নমস্কার, প্রিয় বন্ধুগণ,
আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি বিহারের ভূগোল নিয়ে যা WBCS গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে| এই প্রশ্নগুলি যেকোনো চাকরির পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ|
1. বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
উত্তরঃ নিতিশ কুমার
2. বিহারের জনসংখ্যার ঘনত্ব কি ?
উত্তরঃ ১,১০২ বর্গকিমি।
3. বিহারের আইনসভা কীরূপ ?
উত্তরঃ দ্বিকক্ষ বিশিষ্ট।
4. বিহারের লোকসভা কেন্দ্রের সংখ্যা ?
উত্তরঃ ৪০
5. বিহারে কি কি ভাষা প্রচলিত ?
উত্তরঃ হিন্দি, উর্দু, ভোজপুরি।
6.বিহারের হাইকোর্ট কোথায় অবস্থিত ?
উত্তরঃ পাটনা।
7. বিহারের রাজ্যসভার সদস্য সংখ্যা কয়টি?
উত্তরঃ ১৬
8. বিহারের প্রধান নৃত্য কি কি ?
উত্তরঃ বিদেশিয়া, চোহাও, ওঁরাও।
9. বিহারের ওপর দিয়ে বয়ে যাওয়া নদী গুলি কি কি ?
উত্তরঃ গঙ্গা, শোন, কোশি, গন্ডক, পুনপুন, ফলগু, ঘরঘরা।
10. বিহারের প্রধান শস্য কি কি ?
উত্তরঃ ধান, গম, তৈলবীজ, তামাক।
11. বিহারের প্রধান খনিজ দ্রব্য কি কি ?
উত্তরঃ অভ্র, চুনাপাথর, কোয়ার্টজ।
12. বিহারের শিল্প গুলি কি কি ?
উত্তরঃ তৈল শোধনাগার, ইক্ষু, কার্পাস, পাট শিল্প।
13. বিহারের প্রধান বিমান বন্দর কোথায় অবস্থিত ?
উত্তরঃ পাটনা।
14. পাটনা শহরটি কে স্থাপন করেন ?
উত্তরঃ শেরশাহ।
15. বিহারে গঙ্গা নদীর উত্তরাংশে কোন ভাষা প্রচলিত ?
উত্তরঃ মৈথিলি, ভোজপুরি।
16. বিহারে গঙ্গা নদীর দক্ষিণে কোন ভাষা প্রচলিত ?
উত্তরঃ মাগধী, অঙ্গিকা, ভোজপুরি।
17. বিহারে আয়তনে সবচেয়ে বড় জেলা কোনটি ?
উত্তরঃ পশ্চিম চম্পারণ।
18. ভারতের দীর্ঘতম নদীসেতু কোনটি ?
উত্তরঃ মহাত্মা গান্ধী নদীসেতু। (৫.৫৭৫ কিমি)
19. ভারতের দীর্ঘতম নদীসেতুটি কোথায় নির্মিত হয়েছে ?
উত্তরঃ বিহারের পাটনা ও হাজিপুরের মধ্যে।
20. বিহারের বিধানসভা কেন্দ্রের সংখ্যা কয়টি ?
উত্তরঃ ২৪৩।