নমস্কার প্রিয় বন্ধুরা, এসোশিখির অফিসিয়াল সাইটে স্বাগত। আমাদের প্রয়াস সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সঠিক দিক নির্দেশনা। আশা করি আমাদের এই স্বাস্থ্য ও রোগ (Helath and Diseases) পর্ব আপনাদের ভালো লাগবে।
প্রাণী বিদ্যা
Biology and Human Welfare
স্বাস্থ্য ও রোগ (Health and Disease)
1. কোন প্রাণীর দায়রা ডেঙ্গু রোগ ছড়ায়?
(ক) পুরুষ এডিস
(খ) স্ত্রী এডিস
(গ) উপরের দুটিই
(ঘ) সবকটিই ভুল
উত্তর: স্ত্রী এডিস
2. টাইফয়েডের জন্য দায়ী ______।
(ক) সিগেলা
(খ) Giardia
(গ) Escherichia
(ঘ) সালমোনেলা
উত্তর: সালমোনেলা
3. Antibody হল _______ জাতীয় বস্তু।
(ক) স্নেহ
(খ) প্রোটিন
(গ) জিন
(ঘ) শর্করা
উত্তর: প্রোটিন
4. যে রোগে শিশুরা বেশি মারা যায় সেটি হল:
(ক)টিউবারকিউলোসিস
(খ) হুপিং কাশি
(গ) হাম
(ঘ) ডিপথেরিয়া
উত্তর: টিউবারকিউলোসিস
5. লাং ক্যান্সার হওয়ার কারণ:
(ক) সিমেন্ট কারখানা
(খ) বক্সাইট কারখানা
(গ) কয়লা কারখানা
(ঘ) ক্রোমিয়াম ফ্লুরাইড
উত্তর: ক্রোমিয়াম ফ্লুরাইড
6. একটি মশা বাহিত রোগ হল :
(ক) পীত জ্বর ও ডেঙ্গু
(খ) টাইফাস
(গ) ম্যালেরিয়া ও চাগাস ডিসিস
(ঘ) কালা জ্বর ও ডিপথেরিয়া
উত্তর: পীত জ্বর ও ডেঙ্গু
7. নিম্নলিখিত কোনটি নির্মূল করা সম্ভব?
(ক) গুটি বসন্ত
(খ) পোলিও
(গ) প্লেগ
(ঘ) কালা জ্বর
উত্তর: গুটি বসন্ত
8. ভ্যাকসিনেশন প্রদান করে
(ক) অর্জিত অন্যক্রমতা
(খ) সহজাত অন্যক্রমতা
(গ) নিষ্ক্রয় অন্যক্রমতা
(ঘ) ওপরের সবকটি
উত্তর: সক্রিয় অন্যক্রমতা
9. AIDS হল
(ক) ব্লাড ক্যান্সার
(খ) ব্যাক্টেরিয়াম
(গ) TMV
(ঘ) Human T Cell
উত্তর: Human T Cell
10. ভ্যাকসিনেশনেই ভিত্তি স্থাপন করেন
(ক) পাস্তুর
(খ) সক
(গ) কোলার
(ঘ) সবগুলি ভুল
উত্তর: পাস্তুর
11. হে জ্বরের কারণ:
(ক) Allergy
(খ) ডেঙ্গু
(গ) হেপাটাইটিস
(ঘ) হেলপার T Cell
উত্তর: Allergy
12. এর মধ্যে কোনটি ক্যান্সার কোষ ?
(ক) সারকোমা
(খ) লিম্ফোমা
(গ) কারসিনোমা
(ঘ) গ্লুকোমা
উত্তর: কারসিনোমা
13. নীচের কোনটি জলবাহিত রোগ?
(ক) গুটি বসন্ত
(খ) টিবি
(গ) ক্যান্সার
(ঘ) হেপাটাইটিস
উত্তর: হেপাটাইটিস
14. এর মধ্যে কোনটি ভাইরাস ঘটিত রোগ?
(ক) ডিপথেরিয়া
(খ) টাইফয়েড
(গ) পোলিও
(ঘ) টিউবারকেউলোসিস
উত্তর: পোলিও
15. কোন পদার্থ মানব দেহে প্রবেশ করলে antibody তৈরী হয়?
(ক) Antibody
(খ) হিস্টামিন
(গ) Antigen
(ঘ) (খ) & (গ)
উত্তর: Antigen
আশা করি আমাদের দ্বারা প্রকাশিত সাপ্তাহিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali) আপনাদের ভালো লেগেছে | ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা | আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FBআমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram Tags: health and disease,health and disease mcq, health and disease class 12, health and disease answer, health and disease pdf, health and disease exercise, health and disease facts, biology gk for competitive exams, competitive exam preparation, ssc chsl exam, ssc cgl exam, ssc cgl 2021, quantitive aptitude for competitive exams,স্বাস্থ্য ও রোগ