নমস্কার, প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি ভারত তথা পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ সংগঠন|(G – 8 , G – 5 , G – 15 , G- 20, India and some important organizations in the world)|
Bengali Gk
ভারতের ভূগোল – G-8, G-5, G-15, G-20
- G-8 কার নেতৃত্বে গড়ে উঠেছিল?
উত্তরঃ ফ্রান্স
- G-8 কত সালে গঠিত হয়েছিল?
উত্তরঃ 1975 সালে
- G-6 কোন কোন দেশ ছিল?
উত্তরঃ ফ্রান্স, আমেরিকা, ইংল্যান্ড, ইতালি, জার্মানি, জাপান
- কানাডা কত সালে G-6 এর অন্তর্ভুক্ত হয়?
উত্তরঃ 1976 সালে
- রাশিয়া কত সালে G-7 এর অন্তর্ভুক্ত হয়?
উত্তরঃ 1997 সালে
- 2013 সালে কোথায় G-8 সম্মেলন গঠিত হয়েছিল?
উত্তরঃ ব্রিটেনে
- G-5 এর অন্তর্ভুক্ত দেশগুলি কোনটি?
উত্তরঃ ভারত,ব্রাজিল,ছিন,মেক্সিকো এবং দক্ষিণ পরীক্ষা
- কত সালে G-15 গড়ে উঠেছিল?
উত্তরঃ 1989 সালে
- G-15 এর সদস্য দেশগুলির নাম লেখো?
উত্তরঃ জামাইকা, মেক্সিকো, আর্জেন্টিনা, ব্রাজিল, পেরু, চিলি, ভেনেজুয়েলা, আলজেরিয়া, মিশর, কেনিয়া, নাইজেরিয়া, সেনেগাল, জিম্বাবোয়ে, ভারত, ইন্দোনেশিয়া, ইরান,মালেয়শিয়া, শ্রীলঙ্কা
- G-20 কত সালে গড়ে উঠেছিল?
উত্তরঃ 1999 সালে, 26 এ সেপ্টেম্বর
- কেন G-8 এর বদলে G-20 গড়ার প্রয়োজন ছিল?
উত্তরঃ G-8 এর এশিয়ার কোনো প্রতিনিধি না থাকায় নব্বই শতকে এশিয়ার সংকটে সঠিকভাবে মোকাবিলা করতে না পেরে নতুন একটি গোষ্ঠীর প্রয়োজনীয়তা দেখা দেয়|
- G-20 গোষ্ঠীতে কারা প্রতিনিধিত্ব করেছিল?
উত্তরঃ দেশের অর্থমন্ত্রী ও তাদের কেন্দ্রীয় ব্যাংকগুলির গভর্নররা|
- 2013 সালে কোথায় G-20 সম্মেলন হয়েছিল?
উত্তরঃ রাশিয়ায়
- G-20 তে ইউরোপের কোন গোষ্ঠী সরাসরি যুক্ত?
উত্তরঃ ইউরোপিয়ান ইউনিয়ন
আশা করি আমাদের দ্বারা প্রকাশিত সাপ্তাহিক বাংলা Gk (Gk in Bengali) আপনাদের ভালো লেগেছে | ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা | আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FBআমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram