নমস্কার প্রিয় বন্ধুগণ,
আজকের এই কেস স্টাডি সিরিজের পর্বে আমরা পাকিস্তানের কেস স্টাডি অর্থাৎ সার্বিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছি | এই পোস্টে পাকিস্তানের ইতিহাস থেকে শুরু সম্পূর্ণ ভৌগোলিক ও রাজনৈতিক খুঁটিনাটি সহজ আকারে উপস্থাপন করা হয়েছে যা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অত্যাবশ্যকীয় |
Case study of Pakistan
পাকিস্তানের সার্বিক বিশ্লেষণ
ভারতের অন্যতম প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান সম্বন্ধে আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে আজকের এই পর্ব।
ইতিহাস: ১৯৪৭ সালে ইংরেজদের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীনতার স্বাদ অনুভব করেছিল ভারত। সেই সময় ধর্মের ভিত্তিতে মুসলিম অধ্যুষিত অঞ্চল নিয়ে মোহাম্মদ আলী জিন্নার হাত ধরে ১৯৪৭ সালের ১৪ই আগস্ট জন্ম হয় স্বাধীন রাষ্ট্র পাকিস্তানের। যদিও পরবর্তী কালে পাকিস্তান দখলীকৃত কাশ্মীর নিয়ে ভারতের সাথে বিবাদ সৃষ্টি হয় যা এখনো চলছে। ১৯৭১ সালে পাকিস্তানের অপর এক প্রান্ত পূর্ব পাকিস্তান ভারতের সহায়তায় মূল পাকিস্তান থেকে বিচ্ছন্ন হয়ে বঙ্গবন্ধুর হাত ধরে জন্ম নেয় বাংলাদেশ।
প্রতিবেশী রাষ্ট্র: ভারত, আফগানিস্তান, চীন, ইরান
সংসদের নাম: Federal parliamentary constitutional government।
জাতীয় পতাকা: সবুজ রঙের মাঝে একটি সাদা চাঁদ ও তারা। বাং দিকে একটি সাদা বর্ডার।
জনসংখ্যা: ২২ কোটি প্রায় (বিশ্বে স্থান পঞ্চম)
ক্ষেত্রফল: ৮,৮১,৯১৩ বর্গ কিমি
জন ঘনত্ব: ২৪৪.৪ /
প্রধান মন্ত্রী: ইমরান খান
রাষ্ট্রপতি: আরিফ আলভী
মুদ্রা: পাকিস্তানি রুপি
রাজ্য :
- বালুচিস্তান
- পাঞ্জাব
- সিন্ধ
- খায়বার পাখতুন
- গিলগিট বালতিস্তান
- আজাদ কাশ্মীর
- ইসলামাবাদ (কেন্দ্রীয় শাসিত অঞ্চল)
রাজধানী: ইসলামাবাদ
ভারতের সহিত প্রধান ট্রেন পরিষেবা: সমঝোতা এক্সপ্রেস
ধর্ম: ৯৬.৪৭% মুসলিম ও ২.১৪% হিন্দু
প্রধান পশু: Markhor
প্রধান পাখি: Chukar Partidge
প্রধান ফুল: White Jasmine
প্রধান ভাষা: Urdu
প্রধান খেলা: Hockey
প্রধান ফল: Mangoes
জাতীয় সংগীত: পাক সরজমিন
প্রধান মাছ: Mahseer fish
প্রধান গাছ: Olive tree
প্রধান ফসল: Cotton
ভৌগোলিক অবস্থান:
প্রধান নদনদী সমূহ:
ইন্দুস নদী
চিনাব নদী
ঝিলাম নদী
রবি নদী
প্রধান জলবায়ু:
ক্রান্তীয়, মরুভুমি, বরফাবৃত, ভুমধ্যসাগরীয় ইত্যাদি জলবায়ু দেখা যায়। এছাড়া প্রধানত চারটি কাল দেখা যায় যেমন:
শীত,গ্রীষ্ম,বর্ষা,বসন্ত
প্রধান পর্যটন কেন্দ্র:
বাদশাহী মসজিদ, লাহোর দূর্গ, ফয়সাল মসজিদ, স্বত ভ্যালি, বয়ান গ্রাম, হুনজা ভ্যালি, পাসু ক্যাথেড্রাল, আত্তাবাদ লেক ইত্যাদি
আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |
আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB
আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram
Tags: Case Study, Case Study of Pakistan, Government jobs preparation, General Knowledge, GK in bengali, bengali case studies, bengali current affairs, ssc cgl geography, ssc chsl geography, wbcs geography