nfhs-5-gk

NFHS 5| Important Gk| SSC CGL | SSC CHSL| WBCS

এসোশিখির অফিসিয়াল সাইটে স্বাগত। আমাদের প্রয়াস সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সঠিক দিক নির্দেশনা। আশা করি আমাদের এই পর্ব আপনাদের ভালো লাগবে।

NFHS-5 Gk

  1. NFHS-5 কোন কোন সংস্থা দ্বারা আয়োজিত হয়েছে? 

উত্তর: চারটি সংস্থা: 

  • IIPS 
  • ORC Macro
  • East West Center 
  • Honolulu 

2. NFHS-5 আয়োজিত হওয়ার জন্য কোন কোন সংস্থা আর্থিক সাহায্য প্রদান করেছে? 

 

উত্তর: USAID ও UNICEF 

3. প্রথম বারের মতো NFHS বা NFHS-1 কবে অনুষ্ঠিত হয়? 

 

উত্তর: ১৯৯২-১৯৯৩ 

 4. NFHS-5 এ কোন বিষয়টি প্রথমবারের মতো নিরীক্ষা করা হয়? 

 

উত্তর: ইন্টারনেট ব্যবহরকারীদের সংখ্যা

5. NFHS-5 অনুযায়ী ভারত Global Hunger Index এ কততম স্থান পেয়েছে? 

 

উত্তর: ১০৭টি দেশের মধ্যে ৯৪ তম।

 

6. ভারতের বর্তমান TFR(Total fertility Rate) কত? 

 

উত্তর: ২.১ 

 

7. ভারতের কত শতাংশ গ্রামের মহিলা ইন্টারনেট ব্যাবহার করে? 

 

উত্তর: ৩৪% 

 

8. ভারতের কত শতাংশ শহরের মহিলা ইন্টারনেট ব্যাবহার করে? 

 

উত্তর: ৫৬%

 

9. ভারতের কত শতাংশ গ্রামের পুরুষ ইন্টারনেট ব্যাবহার করে? 

 

উত্তর: ৫৬%

 

10. ভারতের কত শতাংশ শহরের পুরুষ ইন্টারনেট ব্যাবহার করে? 

 

উত্তর: ৭৪%

 11. ভারতের কত শতাংশ  পুরুষ ইন্টারনেট ব্যাবহার করে?

 

উত্তর: ৬২%

 

12. ভারতের কত শতাংশ মহিলা ইন্টারনেট ব্যাবহার করে? 

 

উত্তর: ৪২%

13.ভারতের কোন রাজ্যে TFR সর্বাধিক?

 

উত্তর: বিহার 

 

14. ভারতের কোন রাজ্যে TFR সর্বনিম্ন?

 

উত্তর: সিকিম

 

15. CPR কী? 

 

উত্তর: Contraceptive Prevalence Rate 

 

18. PUY ও JSY কী?

 

উত্তর: 

  • PUY: প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা 
  • JSY: জ্বালানি সুরক্ষা যোজনা 

19. Vaccine Mission Indradhanush কী? 

 

উত্তর: এটি একটি প্রকল্প যা ২০১৪ সালে শুরু করা হয়। এই প্রকল্পের উদেশ্য ২০২০ এর মধ্যে সর্বভারতীয় স্তরে ৯০% অন্যক্রমতা প্রদান।

 

20.  ভারতের কোন কোন রাজ্যে ইন্টারনেট ব্যবহারকারীদের ক্ষেত্রে সর্বাধিক ও সর্বনিম্ন লিঙ্গ ভিত্তিক বিভেদ দেখা যায়? 

 

উত্তর: 

  • সর্বাধিক: বিহার 
  • সর্বনিম্ন: সিকিম 

Tags: gk questions on nfhs-5,nfhs-5 pdf,nfhs-5 upsc vision ias,nfhs-5 bengali, nfhs-5 data download, nfhs-analyis, nfhs-5 articles, nfhs-5 westbengal, nfhs-5 child nutrition

Check Also

ভারতের অঙ্গরাজ্য সমূহ : উত্তরাখণ্ড । Geography Gk । Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ,  আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি  গুরুত্বপূর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *