিহিত অঞ্চল | বক্রেশ্বর নদী ও কোপাই এর লাভপুরের কাছে| | কোপাইনদীর ডান তটে কঙ্কালিতলা তীর্থস্থান | |
বক্রেশ্বর | সাঁওতাল পরগনার রাজনগরের দক্ষিণে সুখাদ্রিপুর গ্রামের কাছে | পার্বতীপুরে চন্দ্রভাগা নদীর সঙ্গে মিশেছে | এরপর কোপাইএর সাথে মিশেছে| | চন্দ্রভাগা | |
মুণ্ডেশ্বরী | দামোদরের দক্ষিণ শাখা | স্থানীয় আদিবাসীরা একে "কাঁকি নদী" বলে | ||
সরস্বতী | ত্রিবেণী | হুগলী নদীতে মিশেছে | ত্রিবেণীতে এসে মা গঙ্গা তিনটি শাখায় ভাগ হয়ে প্রভাবিত হয়েছে| পূর্ব শাখার নাম যমুনা,মধ্যধারা ভাগীরথী, পশ্চিম শাখাটি হল সরস্বতী |
ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা |
আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |
আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB
আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram
Tags: Rivers in the western plateau region of West Bengal, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ-নদী,wbcs geography gk, wbssc geography gk, wb food SI geography gk, WBP Constable geography gk, West Bengal Police Constable Preliminary Gk, Food Inspector geography gk, wbpsc geography gk, wbps geography gk,