case-study-of-bangladesh

Case Study of Bangladesh| বাংলাদেশের সার্বিক বিশ্লেষণ  |SSC CGL| SSC CHSL | WBCS

Case study of Bangladesh

বাংলাদেশের সার্বিক বিশ্লেষণ 

ভারতের অন্যতম বন্ধু রাষ্ট্র বাংলাদেশ সম্বন্ধে আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে আজকের এই পর্ব।

ইতিহাস: ১৯৭১ সালে ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় পাকিস্তানের অধীনতা থেকে মুক্ত হয় বাংলাদেশ।মূলত বাংলা ভাষার জন্য সর্ববৃহৎ আন্দোলন ছিল তাদের এই স্বাধীনতা সংগ্রাম।

প্রতিবেশী রাষ্ট্র: ভারত ও মায়ানমার। ভারতের সর্বমোট পাঁচ রাজ্য আসাম,মেঘালয়,পশ্চিমবঙ্গ,মিজোরাম বাংলাদেশের  স্থল বর্ডারের সাথে যুক্ত।ভারতের সাথে বাংলাদেশ সর্বাধিক স্থল সীমানার সাথে যুক্ত(বিশ্বে স্থান: পঞ্চম)।(৪০৯৬.৭ কি.মি)। এর মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে সর্বাধিক স্থল সীমানার সাথে যুক্ত। শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের রাষ্ট্রপিতা বলা হয়। এছাড়া তিনি বঙ্গবন্ধু নামেও পরিচিত।

সংসদের নাম: জাতীয় সংসদ(একসদনীয়)। সর্বমোট সদস্য সংখ্যা ৩৫০।

জাতীয় পতাকা: লাল রঙের গোলাকার অঙ্গ দেশের স্বাধীনতায় শহীদ হওয়া মুক্তি যোদ্ধার রক্তকে নির্দেশ করে।অপরদিকে সবুজ রং ভূমি বা যুবশক্তিকে নির্দেশ করে।

জনসংখ্যা: ১৬ কোটি প্রায় (বিশ্বে স্থান অষ্টম)

ক্ষেত্রফল: ১ লক্ষ ৪৮ হাজার ৪৬০ বর্গ কিমি

জন ঘনত্ব: ১২৬৫

প্রধান মন্ত্রী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা শেখ হাসিনা

রাষ্ট্রপতি: আব্দুল হামিদ

মুদ্রা: টাকা

রাজ্য : ত্রিপুরার সর্বমোট রাজ্য সংখ্যা ৮

১. রংপুর

২. ময়মনসিংহ

৩. সিলেট

৪. রাজশাহী

৫. ঢাকা

৬. খুলনা

৭. চট্টগ্রাম

৮.বরিশাল

রাজধানী: ঢাকা

প্রধান ট্রেন পরিষেবা: ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস এই দুটি ট্রেন চলাচল হয়।

প্রধান পশু: রয়েল বেঙ্গল টাইগার

প্রধান পাখি: Oriental Magpie Robin

প্রধান ফুল: Water lily

প্রধান ভাষা: বাংলা

প্রধান খেলা: কবাডি 

প্রধান ফল: কাঁঠাল 

জাতীয় সংগীত: আমার সোনার বাংলা (রচয়িতা:রবীন্দ্রনাথ ঠাকুর)

প্রধান মাছ: ইলিশ 

প্রধান গাছ: আম গাছ

প্রধান ফসল: পাট ও চাল (পাট উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয় স্থান অধিকার করে)

ভৌগোলিক অবস্থান:

প্রধান নদী: যমুনা,পদ্মা, মেঘনা(এর মধ্যে ব্রহ্মপুত্র নদী ভারতের অসম হয়ে বাংলাদেশে যমুনা নাম পরিচিত ও পশ্চিমবঙ্গের গঙ্গা বাংলাদেশে পদ্মা নামে পরিচিত)

প্রধান জলবায়ু: মৌসুমি জলবায়ু

ডেল্টা: বাংলাদেশের সুন্দরবন ডেল্টা বিশ্বের সবথেকে বড় ডেল্টা।

প্রধান পর্যটন কেন্দ্র: কক্সবাজার, ঢাকেশ্বরী মন্দির, খাগড়াছড়ি, বান্দরবন, সেন্টমার্টিন 

 

Tags: case study of bangladesh  tripura a state history in bangladesh, bangladesh tourist place, bangladesh national food, bangladesh national bird, bangladesh competitive exams, bangladesh related gk, bangladesh related gk questions, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের প্রধান নদী, বাংলাদেশের প্রধান টুরিস্ট স্পট, বাংলাদেশের ইতিহাস

Check Also

ভারতের অঙ্গরাজ্য সমূহ : উত্তরাখণ্ড । Geography Gk । Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ,  আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি  গুরুত্বপূর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *