নমস্কার, প্রিয় বন্ধুগণ,
আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে| এই প্রশ্নগুলি যেকোনো চাকরির পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ |
1. জম্মু ও কাশ্মীরের রাজধানী কোথায় অবস্থিত ?
উত্তরঃ শ্রীনগর (গ্রীষ্মকালীন) ও জম্মু (শীত কালীন)।
2. জম্মু ও কাশ্মীরের আইনসভা কীরূপ ?
উত্তরঃ দ্বিকক্ষ বিশিষ্ট।
3. জম্মু ও কাশ্মীরের হাই কোর্ট কোথায় অবস্থিত ?
উত্তরঃ শ্রীনগর ও জম্মু তে।
4. জম্মু কাশ্মীরের প্রধান নৃত্য কি ?
উত্তরঃ চাকরি , রউফ।
5. জম্মু ও কাশ্মীরের প্রধান শস্য কি ?
উত্তরঃ ধান, মেজ, বার্লি, জাফরান, রাগি, গম।
6. জম্মু ও কাশ্মীরের প্রধান খনিজ দ্রব্য কি কি ?
উত্তরঃ লিগনাইট, তামা, জিংক, চুনাপাথর, বক্সাইট।
7. জম্মু ও কাশ্মীরের প্রধান শিল্প কি কি ?
উত্তরঃ হস্তশিল্প, হ্যান্ডলুম, কার্পেট, শাল, বক্সাইট।
8. জম্মু ও কাশ্মীরের বিমান বন্দর কোথায় অবস্থিত ?
উত্তরঃ শ্রীনগর ও জম্মু।
9. জম্মু ও কাশ্মীরের লোকসভা কেন্দ্রের সংখ্যা কয়টি ?
উত্তরঃ ৪ টি।
10. আয়তনে ভারতের বৃহত্তম লোকসভা কেন্দ্র কোনটি ?
উত্তরঃ জম্মু ও কাশ্মীরের লাদাখ।
11. রাজৌরি ও সাম্বা কোথায় অবস্থিত ?
উত্তরঃ জম্মু ও কাশ্মীরে।