নমস্কার প্রিয় বন্ধুগণ,
আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন WB Primary TET এর কিছু গুরুত্বপূর্ণ Practice SET নিয়ে । এই প্রাইমারি টেট প্র্যাকটিস সেটটিতে আমরা পরিবেশবিদ্যার (Environmental Studies) গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করেছি । আশা করি আমাদের এই উদ্যোগে তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে কিছুটা সুবিধে হবে । WB Primary TET 2022 Practice SET Environmental Studies
প্রাইমারি টেট প্র্যাকটিস সেট
বিষয় : পরিবেশবিদ্যা (EVS)
প্রশ্ন : বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ করা হয় নিচের কোনটির মাধ্যমে –
(a) জিন ব্যাঙ্ক (b) জিন লাইব্রেরি
(c) হারবেরিয়াম (d) কোনটিই নয়
উত্তর : (a) জিন ব্যাঙ্ক
প্রশ্ন: ইন-সিটু সংরক্ষণের উদাহরণ হল –
(a) কলা পালন (b) ন্যাশনাল পার্ক
(c) উদ্ভিদ উদ্যান (d) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
উত্তর : (b) ন্যাশনাল পার্ক
প্রশ্ন: “কোর জোন”, “বাফার জোন” দেখা যায় –
(a) বায়োস্ফিয়ার রিজার্ভে (b) স্যাংচুয়ারিতে
(c) টাইগার রিজার্ভে (d) ন্যাশনাল পার্কে
উত্তর : (a) বায়োস্ফিয়ার রিজার্ভে
প্রশ্ন: জীববৈচিত্র্যের অন্তর্গত ঔষধি গুণসম্পন্ন একটি উদ্ভিদ হল –
(a) সর্পগন্ধা (b) অর্কিড
(c) সেগুন (d) পেঁপে
উত্তর : (a) সর্পগন্ধা
প্রশ্ন: অত্যাধিক জনসংখ্যা বাড়ার কারণ –
(a) মৃত্যুহার কমে যাওয়া
(b) জন্মহার কমে যাওয়া
(c) রোগ নিরাময় হার কমে যাওয়া
(d) প্রাকৃতিক বিপর্যয়কমে যাওয়া
উত্তর : (a) মৃত্যুহার কমে যাওয়া
প্রশ্ন: পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হল –
(a) অভিযোজন (b) অভিব্যক্তি
(c) প্রজনন (d) অতিপ্রজনন
উত্তর : (b) অভিব্যক্তি
প্রশ্ন: আকাশে বিদ্যুৎক্ষরণ হলে মাটিতে কোন মৌলের পরিমাণ বৃদ্ধি পায় –
(a) নাইট্রোজেন (b) অক্সিজেন
(c) পটাশিয়াম (d) ফসফরাস
উত্তর : (a) নাইট্রোজেন
প্রশ্ন: বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত ? –
(a) 20.60% (b) 0.03%
(c) 77.17% (d) 0.04%
উত্তর : (c) 77.17%
প্রশ্ন: পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত ‘বিগ ব্যাং থিওরি’ এর প্রবক্তা হলেন –
(a) লেমাইটার (b) চার্লস আবে
(c) চার্লস ডারউইন (d) কান্ট
উত্তর : (a) লেমাইটার
প্রশ্ন: কোন সংস্থার দ্বারা দূষণ নিয়ন্ত্রক বিষয়গুলি যুক্ত –
(a) Central Bureau of Investigation
(b) Central Pollution Control Board
(c) Indian Council of Agricultural Research
(d) উভয়ই
উত্তর : (b) Central Pollution Control Board
প্রশ্ন: প্রাণের রাসায়নিক উৎপত্তির প্রথম ধাপ হল –
(a) কোয়াসারভেট উৎপাদন (b) প্রোটিনয়েডের উৎপত্তি
(c) হারবেরিয়াম (d) কোনটিই নয়
উত্তর : (a) কোয়াসারভেট উৎপাদন
প্রশ্ন : মানুষের সুষুম্নাস্নায়ুর সংখ্যা কত ? –
(a) 6 জোড়া (b) 12 জোড়া
(c) 30 জোড়া (d) 31 জোড়া
উত্তর : (d) 31 জোড়া
প্রশ্ন : রডোডেনড্রন প্রজাতি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় –
(a) পূর্ব হিমালয় (b) পশ্চিমঘাট পর্বতমালা
(c) সুন্দাল্যান্ড (d) ইন্দোবার্মা অঞ্চল
উত্তর : (a) পূর্ব হিমালয়
প্রশ্ন : প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রিত হয় কোন অঙ্গের মাধ্যমে ? –
(a) গুরুমস্তিষ্ক (b) মধ্যমস্তিষ্ক
(c) লঘুমস্তিষ্ক (d) সুষুম্নাকাণ্ড
উত্তর : d) সুষুম্নাকাণ্ড
প্রশ্ন: 1986 খ্রিস্টাব্দে কোথায় ভারতের সর্বপ্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপিত হয় ? –
(a) সুন্দরবনে (b) নীলগিরিতে
(c) নন্দাদেবীতে (d) মিনামার উপকূলে
উত্তর : (b) নীলগিরিতে
ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা |
আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |
আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB
আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram
Tags: wb primary tet syllabus 2022 pdf download, wb primary tet practce set on envs, wb tet syllabus, Environmental Studies question paper with answers pdf in bengali, , wb primary tet 2022 notification, wb upper primary tet syllabus 2022 pdf download, wb primary tet 2022 notification, west bengal primary tet syllabus 2022, wb tet 2022 notification, wb tet 2022 prractice set, প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর