নমস্কার, প্রিয় বন্ধুগণ,
আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে| এই প্রশ্নগুলি যেকোনো চাকরির পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ|
1. কচ্ছ এর রান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ গুজরাট।
2. খেদা, পোরবন্দর, রাজকোট কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ গুজরাট।
3. জামনগর, ভাদোদরা কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ গুজরাট।
4. গুজরাটের রাজধানী কোথায় অবস্থিত ?
উত্তরঃ গান্ধীনগর।
5. গুজরাটের জেলার সংখ্যা কয়টি ?
উত্তরঃ ২৫।
6. গুজরাটের আইনসভা কীরূপ ?
উত্তরঃ এক কক্ষ বিশিষ্ট।
7. গুজরাটের হাইকোর্ট কোথায় অবস্থিত ?
উত্তরঃ আমেদাবাদ।
8. গুজরাটের ভাষা কি কি ?
উত্তরঃ গুজরাত, সিন্ধ্রি।
9. গুজরাটের প্রধান বন্দর কি কি ?
উত্তরঃ কান্দালা।
10. গুজরাটের প্রধান নৃত্য কি কি ?
উত্তরঃ গার্বা, ডান্ডিয়া, রাস, টিপ্পনি।
11. গুজরাটের প্রধান নদনদী কি কি ?
উত্তরঃ নর্মদা, তাপ্তী, মহানদি, সবরমতি, মাহি।
12. গুজরাটের প্রধান শস্য কি কি ?
উত্তরঃ তুলা, জোয়ার, বাজরা, তামাক, ধান, গম।
13. গুজরাটের প্রধান খনিজ দ্রব্য কি কি ?
উত্তরঃ ম্যাঙ্গানিজ, জিপসাম, বক্সাইট, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস।
14. গুজরাটের প্রধান বিমান বন্দর গুলি কি কি ?
উত্তরঃ আমেদাবাদ, বরদা, ভিমনগর, কণ্ডালা, ভুজ, রাজকোট।
15. গুজরাটে কোন সভ্যতার নিদর্শন পাওয়া যায় ?
উত্তরঃ হরপ্পা সভ্যতার ৫০ টি কেন্দ্রের নিদর্শন।
16. গুজরাটের কোথায় কোথায় হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া যায় ?
উত্তরঃ পাকিস্তানের সীমান্তে উত্তর গুজরাটের পশ্চিম প্রান্তে কলিওয়ারা তালুক এবং রাধানপুর ও মোতি পিপারিতে হরপ্পা সভ্যতার দুটি নিদর্শন পাওয়া যায়।