নমস্কার, প্রিয় বন্ধুগণ,
আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে| এই প্রশ্নগুলি যেকোনো চাকরির পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ|
1. ভারতের নবীনতম রাজ্য কোনটি ?
উত্তরঃ ঝাড়খণ্ড।
2. ঝাড়খণ্ডের রাজধানী কোথায় অবস্থিত ?
উত্তরঃ রাঁচি।
3. ঝাড়খণ্ডের হাইকোর্ট কোথায় অবস্থিত?
উত্তরঃ ঝাড়খণ্ড।
4. ঝাড়খণ্ডের প্রধান ভাষা কি ?
উত্তরঃ হিন্দি।
5. ঝাড়খণ্ডের প্রধান নদনদী কি কি ?
উত্তরঃ সুবর্ণরেখা, উত্তর ও দক্ষিণ কোয়েল।
6. ঝাড়খণ্ডের প্রধান খনিজ দ্রব্য কি কি ?
উত্তরঃ কয়লা, লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ, অভ্র, বক্সাইট, তামা।
7. ঝাড়খণ্ডের প্রধান শিল্প কি কি ?
উত্তরঃ লৌহ ইস্পাত শিল্প, সিমেন্ট শিল্প, সার।
8. ঝাড়খণ্ডের বিমান বন্দর কোথায় অবস্থিত ?
উত্তরঃ রাঁচি।
9. হুন্ড্রু জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তরঃ ঝাড়খণ্ড।
10. দশম জলপ্রপাত কোন রাজ্যের অন্তর্গত ?
উত্তরঃ ঝাড়খণ্ড।
11. জনহা জলপ্রপাত কোন রাজ্যের অন্তর্গত ?
উত্তরঃ ঝাড়খণ্ড।
12. হির্নি জলপ্রপাত কোন রাজ্যের অন্তর্গত ?
উত্তরঃ ঝাড়খণ্ড।