নমস্কার, প্রিয় বন্ধুগণ,
এসো শিখি.কম ওয়েবসাইটে আপনাকে স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আমাদের এশিয়া মহাদেশের বিভিন্ন তথ্য নিয়ে |
ASIA GK for Exams in Bengali
1. এশিয়া শব্দটি কোথা থেকে এসেছে ?
উত্তর: Ancient Greek word Ἀσία, থেকে |
2. এশিয়ার সবথেকে শুষ্কতম অঞ্চল কোনটি ?
উত্তর: Aden, Yemen
3. বিশ্বের সবথেকে বড় মহাদেশ কোনটি ?
উত্তর: এশিয়া
4. সমগ্র বিশ্বের কত শতাংশ জনসংখ্যা এশিয়া মহাদেশে বসবাস করে?
উত্তর: ৪৫৬.০৭ কোটি যা সমগ্র বিশ্বের সর্বমোট জনসংখ্যার ৫৯.৭৬%
5. এশিয়া ও বিশ্বের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয়?
উত্তর: মৌসিনরাম
6. এশিয়ার সবথেকে বড় সাগর কোনটি?
উত্তর: ফিলিপাইন সাগর
7. এশিয়ার সবথেকে বড় পর্বতমালা কোনটি?
উত্তর : হিমালয়
8. এশিয়ার সবথেকে বড় হ্রদ কোনটি?
উত্তর: কাস্পিয়ান সাগর
9. বিশ্বের সবেথেকে গভীর হ্রদ কোনটি?
উত্তর: বৈকাল হ্রদ
10. এশিয়ার সর্ববৃহৎ ও সর্বাপেক্ষা ক্ষুদ্র রাষ্ট্র কোনটি?
উত্তর: চীন ও মালদ্বীপ
11. এশিয়ার কোন দেশ সর্বাধিক জনবহুল?
উত্তর: চীন
12. এশিয়ার কোন দেশের জনসংখ্যা সর্বনিম্ন?
উত্তর: মালদ্বীপ
13. এশিয়ার সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ কোনটি?
উত্তর: বাংলাদেশ
14. বিজ্ঞানে এশিয়ার প্রথম নোবেল পদক জয়ীর নাম কী?
উত্তর: C.V Raman
15. এশিয়ার দীর্ঘতম সেতু কোনটি?
উত্তর: Danyang-Kunshan Grand Bridge.
16. এশিয়ার দীর্ঘতম ইমারত কোনটি?
উত্তর: বুর্জ খলিফা, দুবাই |
17. আর্থিক দিক থেকে এশিয়ার সর্ববৃহৎ রাষ্ট্র কোনটি?
উত্তর: চীন
18. এশিয়ার’ প্রথম মুসলিম যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হলেন:___________।
উত্তর: Shirin Ebadi (ইরান)
19. জনসংখ্যার বিচারে এশিয়ার সর্ববৃহৎ শহর কোনটি?
উত্তর: টোকিও
20. বিশ্বের সর্বাধিক বৈচিত্রপূর্ণ মহাদেশ কোনটি?
উত্তর: এশিয়া
আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |
আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB
আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram